Saturday, March 31, 2018

Robe Na E Dhon রবে না এ ধন

রবে না এ ধন



 মন আমার গেল জানা ।
কারো রবে না এ ধন জীবন যৌবন
… তবেরে কেন এত বাসনা;
একবার সবুরের দেশে বয় দেখি দম কষে
উঠিস নারে ভেসে পেয়ে যন্ত্রণা । ।

যে করল কালার চরণের আশা
জানোনারে মন তার কী দুর্দশা
ভক্তবলী রাজা ছিল, সর্বস্ব ধন নিল
বামুনরুপে প্রভু করে ছলনা। ।

প্রহ্লাদ চরিত্র দেখ চিত্রধামে
কত কষ্ট হল সেই কৃষ্ণনামে
তারে অগ্নিতে জ্বালালো জলে ডুবাইল
তবু না ছাড়িল শ্রীরূপসাধনা । ।

কর্ণরাজা ভবে বড় দাতা ছিল
অতিথিরূপে তার সবংশ নাশিল
তবু কর্ণ অনুরাগী, না হইল দুখী
অতিথির মন করল সান্ত্বনা । ।

রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে
শক্তিশেল হানিল তার বক্ষস্হলে
তবু রামচন্দ্রের প্রতি, লক্ষণ না ভুলিল ভক্তি
লালন বলে কর এ বিবেচনা । ।



 Lalon Fokir লালনগীতি

Friday, March 30, 2018

Shua Urilore শুয়া উড়িলরে

শুয়া উড়িলরে



শুয়া উড়িল উড়িল জীবেরও জীবন
শুয়া উড়িল উড়িল রে।।

আরলাম আকানে ছিলা আনন্দিত মন
ভবে আসি পিঞ্জরাতে হইলা বন্ধন।

নিদয়া নিষ্ঠুর পাখি দয়া নাই রে তোর
পাষাণ সমান হিয়া কঠিন অন্তর।

পিঞ্জরায় থাকিয়া করলা প্রেমেরও সাধন
পিঞ্জরা ছাড়িয়া যাইতে না লাগে বেদন।

শীতলং ফকিরে কইন দম কর সাধন
দমের ভিতর আছে পাখি করিও যতন।


শিল্পীঃ SI Tutul | | Fajlur Rahman Babu | | এস আই টুটুল | | ফজলুর রহমান বাবু |

Thursday, March 29, 2018

SaRe Tin Hat Mati সাড়ে তিন হাত মাটি

সাড়ে তিন হাত মাটি

Ayub Bachchu LRB bangla songs lyrics


টাকা কড়ি ধন সম্পত্তি
অনেক অনেক বাড়ী গাড়ি
ঠিকানার ছরাছরি
আমি তুমি বারাবারি
মরলে সংগে যাবেনা
কোনই কিছু তোমার অংশীদারি।

ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি...

সংসারে যুদ্ধ চলে
কারন হলো জায়গা জমি
দেহ ত্যাগ করার পরে
স্মৃতি হয়ে যাবে জানি
মরলে সংগে যাবেনা
কোনই কিছু তোমার অংশীদারি।

ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি...

সুখের আশা
পৃথিবীতে করে শুধু জানি
উপর থেকে ডাক এলে
উড়াল দেবে জীবন পাখি
মরলে সংগে যাবেনা
কোনই কিছু তোমার অংশীদারি।

ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি...

শিল্পীঃ Ayub Bachchu | | LRB | | আইয়ুব বাচ্চু | | এল আর বি |

Wednesday, March 28, 2018

Ho Zodi Nil Akash হও যদি নীল আকাশ

হও যদি নীল আকাশ



হও যদি তুমি নীল আকাশ , আমি মেঘ হব আকাশে
si tutul bangla songs lyrics
হও যদি অথৈ সাগর , আমি ঢেউ হব সাগরে
হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়
বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে
বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে

তুমি হলে ওই অরণ্য আমি হব সবুজ
ও তোমারি প্রেম মন দুরুন্ত তোমার কাছেই অবুজ

হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়
বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে
বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে

আমারি দেহে প্রাণ গো তুমি, তুমি আমার নিশ্বাস
ও তোমাকে ছাড়া নিস্প্রান আমি এইত আমার বিশ্সাস

হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়
বলতে পারি আমি নিরভয়ে, তুমি আছ হৃদয়ে
বলতে পারি আমি নিরভয়ে, তুমি আছ হৃদয়ে


শিল্পীঃ S I Tutul | | Samina Chowdhuary| | এস আই টুটুল | | সামিনা চৌধুরী | 

Tuesday, March 27, 2018

Priyotoma প্রিয়তমা

প্রিয়তমা 



তোমার চোখে আকাশ আমার, চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা।।
পথের শুরু থেকে শেষে যাবো তোমায় ভালোবেসে
বুকে আছে তোমার জন্য অনেক কথা জমা।

ভালোবাসি তোমায় কত দেখো হৃদয় খুলে
রাঙিয়ে দেবো তোমার পাঁজর মনের রঙিন ফুলে
ভালোবাসি তোমায় কত, দেখো হৃদয় খুলে
রাঙিয়ে দেবো তোমার পাঁজর মনের রঙিন ফুলে


তোমায় দেখার শেষ হবেনা দুচোখ বোজার আগে
আকাশ হয়ে জড়িয়ে রবো গভীর অনুরাগে
তোমায় দেখার শেষ হবেনা দুচোখ বোজার আগে
আকাশ হয়ে জড়িয়ে রবো গভীর অনুরাগে
তোমার চোখে আকাশ আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা।



শিল্পীঃ   Arfin Rumey | আরিফিন রুমি | 

Monday, March 26, 2018

E Ki Maya এ কি মায়া

এ কি মায়া

tausif bangla songs lyrics


এ কি মায়ার জড়াইলা
থাকিতে পারিনা ঘরেতে
এ কি প্রেমে ডুবাইলা
রইতে পারিনা একা যে।
গাছের পাতা নড়ে চড়ে
বন্ধু তোরই কথা মনে পড়ে।।

আমার মনের মায়া
লেগেছে তোরই লাগি
তোকেই কাছে পেতে চায়
অবুঝ এ হৃদয়খানি।
তুই কেন আসিস না
ভাল কেন বাসিস না।
গাছের পাতা নড়ে চড়ে
বন্ধু তোরই কথা মনে পড়ে।

হৃদয় উঠোন জুড়ে
এঁকেছি তোরই ছবি
নিরলে তোকেই ভেবে
সাজে আমার পৃথিবী।
তুই কেন আসিস না
ভাল কেন বাসিস না।

শিল্পীঃ Tausif  | | Liza | | তাওসিফ | | লিজা |

Srabon O Koshto শ্রাবন ও কষ্ট

 শ্রাবন ও কষ্ট 




দু'চোখের নাম আমি
শ্রাবণ দিলাম
বুকের নাম দিলাম কষ্ট
জীবন ঘিরে আমার
বর্ষার আনাগোনা
কখনো আসেনি বষন্ত

এই যে দুটি হাত
কতদিন কতরাত
ছুয়ে গেছে আগুনের বৃষ্টি
ছোয়নিতো কারো মন
জানিনা সে কি কারন
হলনাতো কোন কিছু সৃষ্টি
এক বেদনার নীল
সমুদ্র পাড়ি দিয়ে
আজ আমি বড় বেশি ক্লান্ত

এই যে পোড়ামন
কেদে মরে সারাক্ষন
দেখলনা কেউ এসে কোনদিন
এই বুক এই মুখ
জানলনা কিযে সুখ
মরুভুমি রয়ে গেল চিরদিন
এই মরুময় বুকে তৃষ্ণার
জ্বল খুজে
আজ আমি বড় বেশি ক্লান্ত
আজ আমি বড় বেশি ক্লান্ত



Asif Akbar | আসিফ আকবর

Sunday, March 25, 2018

Zodi kkhono vul hoye zay যদি কখনো ভুল হয়ে যায়

যদি কখনো ভুল হয়ে যায়



যদি কখনো ভুল হয়ে যায়
james bangla songs lyricsতুমি অপরাধ নিওনা
জানিনা কোনদিন ব্যথার প্রদীপ জ্বেলে
চেয়ে থাকা পথ শেষ হবে কিনা॥

