Friday, April 06, 2018

Ek Nodi Jamuna এক নদী যমুনা

এক নদী যমুনা




আমি আর আমার দু’চোখ কখনো জলে ভেজাবো না
এ ব্যথা আমারই থাক, চাই না কারও সান্ত্বনা
পৃথিবী ভালবাসে না, ভালবাসতেও সে জানে না
পৃথিবী ভালবাসে না, ভালবাসতেও সে জানে না

কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবে না তো এক নদী যমুনা(২)

টেনে নিয়ে বুকের কাছে,
ছুঁড়ে দেয় ধূলোর মাঝে (২)
ভালবাসার নিয়ম মানি না
তাইতো অশ্রু এখন আসে না
দিও না, দিও না, সান্ত্বনা

কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবে না তো এক নদী যমুনা(২)

ডুবেছিল মায়াজালে হৃদয়
সেই ক্ষত এখনো কথা কয়(২)
ভালবাসার নিয়ম মানি না
তাইতো অশ্রু এখন আসে না
দিও না, দিও না, সান্ত্বনা

কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবে না তো এক নদী যমুনা(২)



James | জেমস

Achenake Bhoy Ki Amar অচেনাকে ভয় কী আমার ওরে

অচেনাকে ভয় কী আমার ওরে




অচেনাকে ভয় কী আমার ওরে?
অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে ।।
জানি জানি আমার চেনা কোনো কালেই ফুরাবে না,
চিহ্নহারা পথে আমায় টানবে অচিন ডোরে ।।
ছিল আমার মা অচেনা, নিল আমায় কোলে ।
সকল প্রেমই অচেনা গো, তাই তো হৃদয় দোলে ।
অচেনা এই ভুবন-মাঝে কত সুরেই হৃদয় বাজে-
অচেনা এই জীবন আমার, বেড়াই তারি ঘোরে ।।



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

Thursday, April 05, 2018

Brittalpona বৃত্তালপনা

Brittalpona বৃত্তালপনা



জীবনের আলাপন, কত যে মায়া
শত মানুষের ভিড়ে তোমায় পাওয়া
বলেছিলাম ভালোবাসা চাই

ভালোবাসিনা আমি তোমাকে, বলেছিলাম।
ভালোবাসিনা আমি তোমাকে, কখনো না
ভালোবাসিনা আমি তোমাকে, স্বপ্ন দেখে যাও
ভালোবাসিনা আমি তোমাকে, একদমই না,
তুমি আমার কে?

ভালোবাসোনা তুমি আমাকে, কেন?
ভালোবাসোনা তুমি আমাকে, হয়তো একটু!
ভালোবেসোনা তুমি আমাকে, আর কখনো চাইনা
ভালোবেসোনা তুমি আমাকে, একদমই না,
আমি তোমার কে?

আজ তুমি বড়ই আমার আপন
আমার পৃথিবী আজ তোমার হাতে
তোমার চোখের ভাষায় বুঝে নেব

ভালোবাসি শুধু তোমাকে আমি,
ভালোবাসি শুধু তোমাকে, তবু কখনো বলবো না !
ভালোবাসি শুধু তোমাকে, শুধু যে তোমায়
ভালোবাসি শুধু তোমাকে,
কখনো বুঝবে না আমি তোমার যে !



Tahsan | তাহসান | | Mithila | মিথিলা |

Wednesday, April 04, 2018

Shomoy Gele Shadhon Hobe Na সময় গেলে সাধন হবে না

 সময় গেলে সাধন হবে না



সময় গেলে সাধন হবে না
দিন থাকতে দ্বীনের সাধন কেন জানলে না
তুমি কেন জানলে না
সময় গেলে সাধন হবে না

জানো না মন খালে বিলে
থাকে না মিল জল শুকালে
কি হবে আর বাঁধা দিলে
মোহনা শুকনা থাকে, মোহনা শুকনা থাকে,
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না

