Monday, April 30, 2018

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর

 

 বাড়ির কাছে আরশিনগর
সেথা এক পড়শি বসত করে।
আমি একদিনও না দেখিলাম তাঁরে।।

গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পারে।
মনে বাঞ্ছা করি দেখব তারে
কেমনে সে গাঁয় যাই রে।।

কি বলবো সেই পড়শির কথা
তার হস্তপদ স্কন্ধমাথা নাইরে।
ক্ষণেক থাকে শূন্যের উপর
ক্ষণেক ভাসে নীরে।।

পড়শি যদি আমায় ছুঁতো
যম যাতনা সকল যেতো দূরে।
সে আর লালন একখানে রয়
তবু লক্ষ যোজন ফাঁক রে।।



Lalon Fokir লালনগীতি

Sunday, April 29, 2018

Dukhini Dukkho Koro Na দুঃখিনী দুঃখ করো না

দুঃখিনী দুঃখ করো না




চেয়ে দেখ উঠেছে নতুন সূর্য
পথে পথে রাজপথে চেয়ে দেখ
রংয়ের খেলা
ঘরে বসে থেকে লাভ কী বলো
এসো চুল খুলে পথে নামি,
এসো উল্লাস করি
দুঃখিনী দুঃখ করো না,
দুঃখিনী দুঃখিনী

আঁধারের সিঁদ কেটে আলোতে এসো
চোখের বোরখা নামিয়ে দেখো জোছনার গালিচা
ঘর ছেড়ে তুমি বাইরে এসো
চেয়ে দেখো রংধনু,
চেয়ে দেখো সাতরং
দুঃখিনী দুঃখ করো না,
দুঃখিনী দুঃখিনী

মিছিলের ভিড় ঠেলে সামনে এসো
দুঃখের পৃষ্ঠা উল্টে দেখো স্বপ্নের বাগিচা
ঘরে বসে থেকে লাভ কী বলো
এসো হাতে হাত রাখি এসো গান করি
দুঃখিনী দুঃখ করো না,
দুঃখিনী দুঃখিনী



James | জেমস

Friday, April 27, 2018

Tomake Pawa Ekhon তোমাকে পাওয়া এখন

তোমাকে পাওয়া এখন




তোমাকে পাওয়া এখন আকাশ থেকে
সূর্যটা কেড়ে নেয়ার মতন
তোমাকে পাওয়া এখন সাত সাগর আর
তের নদী পাড়ি দেয়ার মতন
তুমি মনটাকে ভেঙেচুরে
চলে গেছো বহুদূরে
তুমি মনটাকে ভেঙেচুরে
চলে গেছো বহুদূরে।

সুখের ভাবনাতে
তোমাকে এখন যত পাই
তারও বেশি পাই
বিরহে যখন ডুবে যাই।
সুখের ভাবনাতে
তোমাকে এখন যত পাই
তারও বেশি পাই
বিরহে যখন ডুবে যাই।

তোমাকে পাওয়া এখন ঝিনুক থেকে
মুক্তোটা তুলে নেয়ার মতন।
তুমি মনটাকে ভেঙেচুরে
চলে গেছো বহুদূরে।
তুমি মনটাকে ভেঙেচুরে
চলে গেছো বহুদূরে।

আশার প্রদীপ জ্বেলে
থেকেছি আমি কতবার
রাত শেষে আসে দিন
আসোনা তুমি ফিরে আর।
আশার প্রদীপ জ্বেলে
থেকেছি আমি কতবার
রাত শেষে আসে দিন
আসোনা তুমি ফিরে আর।

তোমাকে পাওয়া এখন আগুন থেকে
জলন্ত হীরে আনার মতন।
তুমি মনটাকে ভেঙেচুরে
চলে গেছো বহুদূরে।

তোমাকে পাওয়া এখন আকাশ থেকে
সূর্যটা কেড়ে নেয়ার মতন
তোমাকে পাওয়া এখন সাত সাগর আর
তের নদী পাড়ি দেয়ার মতন
তুমি মনটাকে ভেঙেচুরে
চলে গেছো বহুদূরে
তুমি মনটাকে ভেঙেচুরে
চলে গেছো বহুদূরে।



