এই কারাগার তো সেই কারাগার
জুলুম সয়েছে মুমিনেরা বারবার
তুমিও তো ভাই নিয়েছ শপথ
ভূলে কেনো গেলে তুমি বল একবার ॥
রক্ত মেখে যারা রাঙিয়েছে পথ
যাদের পরশে এই কারা-ক্ষত রথ
আমাদেরও দেহে আছে তাদেরি শোণিত
তবু কেনো আখি ছলো ছলো হয় আবার ॥
রড ধরে শোনে তারা কারা-বার্তায়ন
চিন্তিত মনে তার নিশি-জাগরণ
আবেগের বশে ঝরে অশ্রু-পবন
মুছে ফেলো তব মুছে ফেলো না আবার ॥
ধুপ পুড়ে ছাই হয়ে গন্ধ বিলায়
বাতি জ্বেলে সেথা আলোক ছড়ায়
হারিয়ে না গিয়ে আমি সাহস জোগাই
সম্মুখে চলো তুমি পথ যে কাবার ॥
জুলুম সয়েছে মুমিনেরা বারবার
তুমিও তো ভাই নিয়েছ শপথ
ভূলে কেনো গেলে তুমি বল একবার ॥
রক্ত মেখে যারা রাঙিয়েছে পথ
যাদের পরশে এই কারা-ক্ষত রথ
আমাদেরও দেহে আছে তাদেরি শোণিত
তবু কেনো আখি ছলো ছলো হয় আবার ॥
রড ধরে শোনে তারা কারা-বার্তায়ন
চিন্তিত মনে তার নিশি-জাগরণ
আবেগের বশে ঝরে অশ্রু-পবন
মুছে ফেলো তব মুছে ফেলো না আবার ॥
ধুপ পুড়ে ছাই হয়ে গন্ধ বিলায়
বাতি জ্বেলে সেথা আলোক ছড়ায়
হারিয়ে না গিয়ে আমি সাহস জোগাই
সম্মুখে চলো তুমি পথ যে কাবার ॥
No comments:
Post a Comment