অসময়ে কৃষি কইরে মিছা মিছি খেইটে মরে
গাছ যদি হয় বীজের জোরে ফল ধরে না
তাতে ফল ধরে না,
সময় গেলে সাধন হবে না

অমাবস্যায় পূর্নিমা হয়
মহা জোগ সে দিনের উদয়
লালোন বলে তাহার সময়
দনডোমো রয় না, দনডোমো রয় না,দনডোমো রয় না
সময় গেলে সাধন হবে না

দিন থাকতে দ্বীনের সাধন কেন জানলে না
তুমি কেন জানলে না
সময় গেলে সাধোন হবে না



Lalon Fokir লালনগীতি

Tuesday, April 03, 2018

Bangladesh বাংলাদেশ

বাংলাদেশ




তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন,
তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি
তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি,
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান
তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।

তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম্ শীর
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ট বীর
তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্মা নদীর টান।
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শাণীত ছুরির ধার
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রঙ তুলীর আঁচড়
শহীদুল্লাহ কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সেই ভোর।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম প্রথম ও শেষ ছোঁয়ায়,
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠ সুমধুর,
তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামের সোনা ঝরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।



James | জেমস

Monday, April 02, 2018

Chile Amar ছিলে আমার

ছিলে আমার




ছিলে আমার স্বপ্নে তুমি, আজ কেন বহুদূর?
অনুভবে ভেসে আসে সেই চেনা প্রিয় সুর
কাছে যেতে সংশয়, দূরে থাকতেও লাগে ভয়
এলোমেলো লাগে সবই

অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন

রাত্রিগুলো দীর্ঘ হয় বিষন্ন ভাবনাতেই
চাঁদটা যেন লুকিয়ে রয় বিবর্ণ জোছনাতে
কাছে যেতে সংশয়, দূরে থাকতেও লাগে ভয়
এলোমেলো হয়ে আমি

অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন

স্মৃতিগুলো মুছে যায় অচেনা কুয়াশাতে
সময় যেন জড়াতে চায় জলহীন বরষাতে
কাছে যেতে সংশয়, দূরে থাকতেও লাগে ভয়
এলোমেলো হয়ে আমি

অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন



Tahsan | তাহসান | | Mithila | মিথিলা |

Sunday, April 01, 2018

Tumi Kotha Rakhoni তুমি কথা রাখনি

তুমি কথা রাখনি




যখনি ভাবি আমি তোমার
কথা
তোলপাড় করে বুকে
বিষন্নতা

একা থাকার ব্যাথা আগে
বুঝিনি
ও সজনী কেন কথা দিয়ে
তুমি কথা রাখনি
ও সজনী কেন কথা দিয়ে
তুমি কথা রাখনি

চোখের আড়াল হয়েছ তুমি

এভাবে হারালে কেন বলে
যাও নি
ও সজনী কেন কথা দিয়ে
তুমি কথা রাখনি

সুখের প্রহর ফুরিয়া
গেছে

তুমি ছাড়া কি করে থাকি
একাকি

ও সজনী কেন কথা দিয়ে
তুমি কথা রাখনি



Asif Akbar | আসিফ আকবর

Saturday, March 31, 2018

Robe Na E Dhon রবে না এ ধন

রবে না এ ধন



 মন আমার গেল জানা ।
কারো রবে না এ ধন জীবন যৌবন
… তবেরে কেন এত বাসনা;
একবার সবুরের দেশে বয় দেখি দম কষে
উঠিস নারে ভেসে পেয়ে যন্ত্রণা । ।

যে করল কালার চরণের আশা
জানোনারে মন তার কী দুর্দশা
ভক্তবলী রাজা ছিল, সর্বস্ব ধন নিল
বামুনরুপে প্রভু করে ছলনা। ।

