Sunday, March 04, 2018

Ai Shuno এই শোন

এই শোন
hridoy khan bangla songs lyrics


এই শোন হে তুমি নয় অন্য কেউ কোন
দেখেছি প্রথমবার জানিনা কে তুমি
কি আছে তোমার
ব্যবধান ভুলে জানতেও চাই না তুমি কার
তোমার মনে কি রবে
বলনা কবে দেখা কি হবে

যেভাবে আছো, থেকো সেভাবেই
বলবনা তুমি বদলাও
নেই পরিচয় নেই অধিকার
মন চায় না তুমি চলে যাও
তোমার মনে কি রবে
বলনা কবে দেখা কি হবে

দূর থেকে দেখা তুমি সুন্দর
তুমি সেরা তুমি অপরূপ
কাছে এলে আমি করবো যা চাই
থাক ভালোবাসা কল্পনাতেই চুপ
তোমার মনে কি রবে
বলনা কবে দেখা কি হবে
topu bangla songs lyrics


শিল্পীঃ  Hridoy Khan ft Topu  হৃদয় খান  তপু  

Saturday, March 03, 2018

Ghoomar

Ghoomar




Ghoomar ramvane aap padharo saa…

Aavo ji aavo ji ghoomardi khelba ne
Padharo sa ghoomardi khelba ne
Balam tharo ghurar ghurar ghurraave
Aaj mharo jivdo ghano hichkaave
O ghabraave mann mein bhaave
Mharo badilo bhanwar mann bhaave
Chamak cham baaje payal baaje
Baaisa khele…

Shreya Ghoshal Song lyric GhoomarChhamak chhamak ghunghra baaje
Aao sa ghoomardi khelba ne
Aao sa ghoomardi khelba ne

Kanak preet ki sar pe odh kar
Ghoomar ghoomar ghoome
Haan ghoomar ghoomar ghoome
O..ralak reet sab jag ki chhod kar
Ghoomar ghoomar ghoome bharke
Dhola waale thaath
Ghoomar ghoomar ghoomar ghoomar ghoomar ghoome re
Ghoomar ghoomar ghoome re baaisa ghoomar ghoome re

Mhaari saari kaaya bole
Dhola ji ki chhaaya hole
Mann ka ghoomar jab bhi dole
Soonepan mein nehla pharke
Dhola waale thaath ghoomar
Ghoomar ghoomar ghoomar ghoomar ghoome re
Ghoomar ghoomar ghoome re baaisa ghoomar ghoome re

Thaare ehsaason ki raunak hai mhari diwali
Mann mehal ki saari deewaarein
Thaare rang rangwa li

Paake thara saaya tann hai jagmagaya
Taaron bhari ho gayi mhari saari kaali raat bharke
Dholan waale thaath ghoomar
Ghoomar ghoomar ghoomar ghoomar ghoome re
Ghoomar ghoomar ghoome re baaisa ghoomar ghoome re

Aavo ji aavo ghoomar khelba aavo
Aapan saath saath ghooma sagla khelba aavo
Arey lehango kurti chunri payaliya thhe pehno
Oye loomar jhoomar ghoomar ghoomar thhe khelo

Devrani, jethani khele
Saasu ji ghoomar khele
Nanad bhojai khele
Baaisa ghoomardi khele

Ghoome re ghoome re ghoome
Ghoomar ghoomar ghoomar ghoome
Loome jhoome ghoome jhoome
Ghoomar ghoomar ghoome

Ghoome re ghoome re ghoome
Ghoomar ghoomar ghoomar ghoome
Loome jhoome ghoome jhoome
Ghoomar ghoomar ghoome

Loomar ghoomar ghoomar ghoomar ghoomar
Ghoomar ghoomar ghoome
Loomar ghoomar ghoomar ghoomar ghoomar
Ghoomar ghoomar ghoome
Loomar ghoomar ghoomar ghoomar ghoomar
Ghoomar ghoomar ghoome
Loomar ghoomar ghoomar ghoomar ghoomar
Ghoomar ghoomar ghoome.



