Monday, February 19, 2018

Tujhe Namaami Ho

Tujhe Namaami Ho




Jaago ke ab teen rang se,
Saja hai yeh aasmaan..
Shreya Ghoshal hinde song lyric

Jaago ke ab teen rang se,
Saja hai yeh aasmaan..

Raag desh dhun,
Gaa rahi hai pawan..

Raag desh dhun
Gaa rahi hai pawan

Theher ke bole samay,
Amar hai desh mera..

O janm bhoomi, o maati bhoomi
Tujhe namaami ho..
O janm bhoomi, o maati bhoomi
Tujhe namaami ho..

Bikhar gayi nayi saugand hai,
Vasundhara mein..

Teeshnagi ka khumar hai,
Parampara mein..

Sar waro jay, hind ki rahon mein
Amar hai desh mera

O janam bhoomi, o maati bhoomi
Tujhe namaami ho..
O janam bhoomi, o maati bhoomi
Tujhe namaami ho..
O janam bhoomi, o maati bhoomi
Tujhe namaami ho..



Singers: Krishnakumar Kunnath (K.K) | | Rana Mazumder | |Shreya Ghoshal | | Sunidhi Chauhan |

Prrithibir Zoto Sukh পৃথিবীর যত সুখ

পৃথিবীর যত সুখ 





পৃথিবীর যত সুখ, যত ভালবাসা
সবই যে তোমায় দেব, একটাই আশা
তুমি ভুলে যেও না আমাকে
আমি ভালবাসি তোমাকে।

ভাবিনি কখনো, এ হৃদয় রাঙানো
ভালবাসা দেবে তুমি
দুয়ারে দাঁড়িয়ে, দু’বাহু বাড়িয়ে
সুখেতে জড়াব আমি
সেই সুখেরই ভেলায়
ভেসে স্বপ্ন ডানা মেলব এসে
এক পলকে পৌঁছে যাব, রুপকথারই দেশে
তুমি ভুলে যেও না আমাকে
আমি ভালবাসি তোমাকে ।

রয়েছে এখনো এ বুকে লুকানো
রাত জাগা স্বপ্ন ঘুমিয়ে
মেঘেতে দাঁড়িয়ে, আকাশে হারিয়ে
যতনে রেখ গো তুমি
সেই মেঘেরই আঁচল এনে
আমায় তুমি নাও গো টেনে
রং-তুলিতে আঁকব ক্ষণ
রুপ কুমারের দেশে

তুমি ভুলে যেও না আমাকে
আমি ভালবাসি তোমাকে ।


শিল্পী:  ন্যান্সি 

Sunday, February 18, 2018

Amal Dhabal Pale Legechhe | অমল ধবল পালে লেগেছে মন্দ

 অমল ধবল পালে লেগেছে মন্দ




অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া ।
দেখি নাই কভু দেখি নাই এমন তরণী-বাওয়া ।।
কোন্‌ সাগরের পার হতে আনে কোন্‌ সুদুরের ধন
ভেসে যেতে চায় মন,
ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া পাওয়া ।
দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী-বাওয়া ।।
পিছনে ঝরিছে ঝরঝর জল, গুরুগুরু দেয়া ডাকে,
মুখে এসে পড়ে অরুণকিরণ ছিন্ন মেঘের ফাঁকে ।
ওগো কান্ডারী, কে গো তুমি, কার হাসিকান্নার ধন
ভেবে মরে মোর মন –
কোন্‌ সুরে আজ বাঁধিবে যন্ত্র, কী মন্ত্র হবে গাওয়া ।
দেখি নাই কভু দেখি নাই এমন তরণী-বাওয়া ।।



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

Saturday, February 17, 2018

Ai Shuno এই শোন

এই শোন 

hridoy khan bangla songs lyrics

এই শোন হে তুমি নয় অন্য কেউ কোন
দেখেছি প্রথমবার জানিনা কে তুমি
কি আছে তোমার
ব্যবধান ভুলে জানতেও চাই না তুমি কার
তোমার মনে কি রবে
বলনা কবে দেখা কি হবে

