Monday, April 30, 2018

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর

 

 বাড়ির কাছে আরশিনগর
সেথা এক পড়শি বসত করে।
আমি একদিনও না দেখিলাম তাঁরে।।

গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পারে।
মনে বাঞ্ছা করি দেখব তারে
কেমনে সে গাঁয় যাই রে।।

কি বলবো সেই পড়শির কথা
তার হস্তপদ স্কন্ধমাথা নাইরে।
ক্ষণেক থাকে শূন্যের উপর
ক্ষণেক ভাসে নীরে।।

পড়শি যদি আমায় ছুঁতো
যম যাতনা সকল যেতো দূরে।
সে আর লালন একখানে রয়
তবু লক্ষ যোজন ফাঁক রে।।



Lalon Fokir লালনগীতি

Sunday, April 29, 2018

Dukhini Dukkho Koro Na দুঃখিনী দুঃখ করো না

দুঃখিনী দুঃখ করো না




চেয়ে দেখ উঠেছে নতুন সূর্য
পথে পথে রাজপথে চেয়ে দেখ
রংয়ের খেলা
ঘরে বসে থেকে লাভ কী বলো
এসো চুল খুলে পথে নামি,
এসো উল্লাস করি
দুঃখিনী দুঃখ করো না,
দুঃখিনী দুঃখিনী

আঁধারের সিঁদ কেটে আলোতে এসো
চোখের বোরখা নামিয়ে দেখো জোছনার গালিচা
ঘর ছেড়ে তুমি বাইরে এসো
চেয়ে দেখো রংধনু,
চেয়ে দেখো সাতরং
দুঃখিনী দুঃখ করো না,
দুঃখিনী দুঃখিনী

মিছিলের ভিড় ঠেলে সামনে এসো
দুঃখের পৃষ্ঠা উল্টে দেখো স্বপ্নের বাগিচা
ঘরে বসে থেকে লাভ কী বলো
এসো হাতে হাত রাখি এসো গান করি
দুঃখিনী দুঃখ করো না,
দুঃখিনী দুঃখিনী



James | জেমস

Friday, April 27, 2018

Tomake Pawa Ekhon তোমাকে পাওয়া এখন

তোমাকে পাওয়া এখন




তোমাকে পাওয়া এখন আকাশ থেকে
সূর্যটা কেড়ে নেয়ার মতন
তোমাকে পাওয়া এখন সাত সাগর আর
তের নদী পাড়ি দেয়ার মতন
তুমি মনটাকে ভেঙেচুরে
চলে গেছো বহুদূরে
তুমি মনটাকে ভেঙেচুরে
চলে গেছো বহুদূরে।

সুখের ভাবনাতে
তোমাকে এখন যত পাই
তারও বেশি পাই
বিরহে যখন ডুবে যাই।
সুখের ভাবনাতে
তোমাকে এখন যত পাই
তারও বেশি পাই
বিরহে যখন ডুবে যাই।

তোমাকে পাওয়া এখন ঝিনুক থেকে
মুক্তোটা তুলে নেয়ার মতন।
তুমি মনটাকে ভেঙেচুরে
চলে গেছো বহুদূরে।
তুমি মনটাকে ভেঙেচুরে
চলে গেছো বহুদূরে।

আশার প্রদীপ জ্বেলে
থেকেছি আমি কতবার
রাত শেষে আসে দিন
আসোনা তুমি ফিরে আর।
আশার প্রদীপ জ্বেলে
থেকেছি আমি কতবার
রাত শেষে আসে দিন
আসোনা তুমি ফিরে আর।

তোমাকে পাওয়া এখন আগুন থেকে
জলন্ত হীরে আনার মতন।
তুমি মনটাকে ভেঙেচুরে
চলে গেছো বহুদূরে।

তোমাকে পাওয়া এখন আকাশ থেকে
সূর্যটা কেড়ে নেয়ার মতন
তোমাকে পাওয়া এখন সাত সাগর আর
তের নদী পাড়ি দেয়ার মতন
তুমি মনটাকে ভেঙেচুরে
চলে গেছো বহুদূরে
তুমি মনটাকে ভেঙেচুরে
চলে গেছো বহুদূরে।



