Sunday, March 25, 2018

Amar Sonar Bangla আমার সোনার বাংলা

আমার সোনার বাংলা




  আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি।
চিরদিন তোমার আকাশ,
তোমার বাতাস,
আমার প্রাণে বাজায় বাঁশি।।

ও মা,
ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে-
ও মা,
অঘ্রানে তোর ভরা ক্ষেতে
আমি কী দেখেছি মধুর হাসি।।

কী শোভা, কী ছায়া গো,
কী স্নেহ, কী মায়া গো-
কী আঁচল বিছায়েছ
বটের মূলে,
নদীর কূলে কূলে।

মা, তোর মুখের বাণী
আমার কানে লাগে
সুধার মতো,
মরি হায়, হায় রে-
মা, তোর বদনখানি মলিন হলে
ও মা,
আমি নয়ন জলে ভাসি।।



Rabindranath Tagore  রবীন্দ্রনাথ ঠাকুর 

Saturday, March 24, 2018

Hridoye Amar Bangladesh হৃদয়ে আমার বাংলাদেশ

হৃদয়ে আমার বাংলাদেশ


হৃদয়ে আমার বাংলাদেশ
স্বপ্ন আমার বাংলাদেশ
শান্তি আমার বাংলাদেশ
ও মা তুই......
আমার বাংলাদেশ !!!

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর মুখে হাসি ফোটাবো
জাগো বাঙ্গালি জাগো

মা তোর খোকন
যেন ভয় না পায়
মরণের আগে এ
স্বাধীন করবো এ দেশ
বুকের যত রক্ত লাগে...

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর জন্য শহীদ হবো
জাগো বাঙ্গালি জাগো......

মা তোর খোকন
যদি বাড়ি না ফেরে
স্বাধীনতার পরে

সবুজ লালের পতাকা
রাখিস বড় যত্ন করে

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
মায়ের দেশ মাকে দেব
জাগো বাঙ্গালি জাগো !!!!



শিল্পী : Habib Wahid | |Arfin Rumey | | Pradeep Kumar | |হাবিব ওয়াহিদ | | আরফিন রুমি | | প্রাদীপ কুমার |

Friday, March 23, 2018

Prrithibir ekpashe make rekhe পৃথিবীর একপাশে মাকে রেখে

পৃথিবীর একপাশে মাকে রেখে


Arfin Rumey bangla song maa
পৃথিবীর একপাশে মাকে রেখে
অন্য পাশেও, মাকে রাখি
পৃথিবীর সব কথা ভূলে গিয়ে
ব্যাকুল প্রাণে, মাকে ডাকি
জীবনের সবখানে, সব গানে
মাকে ছাড়া, জীবনের নিলামে
মা হীন এলোমেলেও হৃদয়ে,
আর কোনও ঠিকানা
কেউ কি জানে?
ও...ও...হো......মা

মায়েরই মুখ দেখে দুঃখ ভুলি,
মায়েরই আঁচলে জীবন বুঝি।
যখনই দুরে যাই,
আড়ালে থাকি,
নিরবে চোখ মেলে মাকে খুঁজি।

মায়েরই পায়েতে স্বর্গ আছে,
স্বর্গ খুঁজিনা তাই অন্যখানে
মায়েরই কারনে বাঁচতে শেখা
দু চোখে মা, তুমি
জগৎ জানে
ও.....মা....মা......আ.....
ও.....মা....মা......আ.....


পৃথিবীর একপাশে মাকে রেখে
অন্য পাশেও,মাকে রাখি।
পৃথিবীর সব কথা ভূলে গিয়ে
ব্যাকুল প্রাণে, মাকে ডাকি।
জীবনের সবখানে, সব গানে
মাকে ছাড়া, জীবনের নিলামে।
মা হীন এলোমেলো হৃদয়ে,
আর কোনও ঠিকানা
কেউ কি জানে?
ও...ও...হো......মা.....


শিল্পীঃ  Arfin Rumey | আরিফিন রুমি |

Thursday, March 22, 2018

Kotha Dao কথা দাও

কথা দাও




নীলাকাশ ছুতে পারি যদি তুমি চাও
Tausif bangla songs lyricsওই মেঘ হতে পারি, যদি তুমি চাও
শুধু কথা দাও ভুলে যাবেনা, একটু দুঃখ আমায় চোবেনা
এই পৃথিবীর বিনিময়েও আমায় কখনো ছেড়ে যাবেনা।

ভালোবেসে যেতে পারি যদি তুমি চাও
এ জীবন দিতে পারি জমিয়ে যাও
শুধু কথা দাও ভুলে যাবেনা, একটু দুঃখ আমায় চোবেনা
এই পৃথিবীর বিনিময়েও আমায় কখনো ছেড়ে যাবেনা।