মুসাফির আমি খুঁজে খুঁজে
ভুল পথে যদি হারিয়ে যাই একদিন
হয়তো কখনো আর ফেরা হবেনা
অভিমানী পথ চেয়ে দিন গুনো না॥

এই গান যদি সেই রাগিনীতে
সুর হয়ে বাজে তোমার কানে
জেনে নিও তুমি সেদিনের মত
আজো তোমাকে ভালবেসে ভাল আছি॥


শিল্পীঃ James | জেমস |

Amar Sonar Bangla আমার সোনার বাংলা

আমার সোনার বাংলা




  আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি।
চিরদিন তোমার আকাশ,
তোমার বাতাস,
আমার প্রাণে বাজায় বাঁশি।।

ও মা,
ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে-
ও মা,
অঘ্রানে তোর ভরা ক্ষেতে
আমি কী দেখেছি মধুর হাসি।।

কী শোভা, কী ছায়া গো,
কী স্নেহ, কী মায়া গো-
কী আঁচল বিছায়েছ
বটের মূলে,
নদীর কূলে কূলে।

মা, তোর মুখের বাণী
আমার কানে লাগে
সুধার মতো,
মরি হায়, হায় রে-
মা, তোর বদনখানি মলিন হলে
ও মা,
আমি নয়ন জলে ভাসি।।



Rabindranath Tagore  রবীন্দ্রনাথ ঠাকুর 

Saturday, March 24, 2018

Hridoye Amar Bangladesh হৃদয়ে আমার বাংলাদেশ

হৃদয়ে আমার বাংলাদেশ


হৃদয়ে আমার বাংলাদেশ
স্বপ্ন আমার বাংলাদেশ
শান্তি আমার বাংলাদেশ
ও মা তুই......
আমার বাংলাদেশ !!!

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর মুখে হাসি ফোটাবো
জাগো বাঙ্গালি জাগো

মা তোর খোকন
যেন ভয় না পায়
মরণের আগে এ
স্বাধীন করবো এ দেশ
বুকের যত রক্ত লাগে...

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর জন্য শহীদ হবো
জাগো বাঙ্গালি জাগো......

মা তোর খোকন
যদি বাড়ি না ফেরে
স্বাধীনতার পরে

সবুজ লালের পতাকা
রাখিস বড় যত্ন করে

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
মায়ের দেশ মাকে দেব
জাগো বাঙ্গালি জাগো !!!!



শিল্পী : Habib Wahid | |Arfin Rumey | | Pradeep Kumar | |হাবিব ওয়াহিদ | | আরফিন রুমি | | প্রাদীপ কুমার |

Friday, March 23, 2018

Prrithibir ekpashe make rekhe পৃথিবীর একপাশে মাকে রেখে

পৃথিবীর একপাশে মাকে রেখে


Arfin Rumey bangla song maa
পৃথিবীর একপাশে মাকে রেখে
অন্য পাশেও, মাকে রাখি
পৃথিবীর সব কথা ভূলে গিয়ে
ব্যাকুল প্রাণে, মাকে ডাকি
জীবনের সবখানে, সব গানে
মাকে ছাড়া, জীবনের নিলামে
মা হীন এলোমেলেও হৃদয়ে,
আর কোনও ঠিকানা
কেউ কি জানে?
ও...ও...হো......মা

মায়েরই মুখ দেখে দুঃখ ভুলি,
মায়েরই আঁচলে জীবন বুঝি।
যখনই দুরে যাই,
আড়ালে থাকি,
নিরবে চোখ মেলে মাকে খুঁজি।

মায়েরই পায়েতে স্বর্গ আছে,
স্বর্গ খুঁজিনা তাই অন্যখানে
মায়েরই কারনে বাঁচতে শেখা
দু চোখে মা, তুমি
জগৎ জানে
ও.....মা....মা......আ.....
ও.....মা....মা......আ.....


পৃথিবীর একপাশে মাকে রেখে
অন্য পাশেও,মাকে রাখি।
পৃথিবীর সব কথা ভূলে গিয়ে
ব্যাকুল প্রাণে, মাকে ডাকি।
জীবনের সবখানে, সব গানে
মাকে ছাড়া, জীবনের নিলামে।
মা হীন এলোমেলো হৃদয়ে,
আর কোনও ঠিকানা
কেউ কি জানে?
ও...ও...হো......মা.....


শিল্পীঃ  Arfin Rumey | আরিফিন রুমি |

Thursday, March 22, 2018

Kotha Dao কথা দাও

কথা দাও




নীলাকাশ ছুতে পারি যদি তুমি চাও
Tausif bangla songs lyricsওই মেঘ হতে পারি, যদি তুমি চাও
শুধু কথা দাও ভুলে যাবেনা, একটু দুঃখ আমায় চোবেনা
এই পৃথিবীর বিনিময়েও আমায় কখনো ছেড়ে যাবেনা।

ভালোবেসে যেতে পারি যদি তুমি চাও
এ জীবন দিতে পারি জমিয়ে যাও
শুধু কথা দাও ভুলে যাবেনা, একটু দুঃখ আমায় চোবেনা
এই পৃথিবীর বিনিময়েও আমায় কখনো ছেড়ে যাবেনা।

আজ মন ছুটেছে সুখের বাড়ি , দুঃখের সাথে দিয়ে আড়ি,
চৌ সীমানা দেব পাড়ি , বাধা যে মানবনা
এস ভালবাসার ছায়াতলে মন ভেজাবো সুখের জলে
ভয় যে আর করিনা।

দেখ রাত ছুটেছে চাদের বাড়ি , মনের মাঝে স্বপ্ন তারি
সব আলোতে দেব ভোরে আধার যে ডাকবেনা
সেই সপ্নের কথা সত্যি হলে
মন সাজাব ফুলে ফুলে
ঘুম যে আর হবেনা।

শিল্পীঃ Tausif  | তাওসিফ |

Wednesday, March 21, 2018

Taray Taray তারায় তারায়

তারায় তারায়


সুন্দরীতমা আমার
তুমি নীলিমার দিকে তাকিয়ে
বলতে পারো
এই আকাশ আমার
james bangla songs lyrics
নীলাকাশ রবে নিরুত্তর
মানুষ আমি চেয়ে দেখ
নীলাকাশ রবে নিরুত্তর
যদি তুমি বল আমি
একান্ত তোমার

আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
আমি তোমার

ক্যামেলিয়া হাতে এই সন্ধায়
ভালোবেসে যতখুশি
বলতে পারো
এই ফুল আমার
ফুল শুধু ছড়াবে সৌরভ
লজ্জায় বলবে না কিছুই
ফুল শুধু ছড়াবে সৌরভ
লজ্জায় বলবে না কিছুই
ফুল থাকবে নীরব

আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
আমি তোমার

জোছনা লুটালেই
তুমি অধিকার নিয়ে
বলতে পারো
এই জোছনা আমার

এই চাঁদ খুজবে না উত্তর
একবার যদি বল
এই চাঁদ খুজবে না উত্তর
একবার যদি বল আমাকে
আমি থাকবো না নির্বাক

আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
আমি তোমার

শিল্পীঃ James | জেমস |

Tuesday, March 20, 2018

Na Bola Valobasa না বলা ভালবাসা

না বলা ভালবাসা



Arfin Rumey bangla song lyrics মাঝে মাঝে সপ্ন দেখে অবাক কোনো রাতে
মাঝে মাঝে গল্প বলি নিজেই নিজের সাথে
ও মাঝে মাঝে ইচ্চে করে কষ্ট উড়াই হাওয়ায়
মাঝে মাঝে তোমায় সাজাই সকল চাওয়া পাওয়ায়

তুমি আমার না বলা ভালবাসা
এক সুরে বোনা এ হৃদয়ের শত আশা

মাঝে মাঝে ভাসে যে মন দুরের খেয়া ঘাটে
মাঝে মাঝে বুকের ভেতর একলা পথিক হাটে
মাঝে মাঝে ভাসাই যে মন দুরের খেয়া ঘাটে
ও মাঝে মাঝে বুকের ভেতর একলা পথিক হাটে
মাঝে মাঝে যাই যে ভুলে ভালবাসার মানে
মাঝে মাঝে দুঃখ ছোটে সুখের পিছুটানে.........


