Sunday, March 18, 2018

Tomari Porosh তোমারি পরশ

তোমারি পরশ


 Porshi bangla song lyrics Porshi আমি যত বেশি ভালোবাসি তোমায়.
তার চেয়েও বেশি ভালোবাসতে চাই
আমি যত বেশি কাছে আসি তোমার,
তার চেয়েও বেশি কাছে আসতে চাই
ভালোবেসে আমাকে নাও জড়িয়ে ,
তোমার প্রেমের ছোয়াতে দাও রাঙিয়ে
সকালের সোনা রোদ প্রতিদিন আমার ঘুম ভাঙ্গায়....
চোখ মেলে এ হৃদয় তোমারি পরশ চায়.......

হিমেল হাওয়াতে এ মন জুড়ালে গো হায়
তবু এ মন জুড়েনাত যদি কাছে না পাই তোমায়


Arfin Rumey bangla songs lyrics Arfin Rumey

শিল্পীঃ Arfin Rumey |  আরিফিন রুমি | | Porshi | পড়শী |

Saturday, March 17, 2018

Ghumont Shohore ঘুমন্ত শহরে

ঘুমন্ত শহরে

Ayub Bachchu Bangla songs

 ঘুমন্ত শহরে রূপালী রাতে
স্বপ্নের নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরণ জড়িয়ে
আমি আছি আছি তোমার স্মৃতিতে
ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে
চলে গেছ এই হৃদয়টাকে ভেঙে
তুমি আমি একই শহরে
তবুও একাকী ভিন্ন গ্রহে

মনে পড়ে সেই নিয়ন জ্বলা রাতে
অনন্ত প্রেম দিয়েছি উজার করে
নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে
পথে হেঁটেছি বাঁধা দুটি হাতে
দূর আঁধারের ভালোবাসায় হারাতে
ছুটেছিলাম সেই রূপালী রাতে

এই রাতে সব প্রেম হারিয়েছি অকারণে
নিশি ব্যস্ত মানুষ হয়েছি কেমনে
সমুদ্র কোলাহলের মনে অবিরাম ক্ষণে
নগরের যত বিষাদ আমাকে ভর করে
দরজার চৌকাঠকে পিঁড়ি বানিয়ে
বিনিদ্র জেগে আছি এই রূপালী রাতে


শিল্পীঃ Ayub Bachchu | আইয়ুব বাচ্চু | | LRB এল আর বি |

Friday, March 16, 2018

Aji Bangladesher Hridoy Hote আজি বাংলাদেশের হৃদয় হতে

আজি বাংলাদেশের হৃদয় হতে




আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
ডান হাতে তোর খড়্গ জ্বলে, বাঁ হাত করে শঙ্কাহরণ,
দুই নয়নে স্নেহের হাসি, ললাটনেত্র আগুনবরণ।
ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
তোমার মুক্তকেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি,
তোমার আঁচল ঝলে আকাশতলে রৌদ্রবসনী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
যখন অনাদরে চাই নি মুখে ভেবেছিলেম দুঃখিনী মা
আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুখের বুঝি নাইকো সীমা।
কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি—
আকাশে আজ ছড়িয়ে গেল ঐ চরণের দীপ্তিরাশি!
ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
আজি দুখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী—
তোমার অভয় বাজে হৃদয়মাঝে হৃদয়হরণী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

Dure Kothao Asi Bose দূরে কোথাও আছি বসে

দূরে কোথাও আছি বসে

bangla songs lyrics by tausif

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে,
বিরহ ছু’তে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে।

তুমি এলে রংধনু রঙ ডেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়
এই মনের আহলাদ আসোনা ছুটে।

অনুরাগে ঝরে চাঁদও আজ
এ লগনেও এলেনা,
অনুভব নিশ্চুপ আজ
কথা যে বলেনা।

ভাল যদি বাসো তুমি আমাকে
ছুটে চলে আসোনা।

নীল আচল নিরমল হাওয়া
এ লগনেও এলেনা,
অচেতন থাকে মন
নিষ্প্রান যত ভাবনা।

ভাল যদি বাসো তুমি আমাকে
ছুটে চলে আসোনা।

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে,
বিরহ ছু’তে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে।

তুমি এলে রংধনু রঙ ডেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়
এই মনের আহলাদ আসোনা ছুটে।