Singers: Shreya Ghoshal | | Swaroop Khan |

Adhare Chilam Ei Ami আঁধারে ছিলাম এই আমি

আঁধারে ছিলাম এই আমি


ayub bachchu bangla songs

 আঁধারে ছিলাম এই আমি
আঁধারে এখনো আছি
আমার আছো একটা তুমি
তোমার মাঝেই বাঁচি
আমি ভালোবাসি আঁধার
আর ভালোবাসি তোমায়

বহুদিনের দূরে থাকায়
হয়তো অচেনা আমি
বিষাদ ভেজা আবেগ নিয়ে
তাই কি ভালোবাসোনি
তবু আছো আমার স্বপনে
স্বপ্নময়ী হয়ে

কখনো যদি ডাকো আমায়
অভিমানী ভুলের শেষে
জেনে রেখো আসবো আমি
রাতজাগা পাখীর বেশে
শুধু আছো তুমি অযতনে
রেখোনা আমায় দূরে

শিল্পীঃ Ayub Bachchu আইয়ুব বাচ্চু  LRB এল আর বি

Friday, March 02, 2018

Amal Kamal Sahoje Jaler অমল কমল সহজে জলের কোলে

 অমল কমল সহজে জলের কোলে




অমল কমল সহজে জলের কোলে ‘আনন্দে রহে ফুটিয়া,
ফিরে না সে কভু ‘আলয় কোথায়’ ব’লে ধুলায় লুটিয়া ।।
তেমনি সহজে আনন্দে হরষিত
তোমার মাঝারে রব নিমগ্নচিত,
পূজাশতদল আপনি কে বিকশিত সব সংশয় টুটিয়া ।।
কোথা আছ তুমি পথ না খুঁজিব কভু, শুধাব না কোনো পথিকে-
তোমারি মাঝারে ভ্রমিব ফিরিব প্রভু, যখন ফিরিব যে দিকে ।
চলিব যখন তোমার আকাশগেহে
তোমার অমৃতপ্রবাহ লাগিবে দেহে,
তোমার পবন সখার মতন স্নেহে বক্ষে আসিবে ছুটিয়া ।।



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

Ami Juge Juge Ashiyachi আমি যুগে যুগে আসিয়াছি

আমি যুগে যুগে আসিয়াছি/ধূমকেতু

NAZRUL GEETI নজরুল গীতি

Nazrul Geeti Nazrul Songeet

আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু
এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু!
সাত—সাতশো নরক-জ্বালা জলে মম ললাটে,
মম ধূম-কুণ্ডলী করেছে শিবের ত্রিনয়ন ঘন ঘোলাটে।
আমি অশিব তিক্ত অভিশাপ,
আমি স্রষ্টার বুকে সৃষ্টি-পাপের অনুতাপ-তাপ-হাহাকার—
আর মর্তে সাহারা-গোবি-ছাপ,
আমি অশিব তিক্ত অভিশাপ!

আমি সর্বনাশের ঝাণ্ডা উড়ায়ে বোঁও বোঁও ঘুরি শূন্যে,
আমি বিষ-ধূম-বাণ হানি একা ঘিরে ভগবান-অভিমুন্যে।
শোঁও শন-নন-নন-শন-নন-নন শাঁই শাঁই,
ঘুর্ পাক্ খাই, ধাই পাঁই পাঁই
মম পুচ্ছে জড়ায়ে সৃষ্টি;
করি উল্কা-অশনি-বৃষ্টি,—
আমি একটা বিশ্ব গ্রাসিয়াছি, পারি গ্রাসিতে এখনো ত্রিশটি।
আমি অপঘাত দুর্দৈব রে আমি সৃষ্টির অনাসৃষ্টি!

আমি আপনার বিষ-জ্বালা-মদ-পিয়া মোচড় খাইয়া খাইয়া
জোর বুঁদ হয়ে আমি চলেছি ধাইয়া ভাইয়া!
শুনি মম বিষাক্ত ‘রিরিরিরি’-নাদ
শোনায় দ্বিরেফ-গুঞ্জন সম বিশ্ব-ঘোরার প্রণব-নিনাদ!
ধূর্জটি-শিখ করাল পুচ্ছে
দশ অবতারে বেঁধে ঝ্যাঁটা করে ঘুরাই উচ্চে, ঘুরাই—
আমি অগ্নি-কেতন উড়াই!—

আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু
এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু!

ঐ বামন বিধি সে আমারে ধরিতে বাড়ায়েছিল রে হাত
মম অগ্নি-দাহনে জ্বলে পুড়ে তাই ঠুঁটো সে জগন্নাথ!
আমি জানি জানি ঐ স্রষ্টার ফাঁকি, সৃষ্টির ঐ চাতুরী,
তাই বিধি ও নিয়মে লাথি মেরে, ঠুকি বিধাতার বুকে হাতুড়ি।
আমি জানি জানি ঐ ভুয়ো ঈশ্বর দিয়ে যা হয়নি হবে তাও!
তাই বিপ্লব আনি বিদ্রোহ করি, নেচে নেচে দিই গোঁফে তাও!
তোর নিযুত নরকে ফুঁ দিয়ে নিবাই, মৃত্যুর মুখে থুথু দি!
আর যে যত রাগে রে তারে তত কাল্-আগুনের কাতুকুতু দি।
মম তূরীয় লোকের তির্যক, গতি তূর্য গাজন বাজায়
মম বিষ নিশ্বাসে মারীভয় হানে অরাজক যত রাজায়!