শিল্পীঃ  Arfin Rumey| | Ornik | | আরিফিন রুমি | | অর্নিক |

Monday, March 19, 2018

Madhobi মাধবী

মাধবী

Ayub Bachchu bangla songs lyrics Ayub Bachchu


চোখে সানগ্লাস ঠোঁটে হাসি
বাঁকা হাসি
তার সব কিছুতেই বড় বেশী
বাড়াবাড়ি
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

রাতের আঁধারে তাকে শুধু দেখা যায়
লাল নীল নানান রঙের গাড়িতে
দিনের আলোতে তাকে মিশে যেতে দেকা যায়
সবার সাথে সবার সাথে
কখন কোথায় সে যে কার
সে নিজেও তা জানে না
সে শুধু জানে দেহের বিনিময়ে
খাদ্য চাই খাদ্য চাই
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

তাকে সমাজ সভ্যতা এড়িয়ে চলে
আইনের শেকল তার পেছনে চলে
ধরা পরে ছাড়া পায় ফিরে আসে আবার
মানুষের কাছে , মানুষের কাছে
নষ্ট নারী কেন তারে বলে
সে নিজেও তা জানে না
সে শুধু জানে দেহের বিনিময়ে
খাদ্য চাই খাদ্য চাই
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

নষ্ট সে হয়েছে কাদের ইশারায়
দুঃখ অভাব আর ক্ষুধারই জ্বালায়
নষ্ট পুরুষ সব কাছে চলে আসে
তাদের দুচোখে লোভী দৃষ্টি ভাসে
মাধবী জানে না কেমন করে
বদলে গেছে সে নষ্ট নারীতে
সংসার শান্তি এসব কিছু আর
নিলো না মাধবীকে আপন করে
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

সময়ের আগে তাকে চলে যেতে হয়
প্রানহীন দেহখানি পৃথিবীতে রয়
নষ্ট পুরুষ সব তাকে ভুলে যায়
নতুন নষ্টা নারী পাবারই আশায়
মাধবীর মরনে কারো ব্যথা নেই
মরনের কষ্ট মাধবী জানে
মাধবীর দেহখানি জঞ্জাল হয়ে
চলে যায় কোন এক অজানায়
আজ বলি একসাথে মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

দুঃখ কষ্ট যার ছিলো সারি সারি
মাধবী


শিল্পীঃ  Ayub Bachchu | | আইয়ুব বাচ্চু  | | LRB এল আর বি |

Sunday, March 18, 2018

Tomari Porosh তোমারি পরশ

তোমারি পরশ


 Porshi bangla song lyrics Porshi আমি যত বেশি ভালোবাসি তোমায়.
তার চেয়েও বেশি ভালোবাসতে চাই
আমি যত বেশি কাছে আসি তোমার,
তার চেয়েও বেশি কাছে আসতে চাই
ভালোবেসে আমাকে নাও জড়িয়ে ,
তোমার প্রেমের ছোয়াতে দাও রাঙিয়ে
সকালের সোনা রোদ প্রতিদিন আমার ঘুম ভাঙ্গায়....
চোখ মেলে এ হৃদয় তোমারি পরশ চায়.......

হিমেল হাওয়াতে এ মন জুড়ালে গো হায়
তবু এ মন জুড়েনাত যদি কাছে না পাই তোমায়


Arfin Rumey bangla songs lyrics Arfin Rumey

শিল্পীঃ Arfin Rumey |  আরিফিন রুমি | | Porshi | পড়শী |

Saturday, March 17, 2018

Ghumont Shohore ঘুমন্ত শহরে

ঘুমন্ত শহরে

Ayub Bachchu Bangla songs

 ঘুমন্ত শহরে রূপালী রাতে
স্বপ্নের নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরণ জড়িয়ে
আমি আছি আছি তোমার স্মৃতিতে
ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে
চলে গেছ এই হৃদয়টাকে ভেঙে
তুমি আমি একই শহরে
তবুও একাকী ভিন্ন গ্রহে

মনে পড়ে সেই নিয়ন জ্বলা রাতে
অনন্ত প্রেম দিয়েছি উজার করে
নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে
পথে হেঁটেছি বাঁধা দুটি হাতে
দূর আঁধারের ভালোবাসায় হারাতে
ছুটেছিলাম সেই রূপালী রাতে

এই রাতে সব প্রেম হারিয়েছি অকারণে
নিশি ব্যস্ত মানুষ হয়েছি কেমনে
সমুদ্র কোলাহলের মনে অবিরাম ক্ষণে
নগরের যত বিষাদ আমাকে ভর করে
দরজার চৌকাঠকে পিঁড়ি বানিয়ে
বিনিদ্র জেগে আছি এই রূপালী রাতে


শিল্পীঃ Ayub Bachchu | আইয়ুব বাচ্চু | | LRB এল আর বি |

Friday, March 16, 2018

Aji Bangladesher Hridoy Hote আজি বাংলাদেশের হৃদয় হতে

আজি বাংলাদেশের হৃদয় হতে




আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
ডান হাতে তোর খড়্গ জ্বলে, বাঁ হাত করে শঙ্কাহরণ,
দুই নয়নে স্নেহের হাসি, ললাটনেত্র আগুনবরণ।
ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
তোমার মুক্তকেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি,
তোমার আঁচল ঝলে আকাশতলে রৌদ্রবসনী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
যখন অনাদরে চাই নি মুখে ভেবেছিলেম দুঃখিনী মা
আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুখের বুঝি নাইকো সীমা।
কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি—
আকাশে আজ ছড়িয়ে গেল ঐ চরণের দীপ্তিরাশি!
ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
আজি দুখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী—
তোমার অভয় বাজে হৃদয়মাঝে হৃদয়হরণী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

Dure Kothao Asi Bose দূরে কোথাও আছি বসে

দূরে কোথাও আছি বসে

bangla songs lyrics by tausif

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে,
বিরহ ছু’তে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে।

তুমি এলে রংধনু রঙ ডেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়
এই মনের আহলাদ আসোনা ছুটে।

অনুরাগে ঝরে চাঁদও আজ
এ লগনেও এলেনা,
অনুভব নিশ্চুপ আজ
কথা যে বলেনা।

ভাল যদি বাসো তুমি আমাকে
ছুটে চলে আসোনা।

নীল আচল নিরমল হাওয়া
এ লগনেও এলেনা,
অচেতন থাকে মন
নিষ্প্রান যত ভাবনা।

ভাল যদি বাসো তুমি আমাকে
ছুটে চলে আসোনা।

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে,
বিরহ ছু’তে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে।

তুমি এলে রংধনু রঙ ডেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়
এই মনের আহলাদ আসোনা ছুটে।

শিল্পীঃ  Tausif  | তাওসিফ | 

Tumi Nei Vabtei তুমি নেই ভাবতেই

তুমি নেই ভাবতেই




তুমি নেই ভাবতেই
দু'চোখের পাতা আসে ভিজে
অনুশোচনায় পুড়ে ভাবছি এখন
কি ভুল করেছি আমি নিজে
ফিরে এস এই বুকে ফিরে এস
আবার নতুন করে ভালবাস

মিথ্যে সুখের আশায়
তোমার মনে আগুন জ্বেলে দিয়েছি
স্বার্থের পিছুটানে পা বাড়িয়ে
ভুল পথে চলে এসেছি
নিয়তির কাছে তাই হল পরাজয়
স্বান্তনা পাইনাতো কোথাও খুজে

ভুলতো মানুষ করে ক্ষমার আশায়
আমিও ভুল করেছি
কষ্টের ধুপশীখা জ্বেলেন বুকে
বহুদিন আমি পুড়েছি
এস ফিরে ক্ষমা করে ভুলে অভিমান
ঠাই দাও আমাকে হৃদয় মাঝে



