Saturday, February 10, 2018

Bahir Bole Dure Thakuk বাহির বলে দূরে থাকুক

বাহির বলে দূরে থাকুক


বাহির বলে দূরে থাকুক
ভিতর বলে আসুকনা
ভিতর বলে দূরে থাকুক
বাহিরে বলে আসুকনা

ঢেউ জানা এক নদীর কাছে
গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকো ভাসাই
ভাসাই করে ভাসাই না
না ডুবাই না ভাসাই
না ভাসাই না ডুবাই

জল ডাকে আগুনও টানে
আমি পড়ি মধ্যিখানে
দুই দিকে দুই খন্ড হয়ে
যায় আবার যায়না
না নিভায় না জ্বালায়
না জ্বালায় না নিভায়



শিল্পী: হাবিব ও ন্যান্সি 

Thursday, February 08, 2018

Tepantorer Mathe তেপান্তরের মাঠে

তেপান্তরের মাঠে

NAZRUL GEETI নজরুল গীতি


তেপান্তরের মাঠে বধু হে
একা বসে থাকি
তুমি যে পথ দিয়ে গেছ চলি
তারি ধুলা মাখি হে
একা বসে থাকি

যেমন পা ফেলেছো গিরিপথে
রাঙা পথের ধুলাতে
তেমনি করে আমার বুকে
চরণ যদি বুলাতে
আমি খানিক জ্বালা ভুলতাম
ঐ মানিক বুকে রাখি হে
একা বসে থাকি

আমার খাওয়া-পরায় নাই রুচি আর
ঘুম আসেনা চোখে
ঘুম আসেনা চোখে
আমি বাউরি হয়ে বেড়াই পথে
দেখে হাসে পাড়ার লোকে
হাসে পাড়ার লোকে
আমি তালপুকুরে যেতে নারি
এ কি তোমার মায়া হে
ঐ কালো জলে দেখি
তোমার কালো রুপের ছায়া হে
আমায় কলঙ্কিনি নাম রটিয়ে
তুমি দিলে ফাঁকি হে
একা বসে থাকি

তেপান্তরের মাঠে বধু হে
একা বসে থাকি
একা বসে থাকি
একা বসে থাকি

Wednesday, February 07, 2018

আঁধারে ছিলাম এই আমি by Ayub Bachchu

আঁধারে ছিলাম এই আমি

Ayub Bachchu bangla songs lyrics


 আঁধারে ছিলাম এই আমি
আঁধারে এখনো আছি
আমার আছো একটা তুমি
তোমার মাঝেই বাঁচি
আমি ভালোবাসি আঁধার
আর ভালোবাসি তোমায়

বহুদিনের দূরে থাকায়
হয়তো অচেনা আমি
বিষাদ ভেজা আবেগ নিয়ে
তাই কি ভালোবাসোনি
তবু আছো আমার স্বপনে
স্বপ্নময়ী হয়ে

কখনো যদি ডাকো আমায়
অভিমানী ভুলের শেষে
জেনে রেখো আসবো আমি
রাতজাগা পাখীর বেশে
শুধু আছো তুমি অযতনে
রেখোনা আমায় দূরে

শিল্পীঃ Ayub Bachchu আইয়ুব বাচ্চু  LRB এল আর বি

Amader Valobasa আমাদের ভালোবাসা

আমাদের ভালোবাসা



আমাদের ভালবাসা
সবই যেন হয় মহান রবের জন্য
রাগ ক্ষোভ ঘৃনাগুলো তাও যেন হয়
শুধু প্রভু তোমারি জন্য।
ভালবাসি বাসি ভালো
ভালবাসি প্রভু তোমাকে
ইয়া হাবিবি ইয়া রাসুলুল্লাহ
হৃদয়ে গেথেছি তোমাকে

শিল্পীঃ সাকিব আশরাফ

Tuesday, February 06, 2018

এই কারাগারতো সেই কারাগার

এই কারাগার তো সেই কারাগার
জুলুম সয়েছে মুমিনেরা বারবার
তুমিও তো ভাই নিয়েছ শপথ
ভূলে কেনো গেলে তুমি বল একবার ॥

রক্ত মেখে যারা রাঙিয়েছে পথ
যাদের পরশে এই কারা-ক্ষত রথ
আমাদেরও দেহে আছে তাদেরি শোণিত
তবু কেনো আখি ছলো ছলো হয় আবার ॥

রড ধরে শোনে তারা কারা-বার্তায়ন
চিন্তিত মনে তার নিশি-জাগরণ
আবেগের বশে ঝরে অশ্রু-পবন
মুছে ফেলো তব মুছে ফেলো না আবার ॥

