Saturday, March 31, 2018

Robe Na E Dhon রবে না এ ধন

রবে না এ ধন



 মন আমার গেল জানা ।
কারো রবে না এ ধন জীবন যৌবন
… তবেরে কেন এত বাসনা;
একবার সবুরের দেশে বয় দেখি দম কষে
উঠিস নারে ভেসে পেয়ে যন্ত্রণা । ।

যে করল কালার চরণের আশা
জানোনারে মন তার কী দুর্দশা
ভক্তবলী রাজা ছিল, সর্বস্ব ধন নিল
বামুনরুপে প্রভু করে ছলনা। ।

প্রহ্লাদ চরিত্র দেখ চিত্রধামে
কত কষ্ট হল সেই কৃষ্ণনামে
তারে অগ্নিতে জ্বালালো জলে ডুবাইল
তবু না ছাড়িল শ্রীরূপসাধনা । ।

কর্ণরাজা ভবে বড় দাতা ছিল
অতিথিরূপে তার সবংশ নাশিল
তবু কর্ণ অনুরাগী, না হইল দুখী
অতিথির মন করল সান্ত্বনা । ।

রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে
শক্তিশেল হানিল তার বক্ষস্হলে
তবু রামচন্দ্রের প্রতি, লক্ষণ না ভুলিল ভক্তি
লালন বলে কর এ বিবেচনা । ।



 Lalon Fokir লালনগীতি

Friday, March 30, 2018

Shua Urilore শুয়া উড়িলরে

শুয়া উড়িলরে



শুয়া উড়িল উড়িল জীবেরও জীবন
শুয়া উড়িল উড়িল রে।।

আরলাম আকানে ছিলা আনন্দিত মন
ভবে আসি পিঞ্জরাতে হইলা বন্ধন।

নিদয়া নিষ্ঠুর পাখি দয়া নাই রে তোর
পাষাণ সমান হিয়া কঠিন অন্তর।

পিঞ্জরায় থাকিয়া করলা প্রেমেরও সাধন
পিঞ্জরা ছাড়িয়া যাইতে না লাগে বেদন।

শীতলং ফকিরে কইন দম কর সাধন
দমের ভিতর আছে পাখি করিও যতন।


শিল্পীঃ SI Tutul | | Fajlur Rahman Babu | | এস আই টুটুল | | ফজলুর রহমান বাবু |

Thursday, March 29, 2018

SaRe Tin Hat Mati সাড়ে তিন হাত মাটি

সাড়ে তিন হাত মাটি

Ayub Bachchu LRB bangla songs lyrics


টাকা কড়ি ধন সম্পত্তি
অনেক অনেক বাড়ী গাড়ি
ঠিকানার ছরাছরি
আমি তুমি বারাবারি
মরলে সংগে যাবেনা
কোনই কিছু তোমার অংশীদারি।

ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি...

সংসারে যুদ্ধ চলে
কারন হলো জায়গা জমি
দেহ ত্যাগ করার পরে
স্মৃতি হয়ে যাবে জানি
মরলে সংগে যাবেনা
কোনই কিছু তোমার অংশীদারি।

ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি...

সুখের আশা
পৃথিবীতে করে শুধু জানি
উপর থেকে ডাক এলে
উড়াল দেবে জীবন পাখি
মরলে সংগে যাবেনা
কোনই কিছু তোমার অংশীদারি।

ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি...

শিল্পীঃ Ayub Bachchu | | LRB | | আইয়ুব বাচ্চু | | এল আর বি |

Wednesday, March 28, 2018

Ho Zodi Nil Akash হও যদি নীল আকাশ

হও যদি নীল আকাশ



হও যদি তুমি নীল আকাশ , আমি মেঘ হব আকাশে
si tutul bangla songs lyrics
হও যদি অথৈ সাগর , আমি ঢেউ হব সাগরে
হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়
বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে
বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে

তুমি হলে ওই অরণ্য আমি হব সবুজ
ও তোমারি প্রেম মন দুরুন্ত তোমার কাছেই অবুজ

হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়
বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে
বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে

আমারি দেহে প্রাণ গো তুমি, তুমি আমার নিশ্বাস
ও তোমাকে ছাড়া নিস্প্রান আমি এইত আমার বিশ্সাস

হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়
বলতে পারি আমি নিরভয়ে, তুমি আছ হৃদয়ে
বলতে পারি আমি নিরভয়ে, তুমি আছ হৃদয়ে


শিল্পীঃ S I Tutul | | Samina Chowdhuary| | এস আই টুটুল | | সামিনা চৌধুরী | 

Tuesday, March 27, 2018

Priyotoma প্রিয়তমা

প্রিয়তমা 



তোমার চোখে আকাশ আমার, চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা।।
পথের শুরু থেকে শেষে যাবো তোমায় ভালোবেসে
বুকে আছে তোমার জন্য অনেক কথা জমা।

ভালোবাসি তোমায় কত দেখো হৃদয় খুলে
রাঙিয়ে দেবো তোমার পাঁজর মনের রঙিন ফুলে
ভালোবাসি তোমায় কত, দেখো হৃদয় খুলে
রাঙিয়ে দেবো তোমার পাঁজর মনের রঙিন ফুলে


তোমায় দেখার শেষ হবেনা দুচোখ বোজার আগে
আকাশ হয়ে জড়িয়ে রবো গভীর অনুরাগে
তোমায় দেখার শেষ হবেনা দুচোখ বোজার আগে
আকাশ হয়ে জড়িয়ে রবো গভীর অনুরাগে
তোমার চোখে আকাশ আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা।



শিল্পীঃ   Arfin Rumey | আরিফিন রুমি | 

Monday, March 26, 2018

E Ki Maya এ কি মায়া

এ কি মায়া

tausif bangla songs lyrics


এ কি মায়ার জড়াইলা
থাকিতে পারিনা ঘরেতে
এ কি প্রেমে ডুবাইলা
রইতে পারিনা একা যে।
গাছের পাতা নড়ে চড়ে
বন্ধু তোরই কথা মনে পড়ে।।

আমার মনের মায়া
লেগেছে তোরই লাগি
তোকেই কাছে পেতে চায়
অবুঝ এ হৃদয়খানি।
তুই কেন আসিস না
ভাল কেন বাসিস না।
গাছের পাতা নড়ে চড়ে
বন্ধু তোরই কথা মনে পড়ে।

হৃদয় উঠোন জুড়ে
এঁকেছি তোরই ছবি
নিরলে তোকেই ভেবে
সাজে আমার পৃথিবী।
তুই কেন আসিস না
ভাল কেন বাসিস না।

শিল্পীঃ Tausif  | | Liza | | তাওসিফ | | লিজা |

Srabon O Koshto শ্রাবন ও কষ্ট

 শ্রাবন ও কষ্ট 




দু'চোখের নাম আমি
শ্রাবণ দিলাম
বুকের নাম দিলাম কষ্ট
জীবন ঘিরে আমার
বর্ষার আনাগোনা
কখনো আসেনি বষন্ত

এই যে দুটি হাত
কতদিন কতরাত
ছুয়ে গেছে আগুনের বৃষ্টি
ছোয়নিতো কারো মন
জানিনা সে কি কারন
হলনাতো কোন কিছু সৃষ্টি
এক বেদনার নীল
সমুদ্র পাড়ি দিয়ে
আজ আমি বড় বেশি ক্লান্ত

এই যে পোড়ামন
কেদে মরে সারাক্ষন
দেখলনা কেউ এসে কোনদিন
এই বুক এই মুখ
জানলনা কিযে সুখ
মরুভুমি রয়ে গেল চিরদিন
এই মরুময় বুকে তৃষ্ণার
জ্বল খুজে
আজ আমি বড় বেশি ক্লান্ত
আজ আমি বড় বেশি ক্লান্ত



Asif Akbar | আসিফ আকবর

Sunday, March 25, 2018

Zodi kkhono vul hoye zay যদি কখনো ভুল হয়ে যায়

যদি কখনো ভুল হয়ে যায়



যদি কখনো ভুল হয়ে যায়
james bangla songs lyricsতুমি অপরাধ নিওনা
জানিনা কোনদিন ব্যথার প্রদীপ জ্বেলে
চেয়ে থাকা পথ শেষ হবে কিনা॥

মুসাফির আমি খুঁজে খুঁজে
ভুল পথে যদি হারিয়ে যাই একদিন
হয়তো কখনো আর ফেরা হবেনা
অভিমানী পথ চেয়ে দিন গুনো না॥