Asif Akbar | আসিফ আকবর

Thursday, April 26, 2018

Tomar Hobe Ki তোমার হবে কি

তোমার হবে কি




একটু একটু করে দিয়েছ
যত্ন করে কষ্ট আমাকে
আমি যাচ্ছি জ্বলে পুড়ে
হয়ত যাব বাচাবে বল কে
না হয় আমি মরেই গেলাম
তোমার হবে কি
কষ্ট দেয়ার অভিশাপে
তুমি বাঁচবে কি

পরিয়েছিলে যে হাত দিয়ে
প্রেমেরই মালা
সে হাত দিয়েই কি করে দাও
এতটা জ্বালা

অশ্রু দিয়ে লিখেছি আমি
দু: খের কাহিনী
এত ভাল বেসে তোমায়
ফেরাতে পারিনি



Asif Akbar | আসিফ আকবর

Wednesday, April 25, 2018

E Kon Betha এ কোন ব্যাথা

এ কোন ব্যাথা




এ কোন ব্যাথা মনের মাঝে
হাহাকারের সুরে বাজে
শুধু সারাক্ষন
অল্প অল্প করে যেন
অবিরত হচ্ছে কেন
হৃদয়ে রক্তক্ষরন
তুমি নেই বলে তাই
আমি জ্বলে পুড়ে যাই
কাঁদে মন অস্থিরতায়

অবিশ্বাসের জন্ম দিয়ে
খেলেছ এ কোন খেলা
ভালবাসার নামে কেন
করেছ তুমি অবহেলা

স্বপ্ন ভাঙার কষ্টটাকে
পারিনা আমি ভুলে যেতে
জীবন আমার ঢেকে আছে
আঘাতে আঘাতে বেদনাতে



Asif Akbar | আসিফ আকবর

Tuesday, April 24, 2018

Hridoy Bojhar Mon হৃদয় বোঝার মোন

হৃদয় বোঝার মোন




হৃদয় বোঝার মোন নেই যার বুকে
সে ভালোবাসা কি তা বোঝে না
তুমি যে হৃদয়হীনা বুঝিনি তো আগে
সঙ্গী এখন তাই বেদনা
আবেগের আল্পনা নেই যার মনে
সে তো কখনোই প্রেম খোঁজে না
তোমার মনে শুধু প্রতারণা ছিলো
আমার তো তা জানা ছিলো না

যে চোলে যেতে চায় সব মায়া ছেড়ে
তাকে তো ফেরানো যায় না
যে চোলে যেতে চায় সব মায়া ছেড়ে
তাকে তো ফেরানো যায় না

সব প্রেম কি আর পূর্ণতা পায়
কিছুু প্রেম চিরদিনই শুধুই কাঁদায়
সব পাখি কি নীড়ে ফিরে যায়
অনেকেই উড়ে চলে অজানা আশায়

সব প্রেম কি আর পূর্ণতা পায়
কিছুু প্রেম চিরদিনই শুধুই কাঁদায়
সব পাখি কি নীড়ে ফিরে যায়
অনেকেই উড়ে চলে অজানা আশায়

কিছু মোন কোনোদিন-ই সুখ পায় না

সব স্মৃতী কি আর মুছে ফেলা যায়
কিছু কিছু স্মৃতী অমলিন রোয়ে যায়
একজীবনে কি আর সব পাওয়া যায়
না পাওয়ার যন্ত্রনা কষ্ট বাড়ায়

সব স্মৃতী কি আর মুছে ফেলা যায়
কিছু কিছু স্মৃতী অমলিন রোয়ে যায়
একজীবনে কি আর সব পাওয়া যায়
না পাওয়ার যন্ত্রনা কষ্ট বাড়ায়

সবকিছু চাইলেই পাওয়া যায় না

হৃদয় বোঝার মোন নেই যার বুকে
সে ভালোবাসা কি তা বোঝে না
তুমি যে হৃদয়হীনা বুঝিনি তো আগে
সঙ্গী এখন তাই বেদনা
যে চোলে যেতে চায় সব মায়া ছেড়ে
তাকে তো ফেরানো যায় না
যে চোলে যেতে চায় সব মায়া ছেড়ে
তাকে তো ফেরানো যায় না