ধুপ পুড়ে ছাই হয়ে গন্ধ বিলায়
বাতি জ্বেলে সেথা আলোক ছড়ায়
হারিয়ে না গিয়ে আমি সাহস জোগাই
সম্মুখে চলো তুমি পথ যে কাবার ॥

Monday, February 05, 2018

Kandari Hushiar কান্ডারী হুঁশিয়ার

কান্ডারী হুঁশিয়ার 

NAZRUL GEETI নজরুল গীতি


দুর্গম গিরি, কান্তার মরূ, দুস্তর পারাবার
লংঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার ।

দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ ,
ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত?
কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যত ।
এ তুফান ভারী ,দিতে হবে পাড়ি , নিতে হবে তরী পার।।

অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানেনা সন্তরণ
কান্ডারী ! আজ দেখিব তোমার মাতৃমুক্তি পন ।
“হিন্দু না ওরা মুসলিম?” ওই জিজ্ঞাসে কোন জন ?
কান্ডারী ! বল ডুবিছে মানুষ, সন্তান মোর মা’র।

ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান ,
আসিয়া অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান
আজি পরীক্ষা , জাতির অথবা জাতের করিবে ত্রাণ ?
দুলিতেছে তরী , ফুলিতেছে জল ,কান্ডারী হুশিয়ার !

দুর্গম গিরি, কান্তার মরূ, দুস্তর পারাবার
লংঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার ।

Sunday, February 04, 2018

Gaye Holud | গায়ে হলুদ

গায়ে হলুদ



এশিয়া, ইউরোপ, আমেরিকা মহাদেশ ছাড়াও পৃথিবীর বহু স্থানে বিয়ের নিয়ম রীতি আছে! সভ্যতার উষালগ্ন থেকে এ রীতি চলে আসছে, এই শুভ পড়িনিটিতে আমাদের পূর্ব পুরুষরা যেমন বিশ্বাসী ছিলেন! আমরাও তেমন বিশ্বাসী… আর তাই বিয়ের একটা প্রধান অঙ্গ গায়ে হলুদ, যা আমাদের এশিয়ার কিছু কিছু দেশে বিদ্যমান আছে! আমাদের এই গায়ে হলুদের কথা আপনারও হতে পারে! এখন গায়ে হলুদের কথা বলছি –

বলি হাই ক্লাস, লো ক্লাস সব জাতি

বাবা ধুমে ধামে করে তাদের বিয়ে শাদী
গায়ে হলুদের দিনে মজা হয় যে বেশি
আবার বৃদ্ধ-বনিতা তার মুখে থাকে হাসি
ও ভাইজান, আনো মিষ্টির হাঁড়ি
ও ভাবীজান, আনো হলদির শাড়ি
ও ভাইজান, কর মেহমানদারী
ও ভাবীজান, কন্যা কি শ্রী দেবী

ও পাড়ার যত বেড়ে ওঠা যুবতীরা
খুশির মাতন্দলায় দোলে সব মতোয়ারা
চলছে খসর খসর শব্দে হলদি মেহেদী বাটা
ফলে পাঁকা ছেলে ছোকরা যে ফিল্লিং মারা
আবার উচ্চ সরে বাজছে গানের ক্যাসেট
শুনে খিলি খিলি খুকি খোকা মজেছে বেশ
রান্না ঘরের রাঁধুনিদের যুদ্ধের নেই যে শেষ
হচ্ছে লুচি পরোটা আর ক্ষীর পায়েস

ও পক্ষের পক্ষ যখন পৌঁছে কন্যার বাড়ি
শুরু হয় হলুদ মাখানোর বৃহৎ সারি
বন্ডের গান বাজনার সাথে চলে নাচানাচি
আর নানী দাদির গালে নাচে পানের খিলি
তখন কন্যার চোখে মুখে সুখের দোলা জাগে
অন্যদিকে বুকটা দুরু দুরু কাঁপে
পুরনো সখীরা যে সান্ত্বনা দেয় হেসে
সোনালী স্বপ্নটা দেখে চোখ ভুজে

আ… আ… আ… গায়ে হলুদ

তার-পরদিন শুরু হয় বিয়ের অনুষ্ঠান
সারা বাড়ি বিশাল উৎসব চলে আয়োজন
আকাশের বুক ছিঁড়ে ওঠে আতসবাজি
নানান আলোয় প্রাণ পায় বিয়ে বাড়ি
শত আনন্দের মাঝে বিয়ে পড়ায় কাজী
সব ছেড়ে যায় কন্যা পরের বাড়ি
মা বাবা ভাই বোন সাথীদের ছেড়ে
স্মৃতিটুকু রেখে যায় চোখের কোণে

হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই
বিয়ের অনুষ্ঠানে ফুর্তি করে আনন্দ পায়
যে যার রীতিতে অনুষ্ঠান সাজায়
দুটি মন চিরতরে এক যে হয়
সারা পৃথিবীতে এই রীতি চলছে সদায়
দুটি মিলনে শুধু মানুষেই হয়
হাসি কান্না সুখ মিলে এই জীবন
তাই গায়ে হলুদের কথা কর স্বরণ
ও ভাইজান, আবার বিয়ে নাকি
ও ভাবীজান, এক রত্নের বুঝি
ও ভাইজান, খ্যাপা খেপেছে বুঝি
ও ভাবীজান, কন্যা কি আছে রাজি?



আশরাফ বাবু, চারু ও পার্থ

Saturday, February 03, 2018

সিজদাহ করি তোমায় স্মরে

সিজদাহ করি তোমায় স্মরে

এই পৃথিবীর, সব কিছু, ওগো প্রিয়, তোমারি দান,
তুমি রহিম, তুমি রহমান, তুমি সবার, মালিক-উল-মূলক,
তোমারি ইশারায়, গোধূলী বেলায়, সূর্য ডুবে, রাত নেমে আসে,
পূর্ণিমা রাতে, চাঁদ জেগে উঠে, সিজদাহ করে, তোমার তরে।
জিকির করে, সৃষ্টিকুল, দিবা-যামি, তোমার প্রশংসায়,
ওগো পরোয়ার, কর শামিল মোদের, তোমার অতি প্রিয়, সেই বান্দায়।।

বৃক্ষ-লতা, সাগর-নদী, পাহাড়-পর্বত, তোমারি দান
ঝর্ণাধারার, পানি সেতো, করে পথিকের, তৃষ্ণা অম্লান,
সৃষ্টির সেরা, মানব জাতী, আমরা আশরাফুল মাখলুকাত,
(তাই) নীরবে কাঁদি, রাত গভীরে, তোমার সৃষ্টি দেখে, ওগো মহিয়ান।
তোমারি ইশারায়, গোধূলী বেলায়, সূর্য ডুবে, আসে রাত নেমে,
(তাই) চাঁদনী রাতে, তারা দেখি, সিজদাহ করি, তোমায় স্মরে।।

ঝড় উঠে, সাগর বুকে, মাঝি বলে, তুমি হে খোদা,
রক্ষা কর, আমায় তুমি, আমি যে তোমার, এক পাপী বান্দা,
তোমার রহম আর, তোমার করম ছাড়া, বাঁচেনা কেউ এই পৃথিবীতে,
রোজ হাশরের দিন, ছায়া দিও, ওগো মালিক, আরশের নীচে।
তোমারি ইশারায়, প্রভাত আসে, সূর্য উঠে, পূব আকাশ জুড়ে,
(তাই) ভাবি তোমার, সৃষ্টি নিয়ে, সিজদাহ করি, তোমায় স্মরে।।



ফাহিম ফয়সাল

Friday, February 02, 2018

Alga Korogo Khopar Badhon আলগা করো গো খোপার বাঁধন

আলগা করো গো খোপার বাঁধন

NAZRUL GEETI নজরুল গীতি


আলগা করো গো খোপার বাঁধন
দিল ওহি মেরা ফাস গায়ি
দিল ওহি মেরা ফাস গায়ি
আলগা করো গো খোপার বাঁধন
দিল ওহি মেরা ফাস গায়ি
দিল ওহি মেরা ফাস গায়ি

বিনোদ বেনির জরিন ফিতায়
বিনোদ বেনির জরিন ফিতায়
আন্ধা ইশক মেরা কাস গায়ি
আন্ধা ইশক মেরা কাস গায়ি
আলগা করো গো খোপার বাঁধন
দিল ওহি মেরা ফাস গায়ি
দিল ওহি মেরা ফাস গায়ি

তোমার কেশের গন্ধে কখন
লুকায় আসিলো লোভী আমার মন
তোমার কেশের গন্ধে কখন
লুকায় আসিলো লোভী আমার মন
বেহুঁশ হো কার গির পারি হাথো ম্যায়
বেহুঁশ হো কার গির পারি হাথো ম্যায়
বাজু বান্ধ ম্যায় বাস গায়ি
বাজু বান্ধ ম্যায় বাস গায়ি
আলগা করো গো খোপার বাঁধন
দিল ওহি মেরা ফাস গায়ি
দিল ওহি মেরা ফাস গায়ি