শিল্পীঃ  Tausif  | তাওসিফ | 

Tumi Nei Vabtei তুমি নেই ভাবতেই

তুমি নেই ভাবতেই




তুমি নেই ভাবতেই
দু'চোখের পাতা আসে ভিজে
অনুশোচনায় পুড়ে ভাবছি এখন
কি ভুল করেছি আমি নিজে
ফিরে এস এই বুকে ফিরে এস
আবার নতুন করে ভালবাস

মিথ্যে সুখের আশায়
তোমার মনে আগুন জ্বেলে দিয়েছি
স্বার্থের পিছুটানে পা বাড়িয়ে
ভুল পথে চলে এসেছি
নিয়তির কাছে তাই হল পরাজয়
স্বান্তনা পাইনাতো কোথাও খুজে

ভুলতো মানুষ করে ক্ষমার আশায়
আমিও ভুল করেছি
কষ্টের ধুপশীখা জ্বেলেন বুকে
বহুদিন আমি পুড়েছি
এস ফিরে ক্ষমা করে ভুলে অভিমান
ঠাই দাও আমাকে হৃদয় মাঝে



Asif Akbar | আসিফ আকবর

Ferari Ei Monta Amar ফেরারী এই মনটা আমার

ফেরারী এই মনটা আমার

bangla songs lyrics by Ayub Bachchu

ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার

কখনো ভাবিনি আমি
ব্যথা দিয়ে তুমি চলে যাবে
কি জানি কি ভুল ছিল আমার
আমাকে কেন গেলে কাঁদিয়ে
তাই আমি ফিরে আছি বারেবার

যে পথে হারিয়েছি তোমায়
সেই পথে খুঁজে আমি যাব
অভিমান করে থেকো না
অপবাদ দিয়ে যেও না
তাই আমি ফিরে আছি বারেবার

শিল্পীঃ Ayub Bachchu আইয়ুব বাচ্চু  LRB এল আর বি

Thursday, March 15, 2018

Valobaso Ar Naiba Base ভালবাসো আর নাইবা বাসে

ভালবাসো আর নাইবা বাসে 

bangla songs lyrics by tausif

ভালবাসো আর নাইবা বাসো স্বপ্ন তোমায় নিয়ে প্রতিদিন
একটু ভাবো আর নাইবা ভাবো গল্প তোমায় নিয়ে প্রতিদিন
তবে বন্ধু বল এ ভালবাসাকে কি কখনো মিথ্যে বলা যায়
এই শ্রাবণ বেলায় দেখ বৃষ্টি ঝরে যায়
এই শ্রাবণ তো জানিয়ে দিল এ তো কান্না শুধু বৃষ্টি নয়
তবে বন্ধু বল এ ভালবাসাকে কি কখনো মিথ্যে বলা যায়

এই মেঘলা আকাশ তাকিয়ে দেখ সূর্য লুকিয়ে রয়
সূর্য তো জানিয়ে দিল এতো কষ্ট অভিমান নয়।
তবে বন্ধু বল এ ভালবাসাকে কি কখনো মিথ্যে বলা যায়
ভালবাসো আর নাইবা বাসো …


শিল্পীঃ Tausif তাওসিফ

Wednesday, March 14, 2018

Tera Naam Japdi Phiran

Tera Naam Japdi Phiran 




I’m a bad bad girl
I’m gonna rock your world
Coz i’m a bad bad girl
I don’t give a damn
I’m gonna rock your world
With a gun in my hand

Dil luttiya ae mast nigaawan
Dil luttiya ae mast nigaawan
Tera naam japdi phiran soneya
Main tera naam japdi phiran
Tere naam toh sadke main jaawan
Tera naam japdi phiran soneya
Main tera naam japdi firan

If only i had eyes before
See right through
You sweetest guys
Know that she can’t see it
But still let it go tonight
To let it go tonight..

Let it go tonight
To let it go tonight

Tere sath sikha maine
Jeene ka salika re
Tere sath sikha maine
Jeene ka salika re
Dukho ko bhulane ka
Bhi aaya hai tarika re
Dukho ko bhulane ka
Bhi aaya hai tarika re
Dukho ko bhulane ka
Bhi aaya hai tarika re

Nach nach ke main
Nach nach ke main
Nach nach ke main
Mauj manaawan
Nach nach ke main
Mauj manaawan
Tera naam japdi phiran soneya
Main tera naam japdi phiran

I’m a bad bad girl
I’m gonna rock your world
Coz i’m a bad bad girl
I don’t give a damn
I’m gonna rock your world
With a gun in my hand

Maine to khushiyan
Saari tere naam layi ve
Maine to khushiyan
Saari tere naam layi ve
Meri yeh khushi hai ke
Main tere kaam aayi ve
Meri yeh khushi hai ke
Main tere kaam aayi ve