Asif Akbar | আসিফ আকবর

Ferari Ei Monta Amar ফেরারী এই মনটা আমার

ফেরারী এই মনটা আমার

bangla songs lyrics by Ayub Bachchu

ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার

কখনো ভাবিনি আমি
ব্যথা দিয়ে তুমি চলে যাবে
কি জানি কি ভুল ছিল আমার
আমাকে কেন গেলে কাঁদিয়ে
তাই আমি ফিরে আছি বারেবার

যে পথে হারিয়েছি তোমায়
সেই পথে খুঁজে আমি যাব
অভিমান করে থেকো না
অপবাদ দিয়ে যেও না
তাই আমি ফিরে আছি বারেবার

শিল্পীঃ Ayub Bachchu আইয়ুব বাচ্চু  LRB এল আর বি

Thursday, March 15, 2018

Valobaso Ar Naiba Base ভালবাসো আর নাইবা বাসে

ভালবাসো আর নাইবা বাসে 

bangla songs lyrics by tausif

ভালবাসো আর নাইবা বাসো স্বপ্ন তোমায় নিয়ে প্রতিদিন
একটু ভাবো আর নাইবা ভাবো গল্প তোমায় নিয়ে প্রতিদিন
তবে বন্ধু বল এ ভালবাসাকে কি কখনো মিথ্যে বলা যায়
এই শ্রাবণ বেলায় দেখ বৃষ্টি ঝরে যায়
এই শ্রাবণ তো জানিয়ে দিল এ তো কান্না শুধু বৃষ্টি নয়
তবে বন্ধু বল এ ভালবাসাকে কি কখনো মিথ্যে বলা যায়

এই মেঘলা আকাশ তাকিয়ে দেখ সূর্য লুকিয়ে রয়
সূর্য তো জানিয়ে দিল এতো কষ্ট অভিমান নয়।
তবে বন্ধু বল এ ভালবাসাকে কি কখনো মিথ্যে বলা যায়
ভালবাসো আর নাইবা বাসো …


শিল্পীঃ Tausif তাওসিফ

Wednesday, March 14, 2018

Tera Naam Japdi Phiran

Tera Naam Japdi Phiran 




I’m a bad bad girl
I’m gonna rock your world
Coz i’m a bad bad girl
I don’t give a damn
I’m gonna rock your world
With a gun in my hand

Dil luttiya ae mast nigaawan
Dil luttiya ae mast nigaawan
Tera naam japdi phiran soneya
Main tera naam japdi phiran
Tere naam toh sadke main jaawan
Tera naam japdi phiran soneya
Main tera naam japdi firan

If only i had eyes before
See right through
You sweetest guys
Know that she can’t see it
But still let it go tonight
To let it go tonight..

Let it go tonight
To let it go tonight

Tere sath sikha maine
Jeene ka salika re
Tere sath sikha maine
Jeene ka salika re
Dukho ko bhulane ka
Bhi aaya hai tarika re
Dukho ko bhulane ka
Bhi aaya hai tarika re
Dukho ko bhulane ka
Bhi aaya hai tarika re

Nach nach ke main
Nach nach ke main
Nach nach ke main
Mauj manaawan
Nach nach ke main
Mauj manaawan
Tera naam japdi phiran soneya
Main tera naam japdi phiran

I’m a bad bad girl
I’m gonna rock your world
Coz i’m a bad bad girl
I don’t give a damn
I’m gonna rock your world
With a gun in my hand

Maine to khushiyan
Saari tere naam layi ve
Maine to khushiyan
Saari tere naam layi ve
Meri yeh khushi hai ke
Main tere kaam aayi ve
Meri yeh khushi hai ke
Main tere kaam aayi ve

Rahe hasda tu mangdi duaawan
Rahe hasda tu mangdi duaawan
Tera naam japdi phiran soneya
Main tera naam japdi phiran

Tere naam toh sadke main jaawan
Tere naam toh sadke main jaawan
Tera naam japdi phiran soneya
Main tera naam japdi phiran

She is a wild girl
She’ll make you go
So crazy inside
Don’t try to stop her
Coz she is hunting tonight
The way she moves
She’s gonna throw your mind

I’m a bad bad girl
I’m gonna rock your world
Coz i’m a bad bad girl
I don’t give a damn
I’m gonna rock your world
With a gun in my hand
I’m a bad bad girl.



Singers: Javed Bashir | | Nikhil D'Souza | | Shefali Alvares |

Eto Kosto এত কষ্ট

এত কষ্ট

bangla songs lyrics by james

এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন কান্নার কবিতা
তবু হাসতে হাসতে কাঁদি আমি ভুল করে, আঁকি ব্যাথার ছবিটা ।।

পাবো হায় সুখের দেখা কি!
নিঃসঙ্গ এই আমি একাকী ।।

কেউ জানে কি, কেউ জানে কি,
কতটা আমি আজ একাকী ।।

কি ঝড়ে পড়েছি, একাকী মরেছি, গিয়েছি ভেঙ্গেচুরে
পৃথিবী জানে না, হৃদয়ও মানে না, হয়েছি ভবঘুরে ।।

পাবো হায় সুখের দেখা কি!
নিঃসঙ্গ এই আমি একাকী ।।

কেউ জানে কি, কেউ জানে কি,
কতটা আমি আজ একাকী ।।

শিল্পীঃ James জেমস

Tomar Amar তোমার আমার

তোমার আমার




তোমার আমার টুকরো সুতোর বাঁধন
যেন জাদুর মত টানছে আমায়
আলতো করে বাঁধছে আমায়
ভাঙছে আমার সাধন

তোমার চোখে আয়না দেখে
চোখে চোখে গল্প করে
রাত দুপুরে স্পর্শ করে
উড়ছি আমি এখন

চোখের তারায় উষ্ণ বালিশ
তোমায় কেবল খুঁজে
ঝুম দুপুরে বৃষ্টি হলে
মেঘলা কেন সাজেঁ

তুমি আমার অন্ধকারের আলো
মিষ্টি জোড়া কানের দুলে
রোদ মাখানো সকাল জুড়ে
তুমি আমায় বাসো ভালো

তোমার হাতে স্বপ্ন মেখে
মেঘের ডানা চড়ে
স্বপ্ন দিয়ে তোমায় আঁকি
অভিমানের ঘোরে

তুমি আমার অন্ধকারের আলো
মিষ্টি জোড়া কানের দুলে
রোদ মাখানো সকাল জুড়ে
তুমি আমায় বাসো ভালো

তোমার চোখে আয়না দেখে
চোখে চোখে গল্প করে
রাত দুপুরে স্পর্শ করে
উড়ছি আমি এখন



Tahsan | তাহসান | | Mithila | মিথিলা |

Tuesday, March 13, 2018

Bolna Kothay Tumi বলোনা কোথায় তুমি

বলোনা কোথায় তুমি 


Arfin Rumey bangla songs Kheya bangla songs
 বলোনা কোথায় তুমি, এবুকে আছো কোন পাশে?
বলোনা কোথায় তুমি, আছো কি মিশে নিঃশ্বাসে?
মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে।
ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এ কোন প্রেমে নিলে জড়িয়ে।।

জোছনা নামাও তুমি হৃদয় আঙিনায়
আমার পৃথিবী সাঁজাও মধু পূর্ণিমায়।
রাত শেষে ভোর নামাও কতো ভালোবেসে
সারাদিন জড়িয়ে রাখো সুখেরি আবেশে,
তুমি আছো বলে, ফাগুন আসে কোলে।

মনের নাওটা তুমি দোলাও আনমনে
ছবি হয়ে থাকো তুমি এ মনের গহীনে।
কখনো বা তুমি এ হৃদয়ে হারাও
কখনো তুমি এসে সামনে দাড়াও
হাতে হাত রেখে ছুঁয়ে দেওনা আমাকে
মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে।
ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এ কোন প্রেমে নিলে জড়িয়ে।।