কানেরও দুলে প্রাণ রাখিলে বিধিয়া
আঁখ ফিরা দিয়া চোরি কার নিন্দিয়া
কানেরও দুলে প্রাণ রাখিলে বিধিয়া
আঁখ ফিরা দিয়া চোরি কার নিন্দিয়া
দেহেরও দেউরীতে বেড়াতে আসিয়া .
দেহেরও দেউরীতে বেড়াতে আসিয়া
অউর নেহি ওহ ওয়াপাস গায়ি
অউর নেহি ওহ ওয়াপাস গায়ি
আলগা করো গো খোপার বাঁধন
দিল ওহি মেরা ফাস গায়ি
দিল ওহি মেরা ফাস গায়ি
বিনোদ বেনির জরিন ফিতায়
আন্ধা ইশক মেরা কাস গায়ি
আন্ধা ইশক মেরা কাস গায়ি
আলগা করো গো খোপার বাঁধন
দিল ওহি মেরা ফাস গায়ি
দিল ওহি মেরা ফাস গায়ি
দিল ওহি মেরা ফাস গায়ি

Thursday, February 01, 2018

আল্লাহ ওগো আল্লাহ

আল্লাহ ওগো আল্লাহ
আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
যতদিন এই জীবন বিনা বাচিবে সুপথে চালাও মাফ করে দাও
সুপথে চালাও মাফ করে দাও
আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
যতদিন এই জীবন বিনা বাচিবে সুপথে চালাও মাফ করে দাও
সুপথে চালাও মাফ করে দাও
তোমাকে না দেখিয়া নবিকে না চিনিয়া ঈমান এনেছি তবুও
এই উছিলায় রহম ও দয়া বিলাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
কাউকে সরিনা কাউকে ডরিনা তোমাতে শির দেই তবুও
কাউকে সরিনা কাউকে ডরিনা তোমাতে শির দেই তবুও
এই উছিলায় বিপদে পার করে নাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
কারো কাছে হারিনা কারো অনুসারি না তব দারে হাত পাতি
তবুও
কারো কাছে হারিনা কারো অনুসারি না তব দারে হাত পাতি
তবুও
এই উছিলায় চিরসুখি জান্নাতে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
স্বার্থকে ত্যাগিয়া বুকে মোরে আগিয়া মা বাবা গেল গড়ে
চলিয়া
স্বার্থকে ত্যাগিয়া বুকে মোরে আগিয়া মা বাবা গেল গড়ে
চলিয়া
এই উছিলায় মা বাবাকে জান্নাতে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
যতদিন এই জীবন বিনা বাচিবে সুপথে চালাও মাফ করে দাও
সুপথে চালাও মাফ করে দাও
আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও



মোনায়েম খান

Temptation

Temptation



Temptation in my heart,
I'm burning, I fall apart!
When the night falls,
My heart calls for love and devotion.

To asemoneshqam to bodi (You have been my love from heaven)
Setareye man to bodi (You have been my star)
Esme to hast setare, (Your name is star)
Biya pisham dobare (Come back to me again)

Un moohaye meshkit mano kosht (Your dark hair is killing me)
Chesh maye zibat mano kosht (Your beautiful eyes is killing me)
Bia bia pishe man dobare (come come back to me again)
Yalla bego are, setare (yalla say ok, my star)

Temptation in my heart,
I'm burning, I fall apart!
When the night falls,
My heart calls for love and devotion.

Temptation! I Want you
Can you be my only one
When the night falls,
My heart calls, for the touch of your hands

Hama fekro khialam to hasti (You are in my mind all the time)
Donya ye man to hasti (You are my world)
Esme to ro labame (You name is on my lips)
Setare vay setare! (Star! Oh My Star)

Ye omre bedoned khab boodam (A Whole Life, I have been sleeping without you)
Ta man toro peyda kardam (Until I finally found you)
Bia bia pishe man dobare (come come back to me again)
Yalla bego are, setare! (yalla Say ok, My star)

Temptation in my heart,
I'm burning, I fall apart!
When the night falls,
My heart calls for love and devotion.

Temptation! I Want you
Can you be my only one
When the night falls,
My heart calls, for the touch of your hands

Man Enshab toro mikham, wooooooooooo! (Tonight, I Want you wooooo)
Setare toro mikham, woooooooooo (I Want You My star, Woooo)

Chorus X 2:
Temptation in my heart,
I'm burning, I fall apart!
When the night falls,
My heart calls for love and devotion.

Temptation! I Want you
Can you be my only one
When the night falls,
My heart calls, for the touch of your hands

Man Enshab toro mikham, wooooooooooo! (Tonight, I Want you wooooo)
Setare toro mikham, woooooooooo (I Want You My star, Woooo)



Singer: ARASH

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...