Wednesday, February 28, 2018

Ghar Chaado Bengla

Ghar Chaado 




Ghar charo, toiri hao,
Swadhinata chiniye nao
Ghar charo, toiri hao,
Swadhinata chiniye nao

Ghar charo, toiri hao
Aapose nai, chiniye nao
Chalo delhi pukarke
Tiranga sambhal ke

Shreya Ghoshal  Bangla song lyric Kadam kadam badhaye ja
Khushi ke geet gaye ja
Yeh zindegi hai kam ki
Tu kam pe lutaye ja

Kadam kadam badhaye ja
Khushi ke geet gaye ja
Yeh zindegi hai kam ki
Tu kam pe lutaye ja

Rakto chai, boiye dao
Fakir hoye, biliye dao

Rakto chai, boiye dao
Fakir hoye, biliye dao

Rakto chai, boiye dao
Swadhinata chiniye nao
Chalo delhi pukarke
Tiranga sambhal ke

Kadam kadam badhaye ja
Khushi ke geet gaye ja
Yeh zindegi hai kam ki
Tu kam pe lutaye ja

Kadam kadam badhaye ja
Khushi ke geet gaye ja
Yeh zindegi hai kam ki
Tu kam pe lutaye ja

Oh maa tomar charandhuli
Aunge aamar kanther dhoni

Oh maa tomar charandhuli
Aunge aamar kanther dhoni
Durbisaha ei path sese
Paradhinotar glani jak muche

Oi shono, pagal haoa
Bariye haath, diche daak
Oi shono, pagal haoa
Bariye haath, diche daak
Tai ghar charo, toiri hao,
Swadhinata chiniye nao

Chalo delhi pukarke
Tiranga sambhal ke

Kadam kadam badhaye ja
Khushi ke geet gaye ja
Yeh zindegi hai kam ki
Tu kam pe lutaye ja

Kadam kadam badhaye ja
Khushi ke geet gaye ja
Yeh zindegi hai kam ki
Tu kam pe lutaye ja..



Singers: Rana Mazumder, Shreya Ghoshal

Kichu Kotha Btase Pathao কিছু কথা বাতাসে পাঠাও

কিছু কথা বাতাসে পাঠাও



 কিছু কথা বাতাসে পাঠাও
কিছু কথা আকাশে ছড়াও,
কিছু কথা বলো কানে কানে
কিছু কথা হোক গানে গানে।

কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।

কিছু রাত জাগি এক সাথে
কিছু রাত ভাঁসি দুজনাতে,
কিছু রাত ভালোবেসে ভোর
কিছু রাত তোমারি ভেতর।

কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।

কিছু দিন হাটি রোদ দূরে
কিছু দিন ডুবে থাকি ঘোরে,
কিছু দিন ছুয়ে রব চলো
কিছু দিন হবো এলোমেলো

কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।



শিল্পী : Arfin Rumey আরিফিন রুমি

Tuesday, February 27, 2018

Boroshar Prothom Dine বরষার প্রথম দিনে

 বরষার প্রথম দিনে




বরষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয় (২)
বরষার প্রথম দিনে

জীবনের সব ভুল যদি ফুল হয়ে যায়

জীবনের সব ভুল যদি ফুল হয়ে যায়
যদি কোনো দিন আসে জোছোনার আঁচলে ঢাকা
মধুর সময়
তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
বরষার প্রথম দিনে

জীবনের সব কালো যদি আলো হয়ে যায়

জীবনের সব কালো যদি আলো হয়ে যায়
দূর হয়ে যায় যদি ছায়াদের আঁধার সময়
তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো
ছায়াময়ি কারো সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়

বরষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
বরষার প্রথম দিনে
বরষার প্রথম দিনে
বরষার প্রথম দিনে



শিল্পীঃ  Sabina Yasmin সাবিনা ইয়াসমিন

Bolna Tui Bolna বলনা তুই বলনা

বলনা তুই বলনা 

hridoy khan bangla songs lyrics

মন তোরে বলি যত,
তুই চলেছিস তোরিই মত,
সাধ্য কি আমার ছুটি তোর পিছনে।
মন বলি তুই ফিরে যা,
মন ছাড়া কি যায়রে বাচাঁ,
তুই ছাড়া কে আর আছে এই জীবনে।
কি কারন অকারন
এত করিস জ্বালাতন,
ভাল লাগে না এ দোটানা
ও চাতন সারাক্ষন
বলনা তুই বলনা কেন এ ছলনা,
ও মন তুই বলনা ভালবাসি বলনা
বলনা তুই বলনা ভুলে গিয়ে ছলনা,
একবার শুধু বলনা ভালবাসি বলনা ।।


এই কথা সেই কথা কত কথা যে বলিস
শুধু বলিস না মন কি কয়,
ভালবাসা প্রেম-পিরিতি কত কিছু বুঝিস
শুধু বুঝিস না মন কি চায় ।।