Asif Akbar | আসিফ আকবর

Thursday, April 26, 2018

Tomar Hobe Ki তোমার হবে কি

তোমার হবে কি




একটু একটু করে দিয়েছ
যত্ন করে কষ্ট আমাকে
আমি যাচ্ছি জ্বলে পুড়ে
হয়ত যাব বাচাবে বল কে
না হয় আমি মরেই গেলাম
তোমার হবে কি
কষ্ট দেয়ার অভিশাপে
তুমি বাঁচবে কি

পরিয়েছিলে যে হাত দিয়ে
প্রেমেরই মালা
সে হাত দিয়েই কি করে দাও
এতটা জ্বালা

অশ্রু দিয়ে লিখেছি আমি
দু: খের কাহিনী
এত ভাল বেসে তোমায়
ফেরাতে পারিনি



Asif Akbar | আসিফ আকবর

Wednesday, April 25, 2018

E Kon Betha এ কোন ব্যাথা

এ কোন ব্যাথা




এ কোন ব্যাথা মনের মাঝে
হাহাকারের সুরে বাজে
শুধু সারাক্ষন
অল্প অল্প করে যেন
অবিরত হচ্ছে কেন
হৃদয়ে রক্তক্ষরন
তুমি নেই বলে তাই
আমি জ্বলে পুড়ে যাই
কাঁদে মন অস্থিরতায়

অবিশ্বাসের জন্ম দিয়ে
খেলেছ এ কোন খেলা
ভালবাসার নামে কেন
করেছ তুমি অবহেলা

স্বপ্ন ভাঙার কষ্টটাকে
পারিনা আমি ভুলে যেতে
জীবন আমার ঢেকে আছে
আঘাতে আঘাতে বেদনাতে



Asif Akbar | আসিফ আকবর

Tuesday, April 24, 2018

Hridoy Bojhar Mon হৃদয় বোঝার মোন

হৃদয় বোঝার মোন




হৃদয় বোঝার মোন নেই যার বুকে
সে ভালোবাসা কি তা বোঝে না
তুমি যে হৃদয়হীনা বুঝিনি তো আগে
সঙ্গী এখন তাই বেদনা
আবেগের আল্পনা নেই যার মনে
সে তো কখনোই প্রেম খোঁজে না
তোমার মনে শুধু প্রতারণা ছিলো
আমার তো তা জানা ছিলো না

যে চোলে যেতে চায় সব মায়া ছেড়ে
তাকে তো ফেরানো যায় না
যে চোলে যেতে চায় সব মায়া ছেড়ে
তাকে তো ফেরানো যায় না

সব প্রেম কি আর পূর্ণতা পায়
কিছুু প্রেম চিরদিনই শুধুই কাঁদায়
সব পাখি কি নীড়ে ফিরে যায়
অনেকেই উড়ে চলে অজানা আশায়

সব প্রেম কি আর পূর্ণতা পায়
কিছুু প্রেম চিরদিনই শুধুই কাঁদায়
সব পাখি কি নীড়ে ফিরে যায়
অনেকেই উড়ে চলে অজানা আশায়

কিছু মোন কোনোদিন-ই সুখ পায় না

সব স্মৃতী কি আর মুছে ফেলা যায়
কিছু কিছু স্মৃতী অমলিন রোয়ে যায়
একজীবনে কি আর সব পাওয়া যায়
না পাওয়ার যন্ত্রনা কষ্ট বাড়ায়

সব স্মৃতী কি আর মুছে ফেলা যায়
কিছু কিছু স্মৃতী অমলিন রোয়ে যায়
একজীবনে কি আর সব পাওয়া যায়
না পাওয়ার যন্ত্রনা কষ্ট বাড়ায়

সবকিছু চাইলেই পাওয়া যায় না

হৃদয় বোঝার মোন নেই যার বুকে
সে ভালোবাসা কি তা বোঝে না
তুমি যে হৃদয়হীনা বুঝিনি তো আগে
সঙ্গী এখন তাই বেদনা
যে চোলে যেতে চায় সব মায়া ছেড়ে
তাকে তো ফেরানো যায় না
যে চোলে যেতে চায় সব মায়া ছেড়ে
তাকে তো ফেরানো যায় না



