তুমি নেই ভাবতেই
তুমি নেই ভাবতেই
দু'চোখের পাতা আসে ভিজে
অনুশোচনায় পুড়ে ভাবছি এখন
কি ভুল করেছি আমি নিজে
ফিরে এস এই বুকে ফিরে এস
আবার নতুন করে ভালবাস
মিথ্যে সুখের আশায়
তোমার মনে আগুন জ্বেলে দিয়েছি
স্বার্থের পিছুটানে পা বাড়িয়ে
ভুল পথে চলে এসেছি
নিয়তির কাছে তাই হল পরাজয়
স্বান্তনা পাইনাতো কোথাও খুজে
ভুলতো মানুষ করে ক্ষমার আশায়
আমিও ভুল করেছি
কষ্টের ধুপশীখা জ্বেলেন বুকে
বহুদিন আমি পুড়েছি
এস ফিরে ক্ষমা করে ভুলে অভিমান
ঠাই দাও আমাকে হৃদয় মাঝে