Wednesday, January 31, 2018

Phir Se 2018

Phir Se



Khidki pe aayi hain,
Kuch baarishein oh ho,
Bheegi si layi hain,
Sang khwahishein,

Phir se,
Phir se,

Mausam ne beirada,
Li karwatein,
Paani mein lehron ki,
Badhi harqatein,

Phir se,
Phir se,

Sapno mein kisi,
Se milti hoon,
Phir dhere se so,
Ke uthti hoon,

Din bhar yunhi,
Kuch sochta rehta hoon,

Ye hawaein layi hain,
Nayi khwahishein oh ho,
Badhti si ja rahi hai,
Meri hasratein,

Phir se,
Phir se,

Kuch aahat si,
Jab hoti hai,
Ghabrahat si,
Phir hoti hai,

Bin baat ke,
Sirhan si kuch hoti hai,

Ho kya milengi iss dil ko,
Nayi manzilein,

Kya sajengi dobara,
Wohi mehfilein,

Phir se, phir se,
Phir se, phir se,
Phir se, phir se..


Singers: Nikhil D'Souza | | Shreya Ghoshal |

Dhonno Dhonno Boli Tare ধন্য ধন্য বলি তারে

ধন্য ধন্য বলি তারে



 ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে

সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাইকো মাটি
কিসে ঘর রবে খাঁটি
ঝড়ি তুফান এলে পরে

মূলাধার কুঠুরি নয়টা
তার উপরে চিলেকোঠা
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে

উপর নিচে সারি সারি
সাড়ে নয় দরজা তারি
লালন কয় যেতে পারি
কোন দরজা খুলে ঘরে

ধন্য ধন্য বলি তারে……



 Lalon Fokir লালনগীতি

Tumi Manush Naki Pori তুমি মানুষ নাকি পরী

তুমি মানুষ নাকি পরী

hridoy khan Bangla  songs lyrics


তুমি মানুষ নাকি পরী,
নাকি স্বর্গে ফোটা কলি ।।
তোমায় নিয়ে এখন আমি,
ভেবে না পাই কি করি ।।

আমি আর আমাতে নেই
তোমায় দেখার পরে,
হারিয়েছি সবই আমার
তোমায়  দুটি চোখে ।।
এক পলকে তুমি আমার মন করেছো চুরি

মায়া ভরা মুখটি তোমার
কি যে জাদু জানে,
সব ভুলিয়ে সে যে আমায়
শুধুই কাছে টানে ।।
তোমার মুখে চেয়ে চেয়ে যেনো আমি মরি

শিল্পীঃ Hridoy Khan হৃদয় খান

Tuesday, January 30, 2018

Abhishap Noy Noy অভিশাপ নয় নয়

অভিশাপ নয় নয়




প্রকৃতি । অভিশাপ নয় নয়,
অভিশাপ নয় নয়-
আনছে আমার জন্মান্তর
মরণের সিংহদ্বার ওই খুলেছে ।
ভাঙল দ্বার,
ভাঙল প্রাচীর,
ভাঙল এ জন্মের মিথ্যা ।
ওগো আমার সর্বনাশ,
ওগো আমার সর্বস্ব,
তুমি এসেছ
আমার অপমানের চূড়ায় ।
মোর অন্ধকারের ঊর্ধ্বে রাখো
তব চরণ জ্যোতির্ময় ।।



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

Obujh অবুঝ

 অবুঝ Obujh


অবুঝ বলে এদিক সেদিক তোমায় খুঁজে ফিরি
অবুঝ বলে পোড়ব জেনেও ছুঁই যে অগ্নিগিরি,
অবুঝ বলে হাত পেতে নিই যা কিছু দাও ছুঁড়ে
প্রাণ বাঁচানো আসল জেনে প্রাণকে রাখি দুরে।

অবুঝ বলেই আছড়ে পড়ি সর্বনাশের ঝড়ে
অবুঝ বলে অনড় থাখি এতকিছুর পরে,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ
অবুঝ বলেই রঙ ছড়ানো মন যে আজও সবুজ।

আমায় তুমি অবুঝ বল কি হয়েছে তাতে
এই আমাকে দেই মিলিয়ে তোমার কোমল হাতে,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ
অবুঝ বলেই রং ছড়ানো মন যে আজও সবুজ।

অবুঝ বলেই হয়তো ভাব কিশোর কিংবা বালক
অবুঝ বলেই আঁকড়ে ধরি এক টুকরো পালক,
অবুঝ বলেই তোমার ধরণ নেইতো আমার জানা
সবার এত মানার পরে স্বপ্ন দেয় যে হানা।

অবুঝ বলেও ভাবিনি তো লাভ হবে না ক্ষতি
অবুঝ বলে দাও গড়ে দাও আমার পরিণতি,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ
অবুঝ বলেই রং ছড়ানো মন যে আজও সবুজ।

অবুঝ বলে ইচ্ছে গুলো মেলছে দেখো পাখা
অবুঝ বলে এই অনুভব সত্যি দরদ মাখা,
অবুঝ বলেই সবটুকু যে কেমন করে বলি
সবাই দেখ মেটেল দিয়ে গড়ছে শহর তলী।

আমি না হয় পুরোয় অবুঝ তুমিই তো সব বুঝ
এই অবুঝের ভালটা কি একটু না হয় খুঁজ,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ
অবুঝ বলেই রং ছড়ানো মন যে  আজও সবুজ।


শিল্পী :  Bappa Mazumder  বাপ্পা মজুমদার

Tumi Ze Amar Thikana তুমি যে আমার ঠিকানা

তুমি যে আমার ঠিকানা



মনের ভাষা বলেছি
সুখের আশা করেছি,
তোমাকে আমি পেয়েছি
ভালোবেসেছি।

জীবন জুড়ে তুমি থাকোনা
তুমি যে আমার ঠিকানা,
তোমায় নিয়ে যত ভাবনা
এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম।