শিল্পীঃ  Arfin Rumey And Kheya আরফিন রুমি এবং খেয়া  

Monday, March 12, 2018

Baba বাবা

বাবা 

james bangla song lyrics


ছেলে আমার বড় হবে,
মাকে বলত সে কথা
হবে মানুষের মত মানুষ এক লেখা ইতিহাসের পাতায়
নিজ হাতে খেতে পারতাম না,
বাবা বলত ও খোকা যখন আমি থাকবনা,
কি করবি রে বোকা…
এতো রক্তের সাখে রক্তের টান স্বার্থের অনেক উর্ধ্বে হঠাৎ
অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙ্গে পড়ল
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়॥

চশমাটা তেমনি আছে, আছে লাঠি ও পাঞ্জাবী তোমার
ইজিচেয়ারটাও আছে, নেই সেখানে অলস দেহ শুধু তোমার
আযানের ধ্বনি আজো শুনি, ভোরে ভাঙ্গাবেনা ঘুম তুমি জানি
শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া পবিত্র কোরআনের বানী…
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়॥


শিল্পীঃ James জেমস

Sunday, March 11, 2018

Cholo Bodle Jai চল বদলে যাই

চল বদলে যাই 

Ayub Bachchu bangla songs lyrics


সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম,
কেমন করে এত অচেনা হলে তুমি
কেমন করে এত বদলে গেছি এই আমি।

ওও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চল বদলে যাই,
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটূকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।

কত রাত আমি কেঁদেছি
বুকের গভীরে কষ্ট নিয়ে,
শূণ্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও।

তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটূকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।

যতবার ভেবেছি ভূলে যাবো
তারও বেশী মনে পড়ে যায়,
ফেলে আসা সেইসব দিনগূলো
ভূলে যেতে আমি পারিনা।

তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটূকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।

শিল্পীঃ Ayub Bachchu আইয়ুব বাচ্চু

Saturday, March 10, 2018

Ek Paye Nupur Amar এক পায়ে নুপুর আমার

এক পায়ে নুপুর আমার


topu bangla songs lyrics

এক পায়ে নুপুর আমার
অন্য পা খালি
এক পাশে সাগর , এক পাশে বালি
তোমার ছোট তরী বল
নেবে কি ...............

বলবনা আকাশের চাদ এনে দেব
বলবনা তুমি রাজকন্যা
সুধু জিগ্গেস করি দিবে কি পাড়ি হোক যত ঝড় বন্যা
আমার ছোট তরী বল যাবে কি .............

নয় মিছে আশা, নয় সুধু ভালবাসা
নয় অকারণ প্রেমে অন্ধ
জানি তুমি আমি
আমাদের তরী আজো বায় এক বন্ধুত্ব
তোমার ছোট তরী বল নেবে কি ............

চাদের আলো যদি ভালো লাগে
কাল হয়ে যায় ঝাপসা
তোমার এ তরী যদি চলে যায় ফিরে আর আসবেনা
যত ভালোবাসী তারে
দুরে রয়ে যাব, তত আমি জেনেছি


এক পায়ে নুপুর তোমার
অন্য পা খালি
এক পাশে সাগর , এক পাশে বালি
তোমার ছোট তরী বল
নেবে কি ..........


শিল্পীঃ Topu & Anila তপু ও আনিলা

Shabash Bangladesh সাবাস বাংলাদেশ

 সাবাস বাংলাদেশ




বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ……

ও……
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ
ও……
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ

তাকধিনাধিন ধিন ধিন তা,
প্রাণপণে লড়ে যা,
জয় হবে নিশ্চিত, দুঃখ ভুলে যা(২)
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ

বাংলা মায়ের দামাল ছেলে
খেলবে ছয়ে আর চারে
জয়ের নেশায় হেসে খেলে
ভাঙ্গবে উইকেট বারে বারে(২)

ও……
দুলছে সবাই, গাইছে সবাই
করতালি মাঠে
বিশ্বকাপের স্বপ্ন দ্যাখে
প্রাণে জোয়ার ওঠে(২)

বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ……



Asif Akbar | আসিফ আকবর

Thursday, March 08, 2018

Dekha Hobe Bondhu দেখা হবে বন্ধু

দেখা হবে বন্ধু

Partho Borua bangla songs lyrics


দেখা হবে বন্ধু কারণে আর অকারণে
দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে
দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায়

দেখা হবে বন্ধু নাটকীয় কোনো বিনয়ী ভঙ্গিতে
ভালোবাসার শুভ্র ইঙ্গিতে
দেখা হবে বন্ধু নিয়ত প্রতিদিন পাশ কেটে যাওয়া
সন্ধ্যার হিমেল হাওয়ায়

দেখা হবে বন্ধু
শ্লোগান মুখর কোনো এক মিছিলে
ব্যস্ততা থেকে ধার দিলে
দেখা হবে বন্ধু
ভীষণ খেয়ালী মনের আতিথেয়তায়
উচ্ছাসে প্রনয় প্রাক্কালে


শিল্পীঃ Partho Borua পার্থ বড়ুয়া

Amaro Porano Jaha Chay আমার পরান যাহা চায়

 আমার পরান যাহা চায়




 আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো।
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো।।
তুমি সুখ যদি নাহি পাও,
যাও সুখের সন্ধানে যাও-
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে,
আর কিছু নাহি চাই গো।।
আমি তোমার বিরহে রহিব বিলীন,
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
দীর্ঘ বরষ-মাস।
যদি আর-কারে ভালোবাস,
যদি আর ফিরে নাহি আস,
তবে তুমি যাহা চাও তাই যেন পাও,
আমি যত দুখ পায় গো।।



Rabindranath Tagore | রবীন্দ্রনাথ ঠাকুর 

Poloke Poloke পলকে পলকে

পলকে পলকে 


Arafin Rumey Song lyricপলকে পলকে কি যে হলো
দুটি হৃদয় ভেসে গেলো
পাজর ছুয়ে অবুঝ নদী
ঢেউয়ে ঢেউয়ে মাতিয়ে দিল
মনের ভেতর মন নামিয়ে স্বপ্নবুনি চলো ।।

একটা পলক তুমি হলে আড়াল
মনে হয় দেখি নাই অনন্তকাল
মনের ভেতর করে কেমন কেমন
রাত শেষে আসে না যেন সকাল
চলো দু’জন হৃদয় খুলে হয়ে যাই এলোমেলো ।।
Porshi Song lyric

মনটা ছুয়ে তুমি সুনীল আকাশ
সেখানে শুধু তোমার বসবাস
বুকের ভেতর তোমার আসন
জুড়ে আছো সবটা নিঃশ্বাস
তোমায় ছাড়া এক জীবনে যায় কি বাচা বলো ।


শিল্পী : Arfin Rumey |  আরিফিন রুমি | | Porshi | পড়শী |

Wednesday, March 07, 2018

Sobkota Janala Khule Dao Na সবকটা জানালা খুলে দাও না

সবকটা জানালা খুলে দাও না




সবকটা জানালা খুলে দাওনা
আমি গাইব গাইব বিজয়েরই গান
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
ভালোবেসে দিয়ে গেছে প্রাণ।।

চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
হারানো স্মৃতি বেদনাতে
একাকার করে মন ডাক দিলে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়নাক
মন ভাঙা গান।।

আজ আমি সারানিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে।
তৈরি রাখব আতর গোলাপ
এদেশের প্রতিটি ঘরে ঘরে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়নাক
মন ভাঙা গান।।



শিল্পীঃ  Sabina Yasmin সাবিনা ইয়াসমিন

Natok নাটক

নাটক




আমাকে তুমি দেখালে
নাটক, তোমারি নিজের অভিনীত
আমাকে তুমি দেখালে
নাটক, তোমারি নিজের অভিনীত
এত ভালো অভিনয় জানো তুমিই তো
আগে বুঝিনিতো আমি, আগে বুঝিনিতো
ও আমাকে তুমি দেখালে
নাটক, তোমারি নিজের অভিনীত

যে হাসিতে একদিন এই মন গলেছে
সে হাসি দাবানল হয়ে আজ জ্বলেছে
যে হাসিতে একদিন এই মন গলেছে
সে হাসি দাবানল হয়ে আজ জ্বলেছে

