Tuesday, February 06, 2018

এই কারাগারতো সেই কারাগার

এই কারাগার তো সেই কারাগার
জুলুম সয়েছে মুমিনেরা বারবার
তুমিও তো ভাই নিয়েছ শপথ
ভূলে কেনো গেলে তুমি বল একবার ॥

রক্ত মেখে যারা রাঙিয়েছে পথ
যাদের পরশে এই কারা-ক্ষত রথ
আমাদেরও দেহে আছে তাদেরি শোণিত
তবু কেনো আখি ছলো ছলো হয় আবার ॥

রড ধরে শোনে তারা কারা-বার্তায়ন
চিন্তিত মনে তার নিশি-জাগরণ
আবেগের বশে ঝরে অশ্রু-পবন
মুছে ফেলো তব মুছে ফেলো না আবার ॥

ধুপ পুড়ে ছাই হয়ে গন্ধ বিলায়
বাতি জ্বেলে সেথা আলোক ছড়ায়
হারিয়ে না গিয়ে আমি সাহস জোগাই
সম্মুখে চলো তুমি পথ যে কাবার ॥

No comments:

Post a Comment

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...