এই গান যদি সেই রাগিনীতে
সুর হয়ে বাজে তোমার কানে
জেনে নিও তুমি সেদিনের মত
আজো তোমাকে ভালবেসে ভাল আছি॥


শিল্পীঃ James | জেমস |

Amar Sonar Bangla আমার সোনার বাংলা

আমার সোনার বাংলা




  আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি।
চিরদিন তোমার আকাশ,
তোমার বাতাস,
আমার প্রাণে বাজায় বাঁশি।।

ও মা,
ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে-
ও মা,
অঘ্রানে তোর ভরা ক্ষেতে
আমি কী দেখেছি মধুর হাসি।।

কী শোভা, কী ছায়া গো,
কী স্নেহ, কী মায়া গো-
কী আঁচল বিছায়েছ
বটের মূলে,
নদীর কূলে কূলে।

মা, তোর মুখের বাণী
আমার কানে লাগে
সুধার মতো,
মরি হায়, হায় রে-
মা, তোর বদনখানি মলিন হলে
ও মা,
আমি নয়ন জলে ভাসি।।



Rabindranath Tagore  রবীন্দ্রনাথ ঠাকুর 

Saturday, March 24, 2018

Hridoye Amar Bangladesh হৃদয়ে আমার বাংলাদেশ

হৃদয়ে আমার বাংলাদেশ


হৃদয়ে আমার বাংলাদেশ
স্বপ্ন আমার বাংলাদেশ
শান্তি আমার বাংলাদেশ
ও মা তুই......
আমার বাংলাদেশ !!!

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর মুখে হাসি ফোটাবো
জাগো বাঙ্গালি জাগো

মা তোর খোকন
যেন ভয় না পায়
মরণের আগে এ
স্বাধীন করবো এ দেশ
বুকের যত রক্ত লাগে...

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর জন্য শহীদ হবো
জাগো বাঙ্গালি জাগো......

মা তোর খোকন
যদি বাড়ি না ফেরে
স্বাধীনতার পরে

সবুজ লালের পতাকা
রাখিস বড় যত্ন করে

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
মায়ের দেশ মাকে দেব
জাগো বাঙ্গালি জাগো !!!!



শিল্পী : Habib Wahid | |Arfin Rumey | | Pradeep Kumar | |হাবিব ওয়াহিদ | | আরফিন রুমি | | প্রাদীপ কুমার |

Friday, March 23, 2018

Prrithibir ekpashe make rekhe পৃথিবীর একপাশে মাকে রেখে

পৃথিবীর একপাশে মাকে রেখে


Arfin Rumey bangla song maa
পৃথিবীর একপাশে মাকে রেখে
অন্য পাশেও, মাকে রাখি
পৃথিবীর সব কথা ভূলে গিয়ে
ব্যাকুল প্রাণে, মাকে ডাকি
জীবনের সবখানে, সব গানে
মাকে ছাড়া, জীবনের নিলামে
মা হীন এলোমেলেও হৃদয়ে,
আর কোনও ঠিকানা
কেউ কি জানে?
ও...ও...হো......মা

মায়েরই মুখ দেখে দুঃখ ভুলি,
মায়েরই আঁচলে জীবন বুঝি।
যখনই দুরে যাই,
আড়ালে থাকি,
নিরবে চোখ মেলে মাকে খুঁজি।

মায়েরই পায়েতে স্বর্গ আছে,
স্বর্গ খুঁজিনা তাই অন্যখানে
মায়েরই কারনে বাঁচতে শেখা
দু চোখে মা, তুমি
জগৎ জানে
ও.....মা....মা......আ.....
ও.....মা....মা......আ.....


পৃথিবীর একপাশে মাকে রেখে
অন্য পাশেও,মাকে রাখি।
পৃথিবীর সব কথা ভূলে গিয়ে
ব্যাকুল প্রাণে, মাকে ডাকি।
জীবনের সবখানে, সব গানে
মাকে ছাড়া, জীবনের নিলামে।
মা হীন এলোমেলো হৃদয়ে,
আর কোনও ঠিকানা
কেউ কি জানে?
ও...ও...হো......মা.....


শিল্পীঃ  Arfin Rumey | আরিফিন রুমি |

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...