Friday, February 23, 2018

তুমি হীনা

তুমি হীনা

habib wahid habib songs habib lyrics


তুমিহীনা…
নিশি রাত, একা চাঁদ, অপলক 
চেয়ে রয় না
তুমিহীনা… 
দুরের ঐ আকাশ ছুঁয়ে যায় না॥

মন শুধু খুঁজে বেড়ায়, 
তোমাতেই ঘুরে বেড়ায়, 
একাকী…

এই ভুল শহরে, স্মৃতির সব প্রহরে 
অবুজ আমি কেনো আজও 

তোমাকেই খুঁজি, 
জানি না আমি…
জানো কি তুমি… 

তোমাকে খুঁজে যাই, 
খেয়ালে, বে-খেয়ালে, কারনে, অকারনে
দক্ষিণের বন্ধ জানালায়…

কেন আজ তুমি দূরে বলো হারিয়ে
তুমিহীনা তবু আছি দাড়িয়ে।

তুমিহীনা…
শহরের, খোয়ারে, খোয়ারে 
ঘোরা হয় না
তুমিহীনা… 
চোখের কোনে জ্বল মোছা হয় না।

মন শুধু খুঁজে বেড়ায় 
তোমাতেই ঘুরে বেড়ায় 
একাকী…

এই ভুল শহরে,  স্মৃতির সব প্রহরে 
অবুজ আমি কেনো আজও 
তোমাকেই খুঁজি , 
জানি না আমি…
জানো কি তুমি… 



হাবিব ওয়াহিদ

No comments:

Post a Comment

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...