ভালোবাসা হতে পারে এত অবহেলিত
ভালোবাসা হতে পারে এত অবহেলিত
আগে বুঝিনিতো আমি, আগে বুঝিনিতো
ও আমাকে তুমি দেখালে
নাটক, তোমারি নিজের অভিনীত

যে আশাতে একদিন স্বপ্নটা দেখেছি
সে আশার ছাই দিয়ে আজ মন ঢেকেছি
যে আশাতে একদিন স্বপ্নটা দেখেছি
সে আশার ছাই দিয়ে আজ মন ঢেকেছি
চেনা মন হতে পারে এত অপরিচিত
চেনা মন হতে পারে এত অপরিচিত
আগে বুঝিনিতো আমি, আগে বুঝিনিতো

ও আমাকে তুমি দেখালে
নাটক, তোমারি নিজের অভিনীত
আমাকে তুমি দেখালে
নাটক, তোমারি নিজের অভিনীত
এত ভালো অভিনয় জানো তুমিই তো
আগে বুঝিনিতো আমি, আগে বুঝিনিতো
আমাকে তুমি দেখালে
নাটক, তোমারি নিজের অভিনীত



Asif Akbar | আসিফ আকবর

Tuesday, March 06, 2018

Shua Chan Pakhi শুয়া চান পাখি

শুয়া চান পাখি


Bari Siddiqui Song lyric


শুয়া চান পাখি আমার শুয়া চান পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।

তুমি আমি জনম ভরা
ছিলাম মাখামাখি
আজ কেন হইলে নীরব
মেলো দুটি আঁখি।

বুলবুলি আর তোতা ময়না
কত নামে ডাকি,
তোরে কত নামে ডাকি
শিকল ভেঙ্গে চলে গেলে কারে লইয়া থাকি।

তোমার আমার এই পিরিতি
চর্ন্দ্র সূর্য্য সাক্ষী
হঠাৎ করে চলে গেলে
বুঝলাম না চালাকিরে পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।



শিল্পীঃ Bari Siddiqui বারী সিদ্দিকী

Amon Aral Diye Lukiye | অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না

অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না




 অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না ।
এবার হৃদয়-মাঝে লুকিয়ে বোসো, কেউ জানবে না, কেউ বলবে না ।।
বিশ্বে তোমার লুকোচুরি, দেশ-বিদেশে কতই ঘুরি-
এবার বলো আমর মনের কোণে দেবে ধরা, ছলবে না ।।
জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয়-
সখা, তোমার হাওয়া লাগলে হিয়ায় তবু কি প্রাণ গলবে না?
নাহয় আমার নাই সাধনা- ঝরলে তোমার কৃপার কণা
তখন নিমেষে কি ফুটবে না ফুল, চকিতে ফল ফলবে না ?।



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

Ami Ke আমি কে

Ami Ke আমি কে

Topu bangla songs lyrics

আর এখানে কোন প্রশ্ন নেই মনে
জেনেছি কি যে চাই
আমি কে?

এই খেলাতে কে জয়ী কে হারে,
কি লাভ কি ক্ষতি তার
যে চলে গেছে।

কে কি যে চাই, কে জয়ী কি আশাই
কি সুখে, কি ক্ষতি কে জানে।।

কে আমি কে?
কি খুঁজি ভালবাসি কাকে?
কি সুখে কি যে চাই
আমি কে, আমি কে।।

কে কি যে চাই, কে জয়ী কি আশাই
কি সুখে, কি ক্ষতি কে জানে।।

শিল্পীঃ Topu & Anila তপু ও আনিলা

Monday, March 05, 2018

Ekhon To Shomoy Bhalobashar এখন তো সময় ভালোবাসার

এখন তো সময় ভালোবাসার




Runa Laila Song lyric
এখন তো সময় ভালোবাসার,
এ দুটি হৃদয় কাছে আসার,
তুমি যে একা আমিও যে একা,
লাগে যে ভালো,
ও প্রিয় ও প্রিয়

পেয়েছি তোমাকে এতদিনে
যেও না সরে গো অভিমানে
আমি তোমারি ও বুকে নাও টেনে
এখন তো সময় ভালোবাসার,
এ দুটি হৃদয় কাছে আসার,
তুমি যে একা আমিও যে একা,
লাগে যে ভালো
ও প্রিয় ও প্রিয়


কী ছোঁয়া আমাকে দিলে তুমি,
রাত দিন তোমাকে ভাবি আমি
কেন বোঝ না প্রেমেরও পাগলামী
এখন তো সময় ভালোবাসার,
এ দুটি হৃদয় কাছে আসার,
তুমি যে একা আমিও যে একা,
লাগে যে ভালো
ও প্রিয় ও প্রিয়



শিল্পীঃ   Runa Laila | | রুনা লায়লা | | Agun | | আগুন  |

Adho Rate Jodi Ghum Bhenge আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়

আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়

NAZRUL GEETI নজরুল গীতি


আধো রাতে যদি ঘুম ভেঙে যায়
মনে পড়ে মোরে প্রিয়
চাঁদ হয়ে রব আকাশের গায়
বাতায়ন খুলে দিয়ো
Nazrul Islam Nazrul Songeet

সেথা জোছনার আলোর কণিকা
যেন সে তোমার প্রেমের মণিকা

কলংক সাথে জড়ায়ে রয়েছে
প্রেমের কলংক সাথে জড়ায়ে রয়েছে
আঁখি ভরে নীড় প্রিয়
চাঁদ হয়ে রব আকাশের গায়
বাতায়ন খুলে দিয়ো

ভুলি নাই প্রিয় ভুলি নাই
খুলি নাই রাঙ্গা রাখি
মুছি নাই প্রেম চন্দন লেখা
দিয়েছ যা ললাটে আঁকি
ভুলি নাই প্রিয় ভুলি নাই

চৈত্র দিনের অলস বেলায়
যদি গানখানি মোর
মনে পড়ে হায়

ঝরানো পাতার মর্মর গানে
সেই সুরভিতে শুনিও
চাঁদ হয়ে রব আকাশের গায়
বাতায়ন খুলে দিয়ো

Sunday, March 04, 2018

You Are There

You Are There




Michael Jackson Song Lyric You Are There


You are there like the laughter of a child
When I need just a smile
Suddenly the sun shines for a while

Everywhere sounds of love are everywhere
And my heart sings along
Thanks to you I finally got a song,

Refrain
'Cause you are there,
You are there
You are there somewhere
Each time my world seems like it's falling down
Things look up just having you around
So every night I say a prayer
Just because you're there

Like a rainbow after rain
Like the night follows day
You're the answer to the prayers I say,

Refrain
And you are there,
You are there
You are there somewhere
No matter where I go or what I do
You are there to help me see it trough,
So every night I say a prayer,
Just because you're there

Refrain
Ouuh, you are there,
Oooh, you are there, somewhere
And as the years go by we'll stay as true,
What you are for me I'll be for you
And every night I'll say a prayer,
Just because you're there,

Oooh, you are there,
Oooh, you are there,
Everywhere, you are there



Singer: Michael Jackson

Ai Shuno এই শোন

এই শোন
hridoy khan bangla songs lyrics


এই শোন হে তুমি নয় অন্য কেউ কোন
দেখেছি প্রথমবার জানিনা কে তুমি
কি আছে তোমার
ব্যবধান ভুলে জানতেও চাই না তুমি কার
তোমার মনে কি রবে
বলনা কবে দেখা কি হবে

যেভাবে আছো, থেকো সেভাবেই
বলবনা তুমি বদলাও
নেই পরিচয় নেই অধিকার
মন চায় না তুমি চলে যাও
তোমার মনে কি রবে
বলনা কবে দেখা কি হবে

দূর থেকে দেখা তুমি সুন্দর
তুমি সেরা তুমি অপরূপ
কাছে এলে আমি করবো যা চাই
থাক ভালোবাসা কল্পনাতেই চুপ
তোমার মনে কি রবে
বলনা কবে দেখা কি হবে
topu bangla songs lyrics