আজ মন ছুটেছে সুখের বাড়ি , দুঃখের সাথে দিয়ে আড়ি,
চৌ সীমানা দেব পাড়ি , বাধা যে মানবনা
এস ভালবাসার ছায়াতলে মন ভেজাবো সুখের জলে
ভয় যে আর করিনা।

দেখ রাত ছুটেছে চাদের বাড়ি , মনের মাঝে স্বপ্ন তারি
সব আলোতে দেব ভোরে আধার যে ডাকবেনা
সেই সপ্নের কথা সত্যি হলে
মন সাজাব ফুলে ফুলে
ঘুম যে আর হবেনা।

শিল্পীঃ Tausif  | তাওসিফ |

Wednesday, March 21, 2018

Taray Taray তারায় তারায়

তারায় তারায়


সুন্দরীতমা আমার
তুমি নীলিমার দিকে তাকিয়ে
বলতে পারো
এই আকাশ আমার
james bangla songs lyrics
নীলাকাশ রবে নিরুত্তর
মানুষ আমি চেয়ে দেখ
নীলাকাশ রবে নিরুত্তর
যদি তুমি বল আমি
একান্ত তোমার

আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
আমি তোমার

ক্যামেলিয়া হাতে এই সন্ধায়
ভালোবেসে যতখুশি
বলতে পারো
এই ফুল আমার
ফুল শুধু ছড়াবে সৌরভ
লজ্জায় বলবে না কিছুই
ফুল শুধু ছড়াবে সৌরভ
লজ্জায় বলবে না কিছুই
ফুল থাকবে নীরব

আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
আমি তোমার

জোছনা লুটালেই
তুমি অধিকার নিয়ে
বলতে পারো
এই জোছনা আমার

এই চাঁদ খুজবে না উত্তর
একবার যদি বল
এই চাঁদ খুজবে না উত্তর
একবার যদি বল আমাকে
আমি থাকবো না নির্বাক

আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
আমি তোমার

শিল্পীঃ James | জেমস |

Tuesday, March 20, 2018

Na Bola Valobasa না বলা ভালবাসা

না বলা ভালবাসা



Arfin Rumey bangla song lyrics মাঝে মাঝে সপ্ন দেখে অবাক কোনো রাতে
মাঝে মাঝে গল্প বলি নিজেই নিজের সাথে
ও মাঝে মাঝে ইচ্চে করে কষ্ট উড়াই হাওয়ায়
মাঝে মাঝে তোমায় সাজাই সকল চাওয়া পাওয়ায়

তুমি আমার না বলা ভালবাসা
এক সুরে বোনা এ হৃদয়ের শত আশা

মাঝে মাঝে ভাসে যে মন দুরের খেয়া ঘাটে
মাঝে মাঝে বুকের ভেতর একলা পথিক হাটে
মাঝে মাঝে ভাসাই যে মন দুরের খেয়া ঘাটে
ও মাঝে মাঝে বুকের ভেতর একলা পথিক হাটে
মাঝে মাঝে যাই যে ভুলে ভালবাসার মানে
মাঝে মাঝে দুঃখ ছোটে সুখের পিছুটানে.........


শিল্পীঃ  Arfin Rumey| | Ornik | | আরিফিন রুমি | | অর্নিক |

Monday, March 19, 2018

Madhobi মাধবী

মাধবী

Ayub Bachchu bangla songs lyrics Ayub Bachchu


চোখে সানগ্লাস ঠোঁটে হাসি
বাঁকা হাসি
তার সব কিছুতেই বড় বেশী
বাড়াবাড়ি
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

রাতের আঁধারে তাকে শুধু দেখা যায়
লাল নীল নানান রঙের গাড়িতে
দিনের আলোতে তাকে মিশে যেতে দেকা যায়
সবার সাথে সবার সাথে
কখন কোথায় সে যে কার
সে নিজেও তা জানে না
সে শুধু জানে দেহের বিনিময়ে
খাদ্য চাই খাদ্য চাই
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

তাকে সমাজ সভ্যতা এড়িয়ে চলে
আইনের শেকল তার পেছনে চলে
ধরা পরে ছাড়া পায় ফিরে আসে আবার
মানুষের কাছে , মানুষের কাছে
নষ্ট নারী কেন তারে বলে
সে নিজেও তা জানে না
সে শুধু জানে দেহের বিনিময়ে
খাদ্য চাই খাদ্য চাই
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

নষ্ট সে হয়েছে কাদের ইশারায়
দুঃখ অভাব আর ক্ষুধারই জ্বালায়
নষ্ট পুরুষ সব কাছে চলে আসে
তাদের দুচোখে লোভী দৃষ্টি ভাসে
মাধবী জানে না কেমন করে
বদলে গেছে সে নষ্ট নারীতে
সংসার শান্তি এসব কিছু আর
নিলো না মাধবীকে আপন করে
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