কচি শিশু-রসনায় ধানি-লঙ্কার পোড়া ঝাল
আর বদ্ধ কারায় গন্ধক ধোঁয়া, এসিড, পটাশ, মোন্ছাল,
আর কাঁচা কলিজায় পচা ঘা’র সম সৃষ্টিরে আমি দাহ করি
আর স্রষ্টারে আমি চুষে খাই।
পেলে বাহান্ন-শও জাহান্নমেও আধা চুমুকে সে শুষে যাই!

আমি যুগে যুগে আসি আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু—
এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু!
আমি শি শি শি প্রলয়-শিশ্ দিয়ে ঘুরি কৃতঘ্নী ঐ বিশ্বমাতার শোকাগ্নি,
আমি ত্রিভুবন তার পোড়ায়ে মারিয়া আমিই করিব মুখাগ্নি!
তাই আমি ঘোর তিক্ত সুখে রে, একপাক ঘুরে বোঁও করে ফের দু’পাক নি!
কৃতঘ্নী আমি কৃতঘ্নী ঐ বিশ্বমাতার শোকাগ্নি!

পঞ্জর মম খর্পরে জ্বলে নিদারুণ যেই বৈশ্বানর—
শোন্ রে মর, শোন্ অমর!—
সে যে তোদের ঐ বিশ্বপিতার চিতা!
এ চিতাগ্নিতে জগদীশ্বর পুড়ে ছাই হবে, হে সৃষ্টি জানো কি তা?
কি বলো? কি বলো? ফের বলো ভাই আমি শয়তান-মিতা!
হো হো ভগবানে আমি পোড়াব বলিয়া জ্বালায়েছি বুকে চিতা!
ছোট শন শন শন ঘর ঘর ঘর সাঁই সাঁই!
ছোট পাঁই পাঁই!
তুই অভিশাপ তুই শয়তান তোর অনন্তকাল পরমাই।
ওরে ভয় নাই তোর মার নাই!!
তুই প্রলয়ঙ্কর ধূমকেতু,
তুই উগ্র ক্ষিপ্ত তেজ-মরীচিকা ন’স্ অমরার ঘুম-সেতু
তুই ভৈরব ভয় ধূমকেতু!
আমি যুগে যুগে আসি আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু
এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু!

ঐ ঈশ্বর-শির উল্লঙ্ঘিতে আমি আগুনের সিঁড়ি,
আমি বসিব বলিয়া পেতেছে ভবানী ব্রহ্মার বুকে পিঁড়ি!
খ্যাপা মহেশের বিক্ষিপ্ত পিনাক, দেবরাজ-দম্ভোলি
লোকে বলে মোরে, শুনে হাসি আমি আর নাচি বব-বম্ বলি!
এই শিখায় আমার নিযুত ত্রিশূল বাশুলি বজ্র-ছড়ি
ওরে ছড়ানো রয়েছে, কত যায় গড়াগড়ি!
মহা সিংহাসনে সে কাঁপিছে বিশ্ব-সম্রাট নিরবধি,
তার ললাটে তপ্ত অভিশাপ-ছাপ এঁকে দিই আমি যদি!
তাই টিটকিরি দিয়ে হাহা হেসে উঠি,
সে হাসি গুমরি লুটায়ে পড়ে রে তুফান ঝন্ঝা সাইক্লোনে টুটি!

আমি বাজাই আকাশে তালি দিয়া ‘তাতা-উর্-তাক্’
আর সোঁও সোঁও করে প্যাঁচ দিয়ে খাই চিলে-ঘুড়ি সম ঘুরপাক!
মম নিশাস আভাসে অগ্নি-গিরির বুক ফেটে ওঠে ঘুত্কার
আর পুচ্ছে আমার কোটি নাগ-শিশু উদ্গারে বিষ-ফুত্কার!

