Thursday, February 01, 2018

আল্লাহ ওগো আল্লাহ

আল্লাহ ওগো আল্লাহ
আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
যতদিন এই জীবন বিনা বাচিবে সুপথে চালাও মাফ করে দাও
সুপথে চালাও মাফ করে দাও
আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
যতদিন এই জীবন বিনা বাচিবে সুপথে চালাও মাফ করে দাও
সুপথে চালাও মাফ করে দাও
তোমাকে না দেখিয়া নবিকে না চিনিয়া ঈমান এনেছি তবুও
এই উছিলায় রহম ও দয়া বিলাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
কাউকে সরিনা কাউকে ডরিনা তোমাতে শির দেই তবুও
কাউকে সরিনা কাউকে ডরিনা তোমাতে শির দেই তবুও
এই উছিলায় বিপদে পার করে নাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
কারো কাছে হারিনা কারো অনুসারি না তব দারে হাত পাতি
তবুও
কারো কাছে হারিনা কারো অনুসারি না তব দারে হাত পাতি
তবুও
এই উছিলায় চিরসুখি জান্নাতে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
স্বার্থকে ত্যাগিয়া বুকে মোরে আগিয়া মা বাবা গেল গড়ে
চলিয়া
স্বার্থকে ত্যাগিয়া বুকে মোরে আগিয়া মা বাবা গেল গড়ে
চলিয়া
এই উছিলায় মা বাবাকে জান্নাতে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
যতদিন এই জীবন বিনা বাচিবে সুপথে চালাও মাফ করে দাও
সুপথে চালাও মাফ করে দাও
আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও



মোনায়েম খান

No comments:

Post a Comment

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...