Asif Akbar | আসিফ আকবর

Monday, April 23, 2018

Irsha ঈর্ষা

ঈর্ষা




দূরে তুমি দাঁড়িয়ে
সাগরের জলে পা ভিজিয়ে
কাছে যেতে পারি না
বলতে আজ পারিনা
তুমি আমার এখনো

সামনে তুমি দাঁড়িয়ে
কারো হাত জড়িয়ে
হাতটা ধরতে পারি না
কাছে টানতে পারি না
তোমার হাতে আজ অন্য কেউ

সাগরের পাড়ে হাত ধরে দেখছো
সূর্যডোবা আমি নেই
এখনো বৃষ্টি পড়ে তোমার মাঝে
সে বৃষ্টির ফোঁটা আমি নই
জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আকাশে
সেখানে চাঁদটা নেই
এখনো বৃষ্টি পড়ে বৃষ্টিতে ভেজা
আমার পাশে তুমি নেই

সেই তুমি আজ আমার কাছে
আমার স্মৃতি ফিরিয়ে দিতে
আমি আজ কাঁদব না
হয়তো দু‘এক ফোটা
তবু বলবোনা ভালোবাসি

কোন এক ছোট্ট মিথ্যা
মুছে দিয়েছে সব আমার
আমার দেওয়া ঘড়ির
সময় গুলো মোছেনি
তুমি রক্তাক্ত আমি অপরাধী

আমার চোখের দিকে তাকিয়ে দেখো কাঁদছি আমি অসহায়
তোমায় হারিয়ে জীবনটা আমার কষ্টের গানে ডুবে হায়
জানি ফিরিয়ে নেবার কোন কারণ নেই তোমার এই জীবনে
তবুও এখনো তুমি সত্য এখনো এখনো আমার জীবনে



Tahsan | তাহসান |

Sunday, April 22, 2018

Likhte Pari Na kono Gan লিখতে পারিনা কোন গান

লিখতে পারিনা কোন গান




লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।
কিযে যন্ত্রনা এই পথচলা (২)
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা।
লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।
কিযে যন্ত্রনা এই পথচলা
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা।

হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে
এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে
হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে
এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে
কিযে যন্ত্রনা এই পথচলা
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা।
লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।

আকাশে চাঁদ ছিল একা
পাহাড়ি ঝর্ণা ঝরা
তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি
আকাশে চাঁদ ছিল একা
পাহাড়ি ঝর্ণা ঝরা
তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি
সে ব্যথা বোঝার আগে
হারিয়ে তোমাকে
তোমাকে হারিয়ে বেদনা ঝরেছে হৃদয়ে
কিযে বেদনা তুমি বোঝনা
তোমাকে ভুলে থাকা কোনদিন বুঝি হল না।
লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।
কিযে যন্ত্রনা এই পথচলা (২)
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা।

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।



James | জেমস

Saturday, April 21, 2018

Akarane Akale Mor Porlo Jokhon Dak অকারণে অকালে মোর পড়ল যখন ডাক

অকারণে অকালে মোর পড়ল যখন ডাক




অকারণে অকালে মোর পড়ল যখন ডাক
তখন আমি ছিলেম শয়ন পাতি ।
বিশ্ব তখন তারার আলোয় দাঁড়ায়ে নির্বাক,
ধরায় তখন তিমিরগহন রাতি ।
ঘরের লোকে কেঁদে কইল মোরে,
‘আঁধারে পথ চিনবে কেমন ক’রে?’
আমি কইনু, ‘চলব আমি নিজের আলো ধ’রে,
হাতে আমার এই-যে আছে বাতি ।।’
বাতি যতই উচ্চ শিখায় জ্বলে আপন তেজে
চোখে ততই লাগে আলোর বাধা,
ছায়ায় মিশে চারি দিকে মায়া ছড়ায় সে-যে-
আধেক-দেখা করে আমায় আঁধা ।
গর্বভরে যতই চলি বেগে
আকাশ তত ঢাকে ধুলার মেঘে,
শিখা আমার কেঁপে ওঠে অধীর হাওয়া লেগে-
পায়ে পায়ে সৃজন করে ধাঁদা ।।
হঠাৎ শিরে লাগল আঘাত বনের শাখাজলে,
হঠাৎ হাতে নিবল আমার বাতি ।
চেয়ে দেখি,পথ হারিয়ে ফেলেছি কোন্‌ কোলে-
চেয়ে দেখি তিমিরগহন রাতি ।
কেঁদে বলি মাথা কের নিচু,
‘শক্তি আমার রইল না আর কিছু ।’
সেই নিমেষে হঠাৎ দেখি, কখন পিছু পিছু
এসেছে মোর চিরপথের সাথি ।।