অন্তরটা দিলাম খুলে দেখিস নাতো ফিরে
তোর মন বুঝাবি সন্ধ্যায়,
হৃদয়টাও রেখেছি জমা তাইতো আসি ফিরে
আর কিছুই দেবার তো নাই ।।

শিল্পীঃ Hridoy Khan হৃদয় খান

Monday, February 26, 2018

Never Let You Go

Never Let You Go


Justin Bieber english song lyric

Ooh no, ooh no, ooh
They say that hate has been sent
So let loose the talk of love
Before they outlaw the kiss
Baby give me one last hug
There's a dream
That I've been chasing
Want so badly for it to be reality
(Reality, reality)
And when you hold my hand
Then I understand
That it's meant to be
Cause baby when you're with me
It's like an angel came by, and took me to heaven
(It's like you took me to heaven girl)
Cause when I stare in your eyes
It couldn't be better
(Don't want you to go oh no so)
Let the music blast
We gon' do our dance
Bring the doubters on
They don't matter at all
Cause this life's to long
And this love's to strong
So baby know for sure
That I'll never let you go
I got my favorite girl
Not feelin' no pain or fear
(Pain or fear, pain or fear, no pain)
Oh no, don't have a care in the world
Why would I, when you are here
(You are here, you are here)
There's a moment I've been chasin'
And I finally caught it out on this floor
(On this floor, in this floor)
Baby, there's no hesitation,
No reservation by taking a chance and more
Oh no, because
It's like an angel came by, and took me to heaven
(It's like you took me to heaven girl)
Cause when I stare in your eyes
It couldn't be better
(Don't want you to go, oh no so)
Let the music blast
We gon' do our dance
Bring the doubters on
They don't matter at all
Cause this life's too long
And this love's to strong
So baby know for sure
That I'll never let you go
It's like an angel came by, and took me to heaven
(It's like you took me to heaven girl)
Cause when I stare in your eyes
It couldn't be better
(Don't want you to go, oh, no, so)
Take my hand, lets just dance
Watch my feet, follow me
Don't be scared, girl I'm here
If you didn't know, this is love
Oh baby
(Cause this life's to long)
(And it's much to strong)
(So baby no for sure)
That I'll never let you go
(I'll never let you go)
So don't fear, don't you worry 'bout a thing
I am here (right here)
I'll never let you go, ooh
Don't shed a tear, whenever you need me I'll be near
I'll never let you go,
I'll never let you go
Ooh no, ooh no, ooh
I'll never let you go



Singer: Justin Bieber

Coffee houser sei addata | কফি হাউসের সেই আড্ডাটা

কফি হাউসের সেই আড্ডাটা

manna de Bangla songs lyrics
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল
সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই ।

নিখিলেশ প্যারিসে, মঈদুল ঢাকাতে
নেই তারা আজ কোন খবরে
গ্র্যাণ্ডের গীটারিস্ট গোয়ানীস ডিসুজা
ঘুমিয়ে আছে যে আজ কবরে
কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে
পাগলা গারদে আছে রমা রায়
অমলটা ধুঁকছে দুরন্ত ক্যানসারে
জীবন করে নি তাকে ক্ষমা হায় ।

সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে
শুনেছি তো লাখ্ পতি স্বামী তার
হীরে আর জহরতে আগাগোড়া মোড়া সে
গাড়ীবাড়ী সবকিছু দামী তার
আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল
বিজ্ঞাপনের ছবি আঁকতো
আর চোখ ভরা কথা নিয়ে
নির্বাক শ্রোতা হয়ে
ডিসুজাটা বসে শুধু থাকতো ।


একটা টেবিলে সেই তিন চার ঘন্টা
চারমিনারটা ঠোঁটে জ্বলতো
কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায়
এই নিয়ে তর্কটা চলতো
রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক
কাজ সেরে ঠিক এসে জুটতাম
চারটেতে শুরু হয়ে জমিয়ে আড্ডা মেরে
সাড়ে সাতটায় ঠিক উঠতাম ।

কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ
মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হোল না কোথাও ছাপা
পেলনা সে প্রতিভার দামটা
অফিসের সোশালে ‘অ্যামেচার’ নাটকে
রমা রায় অভিনয় করতো
কাগজের রিপোর্টার মঈদুল এসে রোজ
কি লিখেছে তাই শুধু পড়তো ।


সেই সাত জন নেই আজ
টেবিলটা তবু আছে
সাতটা পেয়ালা অজোও খালি নেই
একই সে বাগানে আজ
এসেছে নতুন কুঁড়ি
শুধু সেই সেদিনের মালী নেই
কত স্বপনের রোদ ওঠে এই কফি হাউসে
কত স্বপ্ন মেঘে ঢেকে যায়
কত জন এল গেলো
কতজনই আসবে
কফি হাউসটা শুধু থেকে যায় ।


কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল
সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই ।



শিল্পীঃ Manna De | মান্না দে

Hoyto Tomari Jonno | হয়তো তোমারি জন্য

হয়তো তোমারি জন্য

manna de bangla songs lyrics


হয়তো তোমারি জন্য, হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই ৷
যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে,
শুরু থেকে শেষ প্রান্তে, ছুটে ছুটে গেছি তাই ৷

আমি যে নিজেই মত্ত, জানিনা তোমার শর্ত (!!)
যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই ৷
হয়তো তোমারি জন্য, হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই ৷

আমি যে দুরন্ত, দুচোখে অনন্ত,
ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়াই ৷
তুমিতো বলোনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ (!!)
রেখোনা মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই ৷

শিল্পীঃ Manna De | মান্না দে

Sunday, February 25, 2018

Laagi Na Choote

Laagi Na Choote



Iss tarah chaahun tujhe
Chaahun bhi toh tujhse main
Ikk pal ko bhi door na reh sakun

Chaahe judaa tere mere raaste hain magar
Aa main manzilein jod doon

O…rishta sa hai yeh judne lagaa jo
Chaahun kabhi na yeh toote

Laagi na choote…
Laagi na choote…
Laagi na choote…
Laagi na choote…

Laagi na choote…
Laagi na choote…
Laagi na choote…
Laagi na choote…

Khone se darta hoon tujhe
O…pyaar karta hoon tujhe

Haan…par har dafaa
Dil mein dabi reh jaati hai kyun baat yeh
Ab iss jagah aa ikk dafaa
Keh de mujhe…

Laagi na choote…
Laagi na choote…
Laagi na choote…
Laagi na choote…

Laagi na choote…
Laagi na choote…
Laagi na choote…
Laagi na choote…
Ho…tere bin guzara
Nahi hai gawara
Chahatein kabhi na yeh toote.


Singer: Arijit Singh

Ami Niralay Bose | আমি নিরালায় বসে

আমি নিরালায় বসে

bangla songs lyrics by manna de

আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ
একি বেদনার মত বেঁধেছে আবার হারানো দিন
ফেলে আসা পথে কুহেলী আঁচল সরায়ে
দুচোখে আমার স্বপন কাজল পরায়ে
তুমি বিগত ব্যথায় এ ভাঙ্গা হৃদয় করেছ লীন
ফাগুনে আমার ঘিরেছে আবার হিমেল বায়
আলোর পিছনে লুকানো ছায়া মায়া জড়ায়
কবে চলে গেছ সে কথা কখন ভুলেছি
ভুল করে শুধু ফুলের ফসল তুলেছি
তারা মালা না গাঁথার খেলায় শুকাল হে উদাসী


শিল্পীঃ Manna De | মান্না দে

Saturday, February 24, 2018

Tere Bina 2018

Tere Bina



Tere bina humaiko laage hai ye
Jag soona…haaye! Saanwariya

Tere bina humaiko laage hai ye
Jag soona saanwariya…

Tere bina humaiko laage hai ye
Jag soona saanwariya, tere bina…

Rovat rovat raina bitaayi
Tumhre milan ki yaad sataayi
Kaise kate ye baali umariya

Tere bina humko laage hai ye
Jag soona saanwariya

Tere bina humko laage hai ye
Jag soona saanwariya, tere bina…


Singer: Shreya Ghoshal

Friday, February 23, 2018

তুমি হীনা

তুমি হীনা

habib wahid habib songs habib lyrics


তুমিহীনা…
নিশি রাত, একা চাঁদ, অপলক 
চেয়ে রয় না
তুমিহীনা… 
দুরের ঐ আকাশ ছুঁয়ে যায় না॥

মন শুধু খুঁজে বেড়ায়, 
তোমাতেই ঘুরে বেড়ায়, 
একাকী…

এই ভুল শহরে, স্মৃতির সব প্রহরে 
অবুজ আমি কেনো আজও 

তোমাকেই খুঁজি, 
জানি না আমি…
জানো কি তুমি… 

তোমাকে খুঁজে যাই, 
খেয়ালে, বে-খেয়ালে, কারনে, অকারনে
দক্ষিণের বন্ধ জানালায়…

কেন আজ তুমি দূরে বলো হারিয়ে
তুমিহীনা তবু আছি দাড়িয়ে।

তুমিহীনা…
শহরের, খোয়ারে, খোয়ারে 
ঘোরা হয় না
তুমিহীনা… 
চোখের কোনে জ্বল মোছা হয় না।

মন শুধু খুঁজে বেড়ায় 
তোমাতেই ঘুরে বেড়ায় 
একাকী…

এই ভুল শহরে,  স্মৃতির সব প্রহরে 
অবুজ আমি কেনো আজও 
তোমাকেই খুঁজি , 
জানি না আমি…
জানো কি তুমি… 



হাবিব ওয়াহিদ

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...