Tuesday, February 20, 2018

Chothurto Matra চতুর্থ মাত্রা

চতুর্থ মাত্রা




আজ ঘুম থেকে উঠে দেখি
পৃথিবীর অপর পাশে,
অন্য কোন দেশে আমার ঘর
আমি অন্য কেউ, অন্য কোথাও
ভুলে যাব আমি আমাকে নতুন এক জীবনে
আবার ফিরে সাজাবো আমায়

ভুলগুলোকে মুছে আবার
সেই নতুন দেশে
নতুন কোন বেশে আমার ঘর
যে ভবে অলস হৃদয় জানেনা কাঁদতে
আর কাঁদাতে পারে না কাউকে

কোন স্বপ্ন সাজাব না , কারো স্বপ্নে জড়াব না
নিরবতার আবরণ … আমার আকাঙ্ক্ষাহীন জীবন ।।



Tahsan | তাহসান |

No comments:

Post a Comment

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...