Monday, February 26, 2018

Hoyto Tomari Jonno | হয়তো তোমারি জন্য

হয়তো তোমারি জন্য

manna de bangla songs lyrics


হয়তো তোমারি জন্য, হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই ৷
যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে,
শুরু থেকে শেষ প্রান্তে, ছুটে ছুটে গেছি তাই ৷

আমি যে নিজেই মত্ত, জানিনা তোমার শর্ত (!!)
যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই ৷
হয়তো তোমারি জন্য, হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই ৷

আমি যে দুরন্ত, দুচোখে অনন্ত,
ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়াই ৷
তুমিতো বলোনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ (!!)
রেখোনা মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই ৷

শিল্পীঃ Manna De | মান্না দে

No comments:

Post a Comment

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...