যেভাবে আছো, থেকো সেভাবেই
বলবনা তুমি বদলাও
নেই পরিচয় নেই অধিকার
মন চায় না তুমি চলে যাও
তোমার মনে কি রবে
বলনা কবে দেখা কি হবে

দূর থেকে দেখা তুমি সুন্দর
তুমি সেরা তুমি অপরূপ
কাছে এলে আমি করবো যা চাই
থাক ভালোবাসা কল্পনাতেই চুপ
তোমার মনে কি রবে
বলনা কবে দেখা কি হবে



শিল্পীঃ Hridoy Khan ft Topu হৃদয় খান ফিচারিং তপু

Friday, February 16, 2018

Ami Aj Bhejabo Chokh আমি আজ ভেজাবো চোখ

আমি আজ ভেজাবো চোখ

si tutul bangla songs lyrics


আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে
ও সমুদ্র ! কাছে আসো ,
আমাকে ভালোবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে. . .
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে।

আহারে কি আকাশ!
কি তাহার দীর্ঘশ্বাস!
আহারে কি আকাশ!
কি তাহার দীর্ঘশ্বাস!
মিশিতেছে কি নিবিড় সমুদ্র কল্লোলে।
ও সমুদ্র ! কাছে আসো ,
আমাকে ভালোবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে. . .
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে।

আয় ঢেউ আয় ঢেউ
প্রবল প্রবল ঢেউ
রুদ্র ভৈরবী আয় ছুটে আয়
আজ থেকে আমি আছি তোর সীমানায়!

সন্ধ্যার শেষ আলো
যখন হইবে কালো
সন্ধ্যার শেষ আলো
যখন হইবে কালো,
তখন সাগর পক্ষী উড়ে যাবে স্থলে. . .
ও সমুদ্র ! কাছে আসো ,
আমাকে ভালোবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে. . .
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে।


শিল্পীঃ S I Tutul এস আই টুটুল 

Thursday, February 15, 2018

BoRo Hoio na vai | বড় হইও না ভাই

বড় হইও না ভাই



অতি বড় হইও না ভাই ঝরে পড়ে যাবে, অতি ছোট হলে আবার ছাগল মুড়ে খাবে!

দুইদিনের আগের সেই বিনোদন- ঝাপসা ঝাপসা লাগে এখন
শাবনাজ-নাইমের গরম জুটি- এখন আর চলে না তেমন
বাংলা ছবির ধুম টা যেন – পড়বে পড়বে করতে এখন
মৌসুমি বুঝতে পারে – ফিল্মে যে তার বেড কন্ডিশন
সালমা শাহ’ই মারলো যে দান, কেউ জানে কেউ জানে না

এলোমেলো গল্প হলে- সবাই তাকে ভণ্ড বলে
ধারাবাহিক নাটক গুলো- সমাপ্তিটা এলোমেলো
সুবর্নারী আসে পাশে- আসার মত কেউ কি আছে
বাংলাদেশের সুচিত্রা সেন- সুবর্নাকেই বলতে পারেন
হেলাল-শামিম যতই অসুখ, বাকের ভাই কে ভুলব না

দিলরুবার গান ও পাগল মন- কোথাও আর বাজে না এখন
শাকিলার ওই তিন হাজার গান- একটি গান ও হয়কি স্মরণ
মন্দ হলেও সত্যি- এটা বাংলাদেশের হিটের ধরন
এপার্চির গান বাংলা করে- অর্ধেকটা অবিস্বরন
নিয়াজ বসির সুবীর নন্দী, কেউ শোনে কেউ শোনে না