Rahe hasda tu mangdi duaawan
Rahe hasda tu mangdi duaawan
Tera naam japdi phiran soneya
Main tera naam japdi phiran

Tere naam toh sadke main jaawan
Tere naam toh sadke main jaawan
Tera naam japdi phiran soneya
Main tera naam japdi phiran

She is a wild girl
She’ll make you go
So crazy inside
Don’t try to stop her
Coz she is hunting tonight
The way she moves
She’s gonna throw your mind

I’m a bad bad girl
I’m gonna rock your world
Coz i’m a bad bad girl
I don’t give a damn
I’m gonna rock your world
With a gun in my hand
I’m a bad bad girl.



Singers: Javed Bashir | | Nikhil D'Souza | | Shefali Alvares |

Eto Kosto এত কষ্ট

এত কষ্ট

bangla songs lyrics by james

এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন কান্নার কবিতা
তবু হাসতে হাসতে কাঁদি আমি ভুল করে, আঁকি ব্যাথার ছবিটা ।।

পাবো হায় সুখের দেখা কি!
নিঃসঙ্গ এই আমি একাকী ।।

কেউ জানে কি, কেউ জানে কি,
কতটা আমি আজ একাকী ।।

কি ঝড়ে পড়েছি, একাকী মরেছি, গিয়েছি ভেঙ্গেচুরে
পৃথিবী জানে না, হৃদয়ও মানে না, হয়েছি ভবঘুরে ।।

পাবো হায় সুখের দেখা কি!
নিঃসঙ্গ এই আমি একাকী ।।

কেউ জানে কি, কেউ জানে কি,
কতটা আমি আজ একাকী ।।

শিল্পীঃ James জেমস

Tomar Amar তোমার আমার

তোমার আমার




তোমার আমার টুকরো সুতোর বাঁধন
যেন জাদুর মত টানছে আমায়
আলতো করে বাঁধছে আমায়
ভাঙছে আমার সাধন

তোমার চোখে আয়না দেখে
চোখে চোখে গল্প করে
রাত দুপুরে স্পর্শ করে
উড়ছি আমি এখন

চোখের তারায় উষ্ণ বালিশ
তোমায় কেবল খুঁজে
ঝুম দুপুরে বৃষ্টি হলে
মেঘলা কেন সাজেঁ

তুমি আমার অন্ধকারের আলো
মিষ্টি জোড়া কানের দুলে
রোদ মাখানো সকাল জুড়ে
তুমি আমায় বাসো ভালো

তোমার হাতে স্বপ্ন মেখে
মেঘের ডানা চড়ে
স্বপ্ন দিয়ে তোমায় আঁকি
অভিমানের ঘোরে

তুমি আমার অন্ধকারের আলো
মিষ্টি জোড়া কানের দুলে
রোদ মাখানো সকাল জুড়ে
তুমি আমায় বাসো ভালো

তোমার চোখে আয়না দেখে
চোখে চোখে গল্প করে
রাত দুপুরে স্পর্শ করে
উড়ছি আমি এখন



Tahsan | তাহসান | | Mithila | মিথিলা |

Tuesday, March 13, 2018

Bolna Kothay Tumi বলোনা কোথায় তুমি

বলোনা কোথায় তুমি 


Arfin Rumey bangla songs Kheya bangla songs
 বলোনা কোথায় তুমি, এবুকে আছো কোন পাশে?
বলোনা কোথায় তুমি, আছো কি মিশে নিঃশ্বাসে?
মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে।
ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এ কোন প্রেমে নিলে জড়িয়ে।।

জোছনা নামাও তুমি হৃদয় আঙিনায়
আমার পৃথিবী সাঁজাও মধু পূর্ণিমায়।
রাত শেষে ভোর নামাও কতো ভালোবেসে
সারাদিন জড়িয়ে রাখো সুখেরি আবেশে,
তুমি আছো বলে, ফাগুন আসে কোলে।

মনের নাওটা তুমি দোলাও আনমনে
ছবি হয়ে থাকো তুমি এ মনের গহীনে।
কখনো বা তুমি এ হৃদয়ে হারাও
কখনো তুমি এসে সামনে দাড়াও
হাতে হাত রেখে ছুঁয়ে দেওনা আমাকে
মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে।
ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এ কোন প্রেমে নিলে জড়িয়ে।।



শিল্পীঃ  Arfin Rumey And Kheya আরফিন রুমি এবং খেয়া  

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...