হৃদয় বোঝার মোন
হৃদয় বোঝার মোন নেই যার বুকে
সে ভালোবাসা কি তা বোঝে না
তুমি যে হৃদয়হীনা বুঝিনি তো আগে
সঙ্গী এখন তাই বেদনা
আবেগের আল্পনা নেই যার মনে
সে তো কখনোই প্রেম খোঁজে না
তোমার মনে শুধু প্রতারণা ছিলো
আমার তো তা জানা ছিলো না
যে চোলে যেতে চায় সব মায়া ছেড়ে
তাকে তো ফেরানো যায় না
যে চোলে যেতে চায় সব মায়া ছেড়ে
তাকে তো ফেরানো যায় না
সব প্রেম কি আর পূর্ণতা পায়
কিছুু প্রেম চিরদিনই শুধুই কাঁদায়
সব পাখি কি নীড়ে ফিরে যায়
অনেকেই উড়ে চলে অজানা আশায়
সব প্রেম কি আর পূর্ণতা পায়
কিছুু প্রেম চিরদিনই শুধুই কাঁদায়
সব পাখি কি নীড়ে ফিরে যায়
অনেকেই উড়ে চলে অজানা আশায়
কিছু মোন কোনোদিন-ই সুখ পায় না
সব স্মৃতী কি আর মুছে ফেলা যায়
কিছু কিছু স্মৃতী অমলিন রোয়ে যায়
একজীবনে কি আর সব পাওয়া যায়
না পাওয়ার যন্ত্রনা কষ্ট বাড়ায়
সব স্মৃতী কি আর মুছে ফেলা যায়
কিছু কিছু স্মৃতী অমলিন রোয়ে যায়
একজীবনে কি আর সব পাওয়া যায়
না পাওয়ার যন্ত্রনা কষ্ট বাড়ায়
সবকিছু চাইলেই পাওয়া যায় না
হৃদয় বোঝার মোন নেই যার বুকে
সে ভালোবাসা কি তা বোঝে না
তুমি যে হৃদয়হীনা বুঝিনি তো আগে
সঙ্গী এখন তাই বেদনা
যে চোলে যেতে চায় সব মায়া ছেড়ে
তাকে তো ফেরানো যায় না
যে চোলে যেতে চায় সব মায়া ছেড়ে
তাকে তো ফেরানো যায় না