বন্ডের হোতা যারা এখন- একটি কথা রাখুন স্মরণ
শিরোমণি এখন যারা- কয়দিন আর থাকবে তারা
জন্মেছে ব্যান্ড বেঙ্গের ছাতা- এদের সাথেও আছে মাথা
যোগ্যতার ওই মত কাঠিতে- জায়গা তাদের দিতেই হবে
ওয়ারফেজ আর উইনিং-এর গান শুনতে মন্দ লাগে না

লজ্জা লিখে লজ্জা পেলো- ওই তসলিমা যে পালিয়ে গেল
নীল ছবি আর নীল কাহিনীর- ব্যবসা এখন নয়তো ভালো
আবাহনী মোহামেডান- দুটি দলই সমান সমান
সবার আগে দেশের সুনাম- খেলোয়াড়ের দেও সম্মান
সাব্বিরের পা ভেঙ্গে দিলে, দেশের সুনাম বাড়বে না

…….

আট দশটা চ্যানেল ডিসের- বিনোদনের অভাব কিসের
মেধার তালিকাতে এসে- বিটি যে সবার শেষে
বিটি কেউ দেখে না- ঘ্যান ঘ্যানানি ভাললাগে না
…….

রাষ্ট্র ভাষা বাংলা তবু- ইংরাজিটা যাচ্ছে ভেসে
সালাম রফিক থাকলে বেচে- দেখত কিসব হচ্ছে দেশে
গান গেয়ে যায় লম্প দিয়ে- কিবোর্ড গিটার ড্রাম পিটিয়ে
যায়না বোঝা গানের ভাষা- আবোলতাবোল কোথায় ভরা
অরে বুকের ভিতর লালন কাঁদে, এটাই তদের ঠিকানা



আশিকুর রহমান সান্টু, জুয়েল

Wednesday, February 14, 2018

SARADIN TOMAY VEBE সারাদিন তোমায় ভেবে

সারাদিন তোমায় ভেবে 

Partho Borua bangla songs lyrics

সারাদিন তোমায় ভেবে
হল না আমার কোন কাজ
হল না তোমাকে পাওয়া
দিন যে বৃথাই গেল আজ

সারাদিন গাছের ছায়ায়
উদাসী দুপুর কেটেছে
যা শুনে ভেবেছি এসেছ
সে শুধু পাতারই আওয়াজ

হাওয়ারা হঠাত এসে জানাল
তুমি তো তুমি আমার কাছে আসবে না
এক হৃদয় হয়ে ভাসবে না
তবে কী একাই থাকব
তবে কী আমার কেউ নেই
সারাদিন যেমন কেটেছে
তেমনি কি যাবে গো সাঝ

শিল্পীঃ Partho Borua পার্থ বড়ুয়া

Tuesday, February 13, 2018

Ami Chirotore Dure Chole Jabo আমি চিরতরে দূরে চলে যাব

আমি চিরতরে দূরে চলে যাব

NAZRUL GEETI নজরুল গীতি


আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে
আমি বাতাস হইয়া জড়াইব কেশ বেণী যাবে যবে খুলিতে।।
তোমার সুরের নেশায় যখন
ঝিমাবে আকাশ কাঁদিবে পবন
রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে।।
আসিবে তোমার পরমোৎসব – কত প্রিয়জন কে জানে,
মনে প’ড়ে যাবে কোন্‌ সে ভিখারি পায়নি ভিক্ষা এখানে।
তোমার কুঞ্জ-পথে যেতে হায়
চমকি’ থামিয়া যাবে বেদনায়
দেখিবে কে যেন ম’রে মিশে আছে তোমার পথের ধূলিতে।।

Monday, February 12, 2018

Kothay Kotjay Ze Rat Hoye Zay | কথায় কথায় যে রাত হয়ে যায়

কথায় কথায় যে রাত হয়ে যায়

manna de bangla songs lyrics
কথায় কথায় যে রাত হয়ে যায়
কি কথা রাখলে বাকী
খুঁজে দেখনা বুঝে দেখনা
ভেবে দেখনা তাকি জাননা
কিছু না বলে চে গিয়ে
মনকে দিওনা ফাঁকি|