Asif Akbar | আসিফ আকবর

Monday, April 23, 2018

Irsha ঈর্ষা

ঈর্ষা




দূরে তুমি দাঁড়িয়ে
সাগরের জলে পা ভিজিয়ে
কাছে যেতে পারি না
বলতে আজ পারিনা
তুমি আমার এখনো

সামনে তুমি দাঁড়িয়ে
কারো হাত জড়িয়ে
হাতটা ধরতে পারি না
কাছে টানতে পারি না
তোমার হাতে আজ অন্য কেউ

সাগরের পাড়ে হাত ধরে দেখছো
সূর্যডোবা আমি নেই
এখনো বৃষ্টি পড়ে তোমার মাঝে
সে বৃষ্টির ফোঁটা আমি নই
জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আকাশে
সেখানে চাঁদটা নেই
এখনো বৃষ্টি পড়ে বৃষ্টিতে ভেজা
আমার পাশে তুমি নেই

সেই তুমি আজ আমার কাছে
আমার স্মৃতি ফিরিয়ে দিতে
আমি আজ কাঁদব না
হয়তো দু‘এক ফোটা
তবু বলবোনা ভালোবাসি

কোন এক ছোট্ট মিথ্যা
মুছে দিয়েছে সব আমার
আমার দেওয়া ঘড়ির
সময় গুলো মোছেনি
তুমি রক্তাক্ত আমি অপরাধী

আমার চোখের দিকে তাকিয়ে দেখো কাঁদছি আমি অসহায়
তোমায় হারিয়ে জীবনটা আমার কষ্টের গানে ডুবে হায়
জানি ফিরিয়ে নেবার কোন কারণ নেই তোমার এই জীবনে
তবুও এখনো তুমি সত্য এখনো এখনো আমার জীবনে



Tahsan | তাহসান |

Sunday, April 22, 2018

Likhte Pari Na kono Gan লিখতে পারিনা কোন গান

লিখতে পারিনা কোন গান




লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।
কিযে যন্ত্রনা এই পথচলা (২)
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা।
লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।
কিযে যন্ত্রনা এই পথচলা
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা।

হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে
এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে
হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে
এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে
কিযে যন্ত্রনা এই পথচলা
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা।
লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।

আকাশে চাঁদ ছিল একা
পাহাড়ি ঝর্ণা ঝরা
তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি
আকাশে চাঁদ ছিল একা
পাহাড়ি ঝর্ণা ঝরা
তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি
সে ব্যথা বোঝার আগে
হারিয়ে তোমাকে
তোমাকে হারিয়ে বেদনা ঝরেছে হৃদয়ে
কিযে বেদনা তুমি বোঝনা
তোমাকে ভুলে থাকা কোনদিন বুঝি হল না।
লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।
কিযে যন্ত্রনা এই পথচলা (২)
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা।

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।



James | জেমস

Saturday, April 21, 2018

Akarane Akale Mor Porlo Jokhon Dak অকারণে অকালে মোর পড়ল যখন ডাক

অকারণে অকালে মোর পড়ল যখন ডাক




অকারণে অকালে মোর পড়ল যখন ডাক
তখন আমি ছিলেম শয়ন পাতি ।
বিশ্ব তখন তারার আলোয় দাঁড়ায়ে নির্বাক,
ধরায় তখন তিমিরগহন রাতি ।
ঘরের লোকে কেঁদে কইল মোরে,
‘আঁধারে পথ চিনবে কেমন ক’রে?’
আমি কইনু, ‘চলব আমি নিজের আলো ধ’রে,
হাতে আমার এই-যে আছে বাতি ।।’
বাতি যতই উচ্চ শিখায় জ্বলে আপন তেজে
চোখে ততই লাগে আলোর বাধা,
ছায়ায় মিশে চারি দিকে মায়া ছড়ায় সে-যে-
আধেক-দেখা করে আমায় আঁধা ।
গর্বভরে যতই চলি বেগে
আকাশ তত ঢাকে ধুলার মেঘে,
শিখা আমার কেঁপে ওঠে অধীর হাওয়া লেগে-
পায়ে পায়ে সৃজন করে ধাঁদা ।।
হঠাৎ শিরে লাগল আঘাত বনের শাখাজলে,
হঠাৎ হাতে নিবল আমার বাতি ।
চেয়ে দেখি,পথ হারিয়ে ফেলেছি কোন্‌ কোলে-
চেয়ে দেখি তিমিরগহন রাতি ।
কেঁদে বলি মাথা কের নিচু,
‘শক্তি আমার রইল না আর কিছু ।’
সেই নিমেষে হঠাৎ দেখি, কখন পিছু পিছু
এসেছে মোর চিরপথের সাথি ।।