শিল্পীঃ  Hridoy Khan ft Topu  হৃদয় খান  তপু  

Saturday, March 03, 2018

Ghoomar

Ghoomar




Ghoomar ramvane aap padharo saa…

Aavo ji aavo ji ghoomardi khelba ne
Padharo sa ghoomardi khelba ne
Balam tharo ghurar ghurar ghurraave
Aaj mharo jivdo ghano hichkaave
O ghabraave mann mein bhaave
Mharo badilo bhanwar mann bhaave
Chamak cham baaje payal baaje
Baaisa khele…

Shreya Ghoshal Song lyric GhoomarChhamak chhamak ghunghra baaje
Aao sa ghoomardi khelba ne
Aao sa ghoomardi khelba ne

Kanak preet ki sar pe odh kar
Ghoomar ghoomar ghoome
Haan ghoomar ghoomar ghoome
O..ralak reet sab jag ki chhod kar
Ghoomar ghoomar ghoome bharke
Dhola waale thaath
Ghoomar ghoomar ghoomar ghoomar ghoomar ghoome re
Ghoomar ghoomar ghoome re baaisa ghoomar ghoome re

Mhaari saari kaaya bole
Dhola ji ki chhaaya hole
Mann ka ghoomar jab bhi dole
Soonepan mein nehla pharke
Dhola waale thaath ghoomar
Ghoomar ghoomar ghoomar ghoomar ghoome re
Ghoomar ghoomar ghoome re baaisa ghoomar ghoome re

Thaare ehsaason ki raunak hai mhari diwali
Mann mehal ki saari deewaarein
Thaare rang rangwa li

Paake thara saaya tann hai jagmagaya
Taaron bhari ho gayi mhari saari kaali raat bharke
Dholan waale thaath ghoomar
Ghoomar ghoomar ghoomar ghoomar ghoome re
Ghoomar ghoomar ghoome re baaisa ghoomar ghoome re

Aavo ji aavo ghoomar khelba aavo
Aapan saath saath ghooma sagla khelba aavo
Arey lehango kurti chunri payaliya thhe pehno
Oye loomar jhoomar ghoomar ghoomar thhe khelo

Devrani, jethani khele
Saasu ji ghoomar khele
Nanad bhojai khele
Baaisa ghoomardi khele

Ghoome re ghoome re ghoome
Ghoomar ghoomar ghoomar ghoome
Loome jhoome ghoome jhoome
Ghoomar ghoomar ghoome

Ghoome re ghoome re ghoome
Ghoomar ghoomar ghoomar ghoome
Loome jhoome ghoome jhoome
Ghoomar ghoomar ghoome

Loomar ghoomar ghoomar ghoomar ghoomar
Ghoomar ghoomar ghoome
Loomar ghoomar ghoomar ghoomar ghoomar
Ghoomar ghoomar ghoome
Loomar ghoomar ghoomar ghoomar ghoomar
Ghoomar ghoomar ghoome
Loomar ghoomar ghoomar ghoomar ghoomar
Ghoomar ghoomar ghoome.



Singers: Shreya Ghoshal | | Swaroop Khan |

Adhare Chilam Ei Ami আঁধারে ছিলাম এই আমি

আঁধারে ছিলাম এই আমি


ayub bachchu bangla songs

 আঁধারে ছিলাম এই আমি
আঁধারে এখনো আছি
আমার আছো একটা তুমি
তোমার মাঝেই বাঁচি
আমি ভালোবাসি আঁধার
আর ভালোবাসি তোমায়

বহুদিনের দূরে থাকায়
হয়তো অচেনা আমি
বিষাদ ভেজা আবেগ নিয়ে
তাই কি ভালোবাসোনি
তবু আছো আমার স্বপনে
স্বপ্নময়ী হয়ে

কখনো যদি ডাকো আমায়
অভিমানী ভুলের শেষে
জেনে রেখো আসবো আমি
রাতজাগা পাখীর বেশে
শুধু আছো তুমি অযতনে
রেখোনা আমায় দূরে

শিল্পীঃ Ayub Bachchu আইয়ুব বাচ্চু  LRB এল আর বি

Friday, March 02, 2018

Amal Kamal Sahoje Jaler অমল কমল সহজে জলের কোলে

 অমল কমল সহজে জলের কোলে




অমল কমল সহজে জলের কোলে ‘আনন্দে রহে ফুটিয়া,
ফিরে না সে কভু ‘আলয় কোথায়’ ব’লে ধুলায় লুটিয়া ।।
তেমনি সহজে আনন্দে হরষিত
তোমার মাঝারে রব নিমগ্নচিত,
পূজাশতদল আপনি কে বিকশিত সব সংশয় টুটিয়া ।।
কোথা আছ তুমি পথ না খুঁজিব কভু, শুধাব না কোনো পথিকে-
তোমারি মাঝারে ভ্রমিব ফিরিব প্রভু, যখন ফিরিব যে দিকে ।
চলিব যখন তোমার আকাশগেহে
তোমার অমৃতপ্রবাহ লাগিবে দেহে,
তোমার পবন সখার মতন স্নেহে বক্ষে আসিবে ছুটিয়া ।।



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

Ami Juge Juge Ashiyachi আমি যুগে যুগে আসিয়াছি

আমি যুগে যুগে আসিয়াছি/ধূমকেতু

NAZRUL GEETI নজরুল গীতি

Nazrul Geeti Nazrul Songeet

আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু
এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু!
সাত—সাতশো নরক-জ্বালা জলে মম ললাটে,
মম ধূম-কুণ্ডলী করেছে শিবের ত্রিনয়ন ঘন ঘোলাটে।
আমি অশিব তিক্ত অভিশাপ,
আমি স্রষ্টার বুকে সৃষ্টি-পাপের অনুতাপ-তাপ-হাহাকার—
আর মর্তে সাহারা-গোবি-ছাপ,
আমি অশিব তিক্ত অভিশাপ!

আমি সর্বনাশের ঝাণ্ডা উড়ায়ে বোঁও বোঁও ঘুরি শূন্যে,
আমি বিষ-ধূম-বাণ হানি একা ঘিরে ভগবান-অভিমুন্যে।
শোঁও শন-নন-নন-শন-নন-নন শাঁই শাঁই,
ঘুর্ পাক্ খাই, ধাই পাঁই পাঁই
মম পুচ্ছে জড়ায়ে সৃষ্টি;
করি উল্কা-অশনি-বৃষ্টি,—
আমি একটা বিশ্ব গ্রাসিয়াছি, পারি গ্রাসিতে এখনো ত্রিশটি।
আমি অপঘাত দুর্দৈব রে আমি সৃষ্টির অনাসৃষ্টি!

আমি আপনার বিষ-জ্বালা-মদ-পিয়া মোচড় খাইয়া খাইয়া
জোর বুঁদ হয়ে আমি চলেছি ধাইয়া ভাইয়া!
শুনি মম বিষাক্ত ‘রিরিরিরি’-নাদ
শোনায় দ্বিরেফ-গুঞ্জন সম বিশ্ব-ঘোরার প্রণব-নিনাদ!
ধূর্জটি-শিখ করাল পুচ্ছে
দশ অবতারে বেঁধে ঝ্যাঁটা করে ঘুরাই উচ্চে, ঘুরাই—
আমি অগ্নি-কেতন উড়াই!—

আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু
এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু!

ঐ বামন বিধি সে আমারে ধরিতে বাড়ায়েছিল রে হাত
মম অগ্নি-দাহনে জ্বলে পুড়ে তাই ঠুঁটো সে জগন্নাথ!
আমি জানি জানি ঐ স্রষ্টার ফাঁকি, সৃষ্টির ঐ চাতুরী,
তাই বিধি ও নিয়মে লাথি মেরে, ঠুকি বিধাতার বুকে হাতুড়ি।
আমি জানি জানি ঐ ভুয়ো ঈশ্বর দিয়ে যা হয়নি হবে তাও!
তাই বিপ্লব আনি বিদ্রোহ করি, নেচে নেচে দিই গোঁফে তাও!
তোর নিযুত নরকে ফুঁ দিয়ে নিবাই, মৃত্যুর মুখে থুথু দি!
আর যে যত রাগে রে তারে তত কাল্-আগুনের কাতুকুতু দি।
মম তূরীয় লোকের তির্যক, গতি তূর্য গাজন বাজায়
মম বিষ নিশ্বাসে মারীভয় হানে অরাজক যত রাজায়!