প্রহ্লাদ চরিত্র দেখ চিত্রধামে
কত কষ্ট হল সেই কৃষ্ণনামে
তারে অগ্নিতে জ্বালালো জলে ডুবাইল
তবু না ছাড়িল শ্রীরূপসাধনা । ।

কর্ণরাজা ভবে বড় দাতা ছিল
অতিথিরূপে তার সবংশ নাশিল
তবু কর্ণ অনুরাগী, না হইল দুখী
অতিথির মন করল সান্ত্বনা । ।

রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে
শক্তিশেল হানিল তার বক্ষস্হলে
তবু রামচন্দ্রের প্রতি, লক্ষণ না ভুলিল ভক্তি
লালন বলে কর এ বিবেচনা । ।



 Lalon Fokir লালনগীতি

Friday, March 30, 2018

Shua Urilore শুয়া উড়িলরে

শুয়া উড়িলরে



শুয়া উড়িল উড়িল জীবেরও জীবন
শুয়া উড়িল উড়িল রে।।

আরলাম আকানে ছিলা আনন্দিত মন
ভবে আসি পিঞ্জরাতে হইলা বন্ধন।

নিদয়া নিষ্ঠুর পাখি দয়া নাই রে তোর
পাষাণ সমান হিয়া কঠিন অন্তর।

পিঞ্জরায় থাকিয়া করলা প্রেমেরও সাধন
পিঞ্জরা ছাড়িয়া যাইতে না লাগে বেদন।

শীতলং ফকিরে কইন দম কর সাধন
দমের ভিতর আছে পাখি করিও যতন।


শিল্পীঃ SI Tutul | | Fajlur Rahman Babu | | এস আই টুটুল | | ফজলুর রহমান বাবু |

Thursday, March 29, 2018

SaRe Tin Hat Mati সাড়ে তিন হাত মাটি

সাড়ে তিন হাত মাটি

Ayub Bachchu LRB bangla songs lyrics


টাকা কড়ি ধন সম্পত্তি
অনেক অনেক বাড়ী গাড়ি
ঠিকানার ছরাছরি
আমি তুমি বারাবারি
মরলে সংগে যাবেনা
কোনই কিছু তোমার অংশীদারি।

ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি...

সংসারে যুদ্ধ চলে
কারন হলো জায়গা জমি
দেহ ত্যাগ করার পরে
স্মৃতি হয়ে যাবে জানি
মরলে সংগে যাবেনা
কোনই কিছু তোমার অংশীদারি।

ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি...

সুখের আশা
পৃথিবীতে করে শুধু জানি
উপর থেকে ডাক এলে
উড়াল দেবে জীবন পাখি
মরলে সংগে যাবেনা
কোনই কিছু তোমার অংশীদারি।

ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি...

শিল্পীঃ Ayub Bachchu | | LRB | | আইয়ুব বাচ্চু | | এল আর বি |

Wednesday, March 28, 2018

Ho Zodi Nil Akash হও যদি নীল আকাশ

হও যদি নীল আকাশ



হও যদি তুমি নীল আকাশ , আমি মেঘ হব আকাশে
si tutul bangla songs lyrics
হও যদি অথৈ সাগর , আমি ঢেউ হব সাগরে
হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়
বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে
বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে

তুমি হলে ওই অরণ্য আমি হব সবুজ
ও তোমারি প্রেম মন দুরুন্ত তোমার কাছেই অবুজ

হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়
বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে
বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে

আমারি দেহে প্রাণ গো তুমি, তুমি আমার নিশ্বাস
ও তোমাকে ছাড়া নিস্প্রান আমি এইত আমার বিশ্সাস

হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়
বলতে পারি আমি নিরভয়ে, তুমি আছ হৃদয়ে
বলতে পারি আমি নিরভয়ে, তুমি আছ হৃদয়ে


শিল্পীঃ S I Tutul | | Samina Chowdhuary| | এস আই টুটুল | | সামিনা চৌধুরী | 

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...