কিছু কথা বাতাসে পাঠাও
কিছু কথা বাতাসে পাঠাও
কিছু কথা আকাশে ছড়াও,
কিছু কথা বলো কানে কানে
কিছু কথা হোক গানে গানে।
কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।
কিছু রাত জাগি এক সাথে
কিছু রাত ভাঁসি দুজনাতে,
কিছু রাত ভালোবেসে ভোর
কিছু রাত তোমারি ভেতর।
কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।
কিছু দিন হাটি রোদ দূরে
কিছু দিন ডুবে থাকি ঘোরে,
কিছু দিন ছুয়ে রব চলো
কিছু দিন হবো এলোমেলো
কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।
No comments:
Post a Comment