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর

Friday, April 20, 2018

Phir Wohi

Phir Wohi




Aakhen malti ye subeh phir nayi hai
Baahen khole ye hawa phir nayi hai
Ghar le jaaye meri ungali pakad kar
Betaabiya phir nayi
Gale lagati dhoop phir nayi hai
Vaapas bulaati chhaon phir nayi hai
Ghar le jaaye meri ungali pakad kar
Betaabiya phir nayi

Main mummy se choti banvane
Main pappa se jhula jhulvane
Main ghar ko sar pe utha ne chalil
Karne manmaaniya phir nayi
Main nayi dress mein saj ke ithlane
Main nayi dhoon pe thumke lagane
Main naye sapne chhat se udane chali
Kar ne manmojhiya phir nayi

Godi sulati sub-ha phir nayi hai
Neende dhalati hawa phir nayi hai
Ghar le jaaye meri ungali pakad kar
Betaabiya phir nayi

Picture mein seety marne main chali
Hero gali ke taad ne main chali
Tusion bunk kar mastaani chali
Karne shetaniya phir nayi
Yaaro se gap ladane main chali
Dil bhar udham machane main chali
Chauke chhake lagane chali
Karne badmashiyan phir nayi

Aakhen malti ye subeh phir nayi hai
Baahen khole ye hawa phir nayi hai
Ghar le jaaye meri ungali pakad kar
Betaabiya phir nayi
Gale lagati dhoop phir nayi hai
Vaapas bulaati chhaon phir nayi hai
Ghar le jaaye meri ungali pakad kar
Betaabiya phir nayi..



Singer: Yashita Sharma

Thursday, April 19, 2018

Love Me

Love Me



My friends say I'm a fool
To think that you're the one for me
I guess I'm just a sucker for love
'Cause honestly the truth is
That you know I'm never leavin'
'Cause you're my angel sent from above
Baby you can do no wrong
My money is yours
Give you little more because I love ya, love ya
With me, girl, is where you belong
Just stay right here
I promise my dear I'll put nothin' above ya, above ya
Love me, love me
Say that you love me
Fool me, fool me
Oh, how you do me
Kiss me, kiss me
Say that you miss me
Tell me what I wanna hear
Tell me you love me
Love me, love me
Say that you love me
Fool me, fool me
Oh, how you do me
Kiss me, kiss me
Say that you miss me
Tell me what I wanna hear
Tell me you love me
People try to tell me
But I still refuse to listen
'Cause they don't get to spend time with you
A minute with you is worth more than
A thousand days without your love, oh your love
Oh, baby you can do no wrong
My money is yours
Give you little more because I love ya, love ya
With me, girl, is where you belong
Just stay right here
I promise my dear I'll put nothin' above ya, above ya
Love me, love me
Say that you love me
Fool me, fool me
Oh, how you do me
Kiss me, kiss me
Say that you miss me
Tell me what I wanna hear
Tell me you love me
Love me, love me
Say that you love me
Fool me, fool me
Oh, how you do me
Kiss me, kiss me
Say that you miss me
Tell me what I wanna hear
Tell me you love me
My heart is blind but I don't care
'Cause when I'm with you everything has disappeared
And every time I hold you near
I never wanna let you go, oh
Love me, love me
Say that you love me
Fool me, fool me
Oh, how you do me
Kiss me, kiss me
Say that you miss me
Tell me what I wanna hear
Tell me you love me
Love me, love me
Say that you love me
Fool me, fool me
Oh, how you do me
Kiss me, kiss me
Say that you miss me
Tell me what I wanna hear
Tell me you love me