তোমার চোখের আলোয়
আমি এ মন করেছি আলো
আমায় ভালো বাসায়
তুমি প্রকাশ প্রদীপ জ্বালো
প্রিয়ভাষিনী কথা রাখোনি
আশায় আশায় কত যে আর
শুধুই বসে থাকি|

আজ কি তোমার স্বপন দেখার
সময় নিয়ে নিয়ে
যায়রে সব হারিয়ে

তোমার প্রথম ডাকে
আমি অনেক দিয়েছি সাড়া
তোমার মনের ছায়ায়
আমি ঘুরে ঘুরে দিশাহারা
প্রিয় ভাষিনী কথা রাখনি
ফাগুন এসে অজান্তে আজ
হোল কি বৈশাখী|


শিল্পীঃ Manna De | মান্না দে

Sunday, February 11, 2018

Hridoyo Pinjirar Posha Pakhi Lyrics (হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখি)

Hridoyo Pinjirar Posha Pakhi (হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখি) 




আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে,
আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।
তুমি কার পোষা পাখি , কাজল বরন আঁখি, 
রক্ত জবার মত তোমার মুখ।

প্রথম জীবনের কালে যেদিন তোমায় দেখেছি,
এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি।।
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি,
বানতাম না আর তোর আশায় বুক।

আদর সোহাগের পাখি কোন দিন জানি উড়ে যায়
ফাঁক পেলে পলাইয়া যাবে জঙ্গলের কোন অজানায়।।
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি,
দেখতাম না আর তোর মায়া মুখ।

আজিজুল দেওয়ান ভেবে বলে ওরে আমার মন ভোলা
দিন থাকিতে গেল বেলা একবার ফিরে না চাইলা।।
তুমি ছেড়ে দাও এই রঙ এর খেলা,
ডুবে যায় যে তোমার বেলা
তোমার আশায় পাইলাম না ঐ সুখ
আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।



তাসরিফ খান

Saturday, February 10, 2018

Bicar Cai | বিচার চাই

বিচার চাই





সারা দেশে শান্তি নাই, ফকির লালের ঘুম নাই
ভালা মাইনষের ভাত নাই, আদালতে আইন নাই
কোট কাচারি চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই
এই দেশেতে মানুষ নাই
এই দেশেতে মানুষ থাকলে
মানুষের কি চোখ নাই?

স্বাধীনতার দাম নাই, মুক্তিযোদ্ধার মান নাই
দেশ প্রেমিকে চাইয়া দেখে
এই দেশেতে উপায় নাই
এই দেশেতে ঠাঁই নাই
এই দেশেতে মানুষ থাকলে
মুজিব হত্যার বিচার চাই।।

একাত্তরের দালালরা হুশিয়ার সাবধান
অস্ত্র থাকে কাপুরুষের, লাল বাহিনীর র‌্যাপ গান
ধর্মের নামে ধান্ধাবাজি এই শালারা বেঈমান
মূর্খ মানব মন্ত্রি হইছে, লাত্থি মাইরা চেয়ার ভাঙ
রাজনীতিতে রাজা হইছো, রক্ত হাতে মুসলমান
ফকির লালে শালিস ডাকছে আলবদরগো ডাইকা আন
স্বাধীন দেশে বোমা মারে, মারবার আগে আরেকবার
বুতাম শার্টের খুলা আগে লালের বুকে বোমা মার
দেলু দালাল দাড়ি রাখলে মানুষ কিন্তু বদলে না
মুসলমানের বাচ্চা আমরা আল্লাহ রসুল শিখাইস না
ভাইরা আমার রক্ত দিছে এই কথাটা ভুলিস না
সরকার খেলে কানামাছি চোখে দালাল দেখে না
কিয়ামতের ময়দানেও লালে তোগো ছাড়বো না
বাংলা Rap এর বন্দুক হাতে খুদার কসম বাঁচবি না
ভুল তো করে সবাই কিন্তু কিছু ভুলের মাফ নাই
ভাইরা আমার জীবন দিছে আলবদরগো বিচার চাই।।