সময়ের আগে তাকে চলে যেতে হয়
প্রানহীন দেহখানি পৃথিবীতে রয়
নষ্ট পুরুষ সব তাকে ভুলে যায়
নতুন নষ্টা নারী পাবারই আশায়
মাধবীর মরনে কারো ব্যথা নেই
মরনের কষ্ট মাধবী জানে
মাধবীর দেহখানি জঞ্জাল হয়ে
চলে যায় কোন এক অজানায়
আজ বলি একসাথে মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

দুঃখ কষ্ট যার ছিলো সারি সারি
মাধবী


শিল্পীঃ  Ayub Bachchu | | আইয়ুব বাচ্চু  | | LRB এল আর বি |

Sunday, March 18, 2018

Tomari Porosh তোমারি পরশ

তোমারি পরশ


 Porshi bangla song lyrics Porshi আমি যত বেশি ভালোবাসি তোমায়.
তার চেয়েও বেশি ভালোবাসতে চাই
আমি যত বেশি কাছে আসি তোমার,
তার চেয়েও বেশি কাছে আসতে চাই
ভালোবেসে আমাকে নাও জড়িয়ে ,
তোমার প্রেমের ছোয়াতে দাও রাঙিয়ে
সকালের সোনা রোদ প্রতিদিন আমার ঘুম ভাঙ্গায়....
চোখ মেলে এ হৃদয় তোমারি পরশ চায়.......

হিমেল হাওয়াতে এ মন জুড়ালে গো হায়
তবু এ মন জুড়েনাত যদি কাছে না পাই তোমায়


Arfin Rumey bangla songs lyrics Arfin Rumey

শিল্পীঃ Arfin Rumey |  আরিফিন রুমি | | Porshi | পড়শী |

Saturday, March 17, 2018

Ghumont Shohore ঘুমন্ত শহরে

ঘুমন্ত শহরে

Ayub Bachchu Bangla songs

 ঘুমন্ত শহরে রূপালী রাতে
স্বপ্নের নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরণ জড়িয়ে
আমি আছি আছি তোমার স্মৃতিতে
ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে
চলে গেছ এই হৃদয়টাকে ভেঙে
তুমি আমি একই শহরে
তবুও একাকী ভিন্ন গ্রহে

মনে পড়ে সেই নিয়ন জ্বলা রাতে
অনন্ত প্রেম দিয়েছি উজার করে
নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে
পথে হেঁটেছি বাঁধা দুটি হাতে
দূর আঁধারের ভালোবাসায় হারাতে
ছুটেছিলাম সেই রূপালী রাতে

এই রাতে সব প্রেম হারিয়েছি অকারণে
নিশি ব্যস্ত মানুষ হয়েছি কেমনে
সমুদ্র কোলাহলের মনে অবিরাম ক্ষণে
নগরের যত বিষাদ আমাকে ভর করে
দরজার চৌকাঠকে পিঁড়ি বানিয়ে
বিনিদ্র জেগে আছি এই রূপালী রাতে


শিল্পীঃ Ayub Bachchu | আইয়ুব বাচ্চু | | LRB এল আর বি |

Friday, March 16, 2018

Aji Bangladesher Hridoy Hote আজি বাংলাদেশের হৃদয় হতে

আজি বাংলাদেশের হৃদয় হতে




আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
ডান হাতে তোর খড়্গ জ্বলে, বাঁ হাত করে শঙ্কাহরণ,
দুই নয়নে স্নেহের হাসি, ললাটনেত্র আগুনবরণ।
ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
তোমার মুক্তকেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি,
তোমার আঁচল ঝলে আকাশতলে রৌদ্রবসনী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
যখন অনাদরে চাই নি মুখে ভেবেছিলেম দুঃখিনী মা
আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুখের বুঝি নাইকো সীমা।
কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি—
আকাশে আজ ছড়িয়ে গেল ঐ চরণের দীপ্তিরাশি!
ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
আজি দুখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী—
তোমার অভয় বাজে হৃদয়মাঝে হৃদয়হরণী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

Dure Kothao Asi Bose দূরে কোথাও আছি বসে

দূরে কোথাও আছি বসে

bangla songs lyrics by tausif

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে,
বিরহ ছু’তে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে।

তুমি এলে রংধনু রঙ ডেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়
এই মনের আহলাদ আসোনা ছুটে।

অনুরাগে ঝরে চাঁদও আজ
এ লগনেও এলেনা,
অনুভব নিশ্চুপ আজ
কথা যে বলেনা।

ভাল যদি বাসো তুমি আমাকে
ছুটে চলে আসোনা।

নীল আচল নিরমল হাওয়া
এ লগনেও এলেনা,
অচেতন থাকে মন
নিষ্প্রান যত ভাবনা।

ভাল যদি বাসো তুমি আমাকে
ছুটে চলে আসোনা।

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে,
বিরহ ছু’তে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে।

তুমি এলে রংধনু রঙ ডেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়
এই মনের আহলাদ আসোনা ছুটে।

শিল্পীঃ  Tausif  | তাওসিফ | 

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...