কাল বাঘিনী যেমন ধরিয়া শিকার
তখনি রক্ত শোষে না রে তার,
দৃষ্টি-সীমায় রাখিয়া তাহারে উগ্রচণ্ড-সুখে
পুচ্ছ সাপটি খেলা করে আর শিকার মরে সে ধুঁকে!
তেমনি করিয়া ভগবানে আমি
দৃষ্টি-সীমায় রাখি দিবাযামী
ঘিরিয়া ঘিরিয়া খেলিতেছি খেলা, হাসি পিশাচের হাসি
এই অগ্নি-বাঘিনী আমি যে সর্বনাশী!

আজ রক্ত-মাতাল উল্লাসে মাতি রে—
মম পুচ্ছে ঠিকরে দশগুণ ভাতি,
রক্ত রুদ্র উল্লাসে মাতি রে!
ভগবান? সে তো হাতের শিকার!— মুখে ফেনা উঠে মরে!
ভয়ে কাঁপিছে, কখন পড়ি গিয়া তার আহত বুকের পরে!
অথবা যেন রে অসহায় এক শিশুরে ঘিরিয়া
অজগর কাল-কেউটে সে কোনো ফিরিয়া ফিরিয়া
চায়, আর ঘোরে শন্ শন্ শন্,
ভয়-বিহ্বল শিশু তার মাঝে কাঁপে রে যেমন—
তেমনি করিয়া ভগবানে ঘিরে
ধূমকেতু-কালনাগ অভিশাপ ছুটে চলেছি রে;
আর সাপে-ঘেরা অসহায় শিশু সম
বিধাতা তাদের কাঁপিছে রুদ্র ঘূর্ণির মাঝে মম!

আজিও ব্যথিত সৃষ্টির বুকে ভগবান কাঁদে ত্রাসে,
স্রষ্টার চেয়ে সৃষ্টি পাছে বা বড় হয়ে তারে গ্রাসে!

Thursday, March 01, 2018

O Amar Bondhu Go ও আমার বন্ধু গো

O Amar Bondhu Go ও আমার বন্ধু গো


Runa Laila Song lyric O amar bondhu go


ও আমার বন্ধু গো
চির সাথী পথ চলার
তোমারই জন্য গড়েছি আমি
মঞ্জিল ভালোবাসার

এক সাথে রয়েছি দুজন
এক ডোরে বাঁধা দুটি প্রাণ
ছিঁড়বেনা কভু এই বাঁধন
আসলে আসুক তুফান

তুমি আমারই বলবো শতবার
হাত দু’টি ধরেছি তোমার
মানবো না কোনো বাধা আর
শুনবো না কারো কথা যে আর

মন্দ বলুক সমাজ
তুমি আমারই, হায়, বলবো শতবার
ও আমার বন্ধু গো
চির সাথী পথ চলার,
তোমারই জন্য গড়েছি আমি
মঞ্জিল ভালোবাসার



 শিল্পীঃ  Runa Laila | রুনা লায়লা | | Agun  | আগুন | 

Chol Chol Chol চল্‌ চল্ চল্

 চল্‌ চল্ চল্

NAZRUL GEETI নজরুল গীতি


চল্‌ চল্ চল্
ঊর্দ্ধ গগনে বাজে মাদল,
নিম্নে উতলা ধরণী তল
অরুণ প্রাতের তরুণ দল
চল্‌ রে চল্‌ রে চল্‌
চল্‌ চল্ চল্ ।।

ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটিব তিমির রাত
বাঁধার বিন্ধ্যা চল।।
Kazi Nazrul Islam Nazrul Geeti Nzarul Songeet

নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশশ্মান,
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল।।

চলরে নওজোয়ান,
শোনরে পাতিয়া কান
মৃত্যু তোরণ দুয়ারে দুয়ারে
জীবনের আহ্বান
ভাঙ্গরে ভাঙ্গ আগল
চল্‌ রে চল্‌ রে চল্‌
চল্‌ চল্ চল্।।

Wednesday, February 28, 2018

Ghar Chaado Bengla

Ghar Chaado 




Ghar charo, toiri hao,
Swadhinata chiniye nao
Ghar charo, toiri hao,
Swadhinata chiniye nao

Ghar charo, toiri hao
Aapose nai, chiniye nao
Chalo delhi pukarke
Tiranga sambhal ke

Shreya Ghoshal  Bangla song lyric Kadam kadam badhaye ja
Khushi ke geet gaye ja
Yeh zindegi hai kam ki
Tu kam pe lutaye ja

Kadam kadam badhaye ja
Khushi ke geet gaye ja
Yeh zindegi hai kam ki
Tu kam pe lutaye ja