কচি শিশু-রসনায় ধানি-লঙ্কার পোড়া ঝাল
আর বদ্ধ কারায় গন্ধক ধোঁয়া, এসিড, পটাশ, মোন্ছাল,
আর কাঁচা কলিজায় পচা ঘা’র সম সৃষ্টিরে আমি দাহ করি
আর স্রষ্টারে আমি চুষে খাই।
পেলে বাহান্ন-শও জাহান্নমেও আধা চুমুকে সে শুষে যাই!

আমি যুগে যুগে আসি আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু—
এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু!
আমি শি শি শি প্রলয়-শিশ্ দিয়ে ঘুরি কৃতঘ্নী ঐ বিশ্বমাতার শোকাগ্নি,
আমি ত্রিভুবন তার পোড়ায়ে মারিয়া আমিই করিব মুখাগ্নি!
তাই আমি ঘোর তিক্ত সুখে রে, একপাক ঘুরে বোঁও করে ফের দু’পাক নি!
কৃতঘ্নী আমি কৃতঘ্নী ঐ বিশ্বমাতার শোকাগ্নি!

পঞ্জর মম খর্পরে জ্বলে নিদারুণ যেই বৈশ্বানর—
শোন্ রে মর, শোন্ অমর!—
সে যে তোদের ঐ বিশ্বপিতার চিতা!
এ চিতাগ্নিতে জগদীশ্বর পুড়ে ছাই হবে, হে সৃষ্টি জানো কি তা?
কি বলো? কি বলো? ফের বলো ভাই আমি শয়তান-মিতা!
হো হো ভগবানে আমি পোড়াব বলিয়া জ্বালায়েছি বুকে চিতা!
ছোট শন শন শন ঘর ঘর ঘর সাঁই সাঁই!
ছোট পাঁই পাঁই!
তুই অভিশাপ তুই শয়তান তোর অনন্তকাল পরমাই।
ওরে ভয় নাই তোর মার নাই!!
তুই প্রলয়ঙ্কর ধূমকেতু,
তুই উগ্র ক্ষিপ্ত তেজ-মরীচিকা ন’স্ অমরার ঘুম-সেতু
তুই ভৈরব ভয় ধূমকেতু!
আমি যুগে যুগে আসি আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু
এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু!

ঐ ঈশ্বর-শির উল্লঙ্ঘিতে আমি আগুনের সিঁড়ি,
আমি বসিব বলিয়া পেতেছে ভবানী ব্রহ্মার বুকে পিঁড়ি!
খ্যাপা মহেশের বিক্ষিপ্ত পিনাক, দেবরাজ-দম্ভোলি
লোকে বলে মোরে, শুনে হাসি আমি আর নাচি বব-বম্ বলি!
এই শিখায় আমার নিযুত ত্রিশূল বাশুলি বজ্র-ছড়ি
ওরে ছড়ানো রয়েছে, কত যায় গড়াগড়ি!
মহা সিংহাসনে সে কাঁপিছে বিশ্ব-সম্রাট নিরবধি,
তার ললাটে তপ্ত অভিশাপ-ছাপ এঁকে দিই আমি যদি!
তাই টিটকিরি দিয়ে হাহা হেসে উঠি,
সে হাসি গুমরি লুটায়ে পড়ে রে তুফান ঝন্ঝা সাইক্লোনে টুটি!

আমি বাজাই আকাশে তালি দিয়া ‘তাতা-উর্-তাক্’
আর সোঁও সোঁও করে প্যাঁচ দিয়ে খাই চিলে-ঘুড়ি সম ঘুরপাক!
মম নিশাস আভাসে অগ্নি-গিরির বুক ফেটে ওঠে ঘুত্কার
আর পুচ্ছে আমার কোটি নাগ-শিশু উদ্গারে বিষ-ফুত্কার!

কাল বাঘিনী যেমন ধরিয়া শিকার
তখনি রক্ত শোষে না রে তার,
দৃষ্টি-সীমায় রাখিয়া তাহারে উগ্রচণ্ড-সুখে
পুচ্ছ সাপটি খেলা করে আর শিকার মরে সে ধুঁকে!
তেমনি করিয়া ভগবানে আমি
দৃষ্টি-সীমায় রাখি দিবাযামী
ঘিরিয়া ঘিরিয়া খেলিতেছি খেলা, হাসি পিশাচের হাসি
এই অগ্নি-বাঘিনী আমি যে সর্বনাশী!

আজ রক্ত-মাতাল উল্লাসে মাতি রে—
মম পুচ্ছে ঠিকরে দশগুণ ভাতি,
রক্ত রুদ্র উল্লাসে মাতি রে!
ভগবান? সে তো হাতের শিকার!— মুখে ফেনা উঠে মরে!
ভয়ে কাঁপিছে, কখন পড়ি গিয়া তার আহত বুকের পরে!
অথবা যেন রে অসহায় এক শিশুরে ঘিরিয়া
অজগর কাল-কেউটে সে কোনো ফিরিয়া ফিরিয়া
চায়, আর ঘোরে শন্ শন্ শন্,
ভয়-বিহ্বল শিশু তার মাঝে কাঁপে রে যেমন—
তেমনি করিয়া ভগবানে ঘিরে
ধূমকেতু-কালনাগ অভিশাপ ছুটে চলেছি রে;
আর সাপে-ঘেরা অসহায় শিশু সম
বিধাতা তাদের কাঁপিছে রুদ্র ঘূর্ণির মাঝে মম!

আজিও ব্যথিত সৃষ্টির বুকে ভগবান কাঁদে ত্রাসে,
স্রষ্টার চেয়ে সৃষ্টি পাছে বা বড় হয়ে তারে গ্রাসে!

Thursday, March 01, 2018

O Amar Bondhu Go ও আমার বন্ধু গো

O Amar Bondhu Go ও আমার বন্ধু গো


Runa Laila Song lyric O amar bondhu go


ও আমার বন্ধু গো
চির সাথী পথ চলার
তোমারই জন্য গড়েছি আমি
মঞ্জিল ভালোবাসার

এক সাথে রয়েছি দুজন
এক ডোরে বাঁধা দুটি প্রাণ
ছিঁড়বেনা কভু এই বাঁধন
আসলে আসুক তুফান

তুমি আমারই বলবো শতবার
হাত দু’টি ধরেছি তোমার
মানবো না কোনো বাধা আর
শুনবো না কারো কথা যে আর

মন্দ বলুক সমাজ
তুমি আমারই, হায়, বলবো শতবার
ও আমার বন্ধু গো
চির সাথী পথ চলার,
তোমারই জন্য গড়েছি আমি
মঞ্জিল ভালোবাসার



 শিল্পীঃ  Runa Laila | রুনা লায়লা | | Agun  | আগুন | 

Chol Chol Chol চল্‌ চল্ চল্

 চল্‌ চল্ চল্

NAZRUL GEETI নজরুল গীতি


চল্‌ চল্ চল্
ঊর্দ্ধ গগনে বাজে মাদল,
নিম্নে উতলা ধরণী তল
অরুণ প্রাতের তরুণ দল
চল্‌ রে চল্‌ রে চল্‌
চল্‌ চল্ চল্ ।।

ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটিব তিমির রাত
বাঁধার বিন্ধ্যা চল।।
Kazi Nazrul Islam Nazrul Geeti Nzarul Songeet

নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশশ্মান,
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল।।

চলরে নওজোয়ান,
শোনরে পাতিয়া কান
মৃত্যু তোরণ দুয়ারে দুয়ারে
জীবনের আহ্বান
ভাঙ্গরে ভাঙ্গ আগল
চল্‌ রে চল্‌ রে চল্‌
চল্‌ চল্ চল্।।

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...