শহীদ জিয়া (?) স্মৃতি স্বরুপ কিছু কথা লেখতে চাই
হঠাৎ কইরা কি যে হইলো, কাগজ আছে কলম নাই
পঁচাত্তুরের মীরজাফর, বাঙালিরা ভুলে নাই
কলম হাতে ঠিকই লালের বাঁইচা গেছস লেখে নাই
হুমকি দিয়া কি লাভ মিয়া, ফকিরের আর কিসের ভয়
রক্ত হাতে চশমা চোখে, খুনি কেমনে শহীদ হয়?
চামচিকারে বাংলাদেশে কে বানাইলো মাতব্বর?
লাল সবুজে শরীল ঢাকা, সব শালারা মীরজাফর
জয় জয় পাকিস্তান, জয় জয় মুসলমান
দালালরা সব ঐক্যজোটে দেশ বানাইছে গোরস্তান
ষড়যন্ত্রের শিকার কিন্তু বঙ্গবন্ধু মরে নাই
মার্চ মাসের ভাষণ আমি ঘুমে থাইকা শুনতে পাই
থানা পুলিশ ডাইকা আনো, খুন-খারাবি করতে চাই
বঙ্গবন্ধু বাঁইচা আছে, বাঙ্গালিরা বাঁইচা নাই
শেখ হাসিনার দলে আমি ভর্তি হইতে আসি নাই
আমি একজন বাংলাদেশি, মুজিব হত্যার বিচার চাই।।

কলম হাতে ফকির লালের আজকে যদি মৃত্যু হয়
আমার খাতায় জীবন যুদ্ধের এটাই সবচে’ বড় জয়
কথার দিছ দুকান খুইলা আমার কওয়ার আছে কি?
ইচ্ছামতো দেশ চালাইলে গণতন্ত্রের দরকার কি?
মাইরা ধইরা আছে যা সব খা তাতে আমার কি?
চাউলের কেজি তিরিশ টাকা দিনমজুরে খাইবো কি?
কৃষক, শ্রমিক উপোস থাকলে স্বাধীনতার মূল্য কি?
তুমার ভাই, আমার ভাই, ফাইজলামির আর সীমা নাই
সব ভাইরেই দেখা আছে, কোন ভাইরে বিশ্বাস নাই
বন্দুক নিয়া ঘুরলে কি লাভ গুলি যদি ফুটে না?
পুলিশ থাইকা দেশে কি লাভ ডাকাইত যদি ধরে না?
লালের যত মাথা ব্যাথা আর কি দেশে মানুষ নাই?
সালাম, রফিক রক্ত দিছে রাষ্ট্রভাষা বাংলা চাই
ওদের স্বপ্ন সফল হওয়ায় আমার কুনো কষ্ট নাই
মতিউরের জাহাজ ভাঙছে, স্বপ্ন কিন্তু ভাঙে নাই
আজকে দেশে মানুষ আছে, একটা খালি প্রেমিক নাই।।

সারা দেশে শান্তি নাই, ফকির লালের ঘুম নাই
ভালা মাইনষের ভাত নাই, আদালতে আইন নাই
কোট কাচারি চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই
এই দেশেতে মানুষ নাই
এই দেশেতে মানুষ থাকলে
মানুষের কি চোখ নাই?

স্বাধীনতার দাম নাই, মুক্তিযোদ্ধার মান নাই
দেশ প্রেমিকে চাইয়া দেখে
এই দেশেতে উপায় নাই
এই দেশেতে ঠাঁই নাই
এই দেশেতে মানুষ থাকলে
মুজিব হত্যার বিচার চাই।।




Fokir Lal Miya | ফকির লাল মিয়া

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...