Rakto chai, boiye dao
Fakir hoye, biliye dao

Rakto chai, boiye dao
Fakir hoye, biliye dao

Rakto chai, boiye dao
Swadhinata chiniye nao
Chalo delhi pukarke
Tiranga sambhal ke

Kadam kadam badhaye ja
Khushi ke geet gaye ja
Yeh zindegi hai kam ki
Tu kam pe lutaye ja

Kadam kadam badhaye ja
Khushi ke geet gaye ja
Yeh zindegi hai kam ki
Tu kam pe lutaye ja

Oh maa tomar charandhuli
Aunge aamar kanther dhoni

Oh maa tomar charandhuli
Aunge aamar kanther dhoni
Durbisaha ei path sese
Paradhinotar glani jak muche

Oi shono, pagal haoa
Bariye haath, diche daak
Oi shono, pagal haoa
Bariye haath, diche daak
Tai ghar charo, toiri hao,
Swadhinata chiniye nao

Chalo delhi pukarke
Tiranga sambhal ke

Kadam kadam badhaye ja
Khushi ke geet gaye ja
Yeh zindegi hai kam ki
Tu kam pe lutaye ja

Kadam kadam badhaye ja
Khushi ke geet gaye ja
Yeh zindegi hai kam ki
Tu kam pe lutaye ja..



Singers: Rana Mazumder, Shreya Ghoshal

Kichu Kotha Btase Pathao কিছু কথা বাতাসে পাঠাও

কিছু কথা বাতাসে পাঠাও



 কিছু কথা বাতাসে পাঠাও
কিছু কথা আকাশে ছড়াও,
কিছু কথা বলো কানে কানে
কিছু কথা হোক গানে গানে।

কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।

কিছু রাত জাগি এক সাথে
কিছু রাত ভাঁসি দুজনাতে,
কিছু রাত ভালোবেসে ভোর
কিছু রাত তোমারি ভেতর।

কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।

কিছু দিন হাটি রোদ দূরে
কিছু দিন ডুবে থাকি ঘোরে,
কিছু দিন ছুয়ে রব চলো
কিছু দিন হবো এলোমেলো

কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।



শিল্পী : Arfin Rumey আরিফিন রুমি

Tuesday, February 27, 2018

Boroshar Prothom Dine বরষার প্রথম দিনে

 বরষার প্রথম দিনে




বরষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয় (২)
বরষার প্রথম দিনে

জীবনের সব ভুল যদি ফুল হয়ে যায়

জীবনের সব ভুল যদি ফুল হয়ে যায়
যদি কোনো দিন আসে জোছোনার আঁচলে ঢাকা
মধুর সময়
তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
বরষার প্রথম দিনে

জীবনের সব কালো যদি আলো হয়ে যায়

জীবনের সব কালো যদি আলো হয়ে যায়
দূর হয়ে যায় যদি ছায়াদের আঁধার সময়
তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো
ছায়াময়ি কারো সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়

বরষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
বরষার প্রথম দিনে
বরষার প্রথম দিনে
বরষার প্রথম দিনে



শিল্পীঃ  Sabina Yasmin সাবিনা ইয়াসমিন

Bolna Tui Bolna বলনা তুই বলনা

বলনা তুই বলনা 

hridoy khan bangla songs lyrics

মন তোরে বলি যত,
তুই চলেছিস তোরিই মত,
সাধ্য কি আমার ছুটি তোর পিছনে।
মন বলি তুই ফিরে যা,
মন ছাড়া কি যায়রে বাচাঁ,
তুই ছাড়া কে আর আছে এই জীবনে।
কি কারন অকারন
এত করিস জ্বালাতন,
ভাল লাগে না এ দোটানা
ও চাতন সারাক্ষন
বলনা তুই বলনা কেন এ ছলনা,
ও মন তুই বলনা ভালবাসি বলনা
বলনা তুই বলনা ভুলে গিয়ে ছলনা,
একবার শুধু বলনা ভালবাসি বলনা ।।


এই কথা সেই কথা কত কথা যে বলিস
শুধু বলিস না মন কি কয়,
ভালবাসা প্রেম-পিরিতি কত কিছু বুঝিস
শুধু বুঝিস না মন কি চায় ।।


অন্তরটা দিলাম খুলে দেখিস নাতো ফিরে
তোর মন বুঝাবি সন্ধ্যায়,
হৃদয়টাও রেখেছি জমা তাইতো আসি ফিরে
আর কিছুই দেবার তো নাই ।।

শিল্পীঃ Hridoy Khan হৃদয় খান

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...