Showing posts with label Rabindranath Tagore | রবীন্দ্রনাথ ঠাকুর. Show all posts
Showing posts with label Rabindranath Tagore | রবীন্দ্রনাথ ঠাকুর. Show all posts

Saturday, April 21, 2018

Akarane Akale Mor Porlo Jokhon Dak অকারণে অকালে মোর পড়ল যখন ডাক

অকারণে অকালে মোর পড়ল যখন ডাক




অকারণে অকালে মোর পড়ল যখন ডাক
তখন আমি ছিলেম শয়ন পাতি ।
বিশ্ব তখন তারার আলোয় দাঁড়ায়ে নির্বাক,
ধরায় তখন তিমিরগহন রাতি ।
ঘরের লোকে কেঁদে কইল মোরে,
‘আঁধারে পথ চিনবে কেমন ক’রে?’
আমি কইনু, ‘চলব আমি নিজের আলো ধ’রে,
হাতে আমার এই-যে আছে বাতি ।।’
বাতি যতই উচ্চ শিখায় জ্বলে আপন তেজে
চোখে ততই লাগে আলোর বাধা,
ছায়ায় মিশে চারি দিকে মায়া ছড়ায় সে-যে-
আধেক-দেখা করে আমায় আঁধা ।
গর্বভরে যতই চলি বেগে
আকাশ তত ঢাকে ধুলার মেঘে,
শিখা আমার কেঁপে ওঠে অধীর হাওয়া লেগে-
পায়ে পায়ে সৃজন করে ধাঁদা ।।
হঠাৎ শিরে লাগল আঘাত বনের শাখাজলে,
হঠাৎ হাতে নিবল আমার বাতি ।
চেয়ে দেখি,পথ হারিয়ে ফেলেছি কোন্‌ কোলে-
চেয়ে দেখি তিমিরগহন রাতি ।
কেঁদে বলি মাথা কের নিচু,
‘শক্তি আমার রইল না আর কিছু ।’
সেই নিমেষে হঠাৎ দেখি, কখন পিছু পিছু
এসেছে মোর চিরপথের সাথি ।।



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...