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর

Friday, April 20, 2018

Phir Wohi

Phir Wohi




Aakhen malti ye subeh phir nayi hai
Baahen khole ye hawa phir nayi hai
Ghar le jaaye meri ungali pakad kar
Betaabiya phir nayi
Gale lagati dhoop phir nayi hai
Vaapas bulaati chhaon phir nayi hai
Ghar le jaaye meri ungali pakad kar
Betaabiya phir nayi

Main mummy se choti banvane
Main pappa se jhula jhulvane
Main ghar ko sar pe utha ne chalil
Karne manmaaniya phir nayi
Main nayi dress mein saj ke ithlane
Main nayi dhoon pe thumke lagane
Main naye sapne chhat se udane chali
Kar ne manmojhiya phir nayi

Godi sulati sub-ha phir nayi hai
Neende dhalati hawa phir nayi hai
Ghar le jaaye meri ungali pakad kar
Betaabiya phir nayi

Picture mein seety marne main chali
Hero gali ke taad ne main chali
Tusion bunk kar mastaani chali
Karne shetaniya phir nayi
Yaaro se gap ladane main chali
Dil bhar udham machane main chali
Chauke chhake lagane chali
Karne badmashiyan phir nayi

Aakhen malti ye subeh phir nayi hai
Baahen khole ye hawa phir nayi hai
Ghar le jaaye meri ungali pakad kar
Betaabiya phir nayi
Gale lagati dhoop phir nayi hai
Vaapas bulaati chhaon phir nayi hai
Ghar le jaaye meri ungali pakad kar
Betaabiya phir nayi..



Singer: Yashita Sharma

Thursday, April 19, 2018

Love Me

Love Me



My friends say I'm a fool
To think that you're the one for me
I guess I'm just a sucker for love
'Cause honestly the truth is
That you know I'm never leavin'
'Cause you're my angel sent from above
Baby you can do no wrong
My money is yours
Give you little more because I love ya, love ya
With me, girl, is where you belong
Just stay right here
I promise my dear I'll put nothin' above ya, above ya
Love me, love me
Say that you love me
Fool me, fool me
Oh, how you do me
Kiss me, kiss me
Say that you miss me
Tell me what I wanna hear
Tell me you love me
Love me, love me
Say that you love me
Fool me, fool me
Oh, how you do me
Kiss me, kiss me
Say that you miss me
Tell me what I wanna hear
Tell me you love me
People try to tell me
But I still refuse to listen
'Cause they don't get to spend time with you
A minute with you is worth more than
A thousand days without your love, oh your love
Oh, baby you can do no wrong
My money is yours
Give you little more because I love ya, love ya
With me, girl, is where you belong
Just stay right here
I promise my dear I'll put nothin' above ya, above ya
Love me, love me
Say that you love me
Fool me, fool me
Oh, how you do me
Kiss me, kiss me
Say that you miss me
Tell me what I wanna hear
Tell me you love me
Love me, love me
Say that you love me
Fool me, fool me
Oh, how you do me
Kiss me, kiss me
Say that you miss me
Tell me what I wanna hear
Tell me you love me
My heart is blind but I don't care
'Cause when I'm with you everything has disappeared
And every time I hold you near
I never wanna let you go, oh
Love me, love me
Say that you love me
Fool me, fool me
Oh, how you do me
Kiss me, kiss me
Say that you miss me
Tell me what I wanna hear
Tell me you love me
Love me, love me
Say that you love me
Fool me, fool me
Oh, how you do me
Kiss me, kiss me
Say that you miss me
Tell me what I wanna hear
Tell me you love me



Singer: Justin Bieber

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...