মেহেদী রাঙা এই দু'হাতে
রাখি তোমায় জড়িয়ে,
হাসিতে আর ফুল সোহাগে দেব ভরিয়ে।
একটি দুটি মায়াবী রাতে
কি যে আলো জ্বালিয়ে
মন যেতে চায়, তাই মন দিয়েছি।

বলিনি আমি তোমাকে ছাড়া
যাবো অন্য পথে
তুমি যেওনা যেন আমার আড়ালে,
জীবন জুড়ে তুমি থাকোনাতুমি যে আমার ঠিকানা,
তোমায় নিয়ে যত ভাবনা
এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম।

বন্ধু হলাম দু:খরাতে
তুমি আমি দুজনে
হয়তো সেই ভুল আধারে
পাবো আলো জীবনে
কখনো রোদ, ইন্দ্রধনু আমাদের বাগানে
কখনো আসে যায় সঙ্গোপনে।


ভাবিনি আমি কোন দিনও
রবো দু:খ নিয়ে
তুমি থাকলে পাশে থাকেনা কোন বেদনা
জীবন জুড়ে তুমি থাকোনাতুমি যে আমার ঠিকানা,
তোমায় নিয়ে যত ভাবনা
এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম।


শিল্পী: Habib Wahid | হাবিব ওয়াহিদ

Monday, January 29, 2018

Debdas দেবদাস

দেবদাস




আরো গভীরে যদি যেঁতে
আমার প্রতি ভাবনায়,
আবেগী খেলা খেলেছে কে
জীবন নিয়ে আমার?
পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়
উপহাস কোরনা নিয়ে হৃদয়,
দেবদাস বোলনা আমায়

তানপুরাটা বাজেনা সুরে
এ জীবন সেতো ছিরে যাওায়া তার,
নিঃস্ব করে আজ সে বহুদূরে
হতে চাইনা তার করুণা,
পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়
উপহাস কোরনা নিয়ে হৃদয়,
দেবদাস বোলনা আমায়

ও পিয়ানোতে নেই সে মধুর ঝংকার
টুং টাং টুং টাং শব্দে বাজেনা সে আর,
জীবন আমার সেই ভাঙ্গা পিয়ানো
বিষাদের স্বরলিপি যার,
পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়
উপহাস কোরনা নিয়ে হৃদয়,
দেবদাস বোলনা আমায়



James | জেমস

Sunday, January 28, 2018

Pori | পরী

Pori | পরী 



আজ তোমার মন খারাপ মেয়ে
তুমি আনমনে বসে আছ
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেব
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া
সে হাওয়ায় ভেসে যাবে তুমি।।

আজ তোমার চোখের কোনে জল
বৃষ্টি অবিরাম কাঁদে
তোমার সাথে সাথে, আমার পথে পথে।।
আমি তোমার জন্য এনে দেব
রোদেলা সে ক্ষণ
পাখিকে করে দেব তোমার আপন জন
পরী তুমি ভাসবে মেঘের ভাজে।।

আজ তোমার জোছনা হারায় আলোয়
প্রজাপতির ডানায় বিষাদ করে ভর
যখন তখন, বিষাদ করে ভর।।
আমি তোমার জন্য এনে দেব
অঝর শ্রাবন
আকাশ ছোয়া জলে জোছনা
পরী তুমি ভাসবে মেঘের ভাজে।।

শিল্পী :  Bappa Mazumder  বাপ্পা মজুমদার

Saturday, January 27, 2018

Bangladesh বাংলাদেশ

 বাংলাদেশ 

james bangla songs lyrics


তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজায় কবিতায়
আছো সরোয়ার্দী, শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়,
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন।
তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি
তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি,
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান
তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।

তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম্ শির
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ঠবীর,
তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্মা নদীর টান।
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শাণীত ছুরির ধার,
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রঙ তুলির আঁচড়
শহীদুল্লা কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সেই ভোর।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি,
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি।
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজায় কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম প্রথম ও শেষ ছোঁয়ায়,
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন।
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠ সুমধুর,
তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামে সোনা ঝরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার, অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি।

শিল্পীঃ James জেমস

Friday, January 26, 2018

Sukheri Prithibi Sukheri Ovinoi সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়

সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়

Ayub Bachchu LRB bangla song lyrics

 সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়
যত আড়াল রাখো, আসলে কেউ সুখী নয়
নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়

তোমার দরজার ওপাশে একজন
ভাবছ সে সুখী মিথ্যে আয়োজন
নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়

আশা দুরাশায় দুলছে কেনো মন
সুখের চাদরে জড়ানো প্রিয়জন
নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়



 শিল্পীঃ Ayub Bachchu আইয়ুব বাচ্চু  LRB এল আর বি

Thursday, January 25, 2018

বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে by Tausif

বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে


Tausif bangla songs lyrics

বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে
সখি গো নিলানা খবর যতনে
আশায় আশায় বসে থাকি তোমার পথে
সখি গো নিলানা খবর মনেতে


তোমারও চোখে কি বৃষ্টি পড়ে টুপুর টুপুর
আমাকে মনে করে সারাটি বেলা
যত কথা ছিল মনে বলেছি তোমাকে আমি
ভুলে কি গেছ সব হৃদয়ের কথা


তোমারও চোখে কি দিন কাটে বছর হয়ে
হিম ঝড় বয়ে যায় সারাটি বেলা
যত মিনতি থাকে করেছি তোমাকে আমি
আসনি ফিরে আছি একা।


শিল্পীঃ  Tausif তাওসিফ

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...