Singer: Justin Bieber

Wednesday, April 18, 2018

Laagi Na Choote

Laagi Na Choote




Iss tarah chaahun tujhe
Chaahun bhi toh tujhse main
Ikk pal ko bhi door na reh sakun

Chaahe judaa tere mere raaste hain magar
Aa main manzilein jod doon

O…rishta sa hai yeh judne lagaa jo
Chaahun kabhi na yeh toote

Laagi na choote…
Laagi na choote…
Laagi na choote…
Laagi na choote…

Laagi na choote…
Laagi na choote…
Laagi na choote…
Laagi na choote…

Khone se darta hoon tujhe
O…pyaar karta hoon tujhe

Haan…par har dafaa
Dil mein dabi reh jaati hai kyun baat yeh
Ab iss jagah aa ikk dafaa
Keh de mujhe…

Laagi na choote…
Laagi na choote…
Laagi na choote…
Laagi na choote…

Laagi na choote…
Laagi na choote…
Laagi na choote…
Laagi na choote…
Ho…tere bin guzara
Nahi hai gawara
Chahatein kabhi na yeh toote.



Singers: Arijit Singh | | Shreya Ghoshal |

Tuesday, April 17, 2018

Phir Wahi

Phir Wahi




Tum ho yahin kahin
Ya phir kahin nahi

Phir wahi…phir wahi…
Toote sapno ke choore phir wahi…
Phir wahi…phir wahi…
Roothe armaan adhoore phir wahi
Phir wahi…phir wahi…
Gham ka jaaya, dil mera…
Dard se, kyun bhar aaya?

Dil kyun joda agar dil dukhana tha
Aaye kyun thhe agar tumko jaana tha
Jaate jaate labon pe bahana tha
Phir wahi…phir wahi…

Wo…

Phir wahi…phir wahi…
Saundhi yaadein puraani phir wahi
Phir wahi…phir wahi…
Bisri bhooli kahaani phir wahi…



Singer: Arijit Singh

Monday, April 16, 2018

Aaj Likhenge Kal

Aaj Likhenge Kal




Chal aaj likhenge kal..
Chal aaj likhenge kal..

Apne khwaabon ki aag leke hum,
Saari khwahishein sath leke hum,
Jee lenge saare pal..

Chal aaj likhenge kal,
Chal aaj likhenge kal..

Misri sa khwaab chakh kar
Misri sa khwaab chakh kar,
Suraj palkon pe rakhkar,
Manzil ke chun le tu nishan re..

Har lamha keh raha hai,
Tu hi apna khuda hai,
Aankhon mein bhar le aasman re,
Taaron ki tarah jal..

Chal aaj likhenge kal,
Chal aaj likhenge kal..

Chal chal aaj likhenge kal
Chal chal aaj likhenge kal..



Singers: Shreya Ghoshal

Sunday, April 15, 2018

You Can Cry On My Shoulder

You Can Cry On My Shoulder 



Just because you know I love you so much
Don't be afraid to tell me you're sad
Because you lost his love
Though your love is not for me
I don't wanna see you in mysery, so come on, baby come on

Refrain
You can cry on my shoulder...
You can cry on my shoulder
And bring all your troubles to me
All your troubles to me

Big girls ain't supposed to cry,
If you do I'll understand,
Maybe I can show you how you can win his love again
It may seem strange I know
But it's just that I love you
So come on, baby come on

Refrain
You can cry on my shoulder
You can cry on my shoulder
And bring all your troubles to me.
All your troubles to me

Girl you've given him all you had
He, d better stop treating you so bad,
Come on babe, come on, oh yeah

Refrain
You can cry on my shoulder, yes you can girl
You can cry on my shoulder
And bring all your troubles to me, yeah babe, yes you can now
Darling, ooooh, oooooooh yes, yes you can girl...
I'll be there to help,

You can cry, you can cry, you can cry
Baby
(You can cry on my shoulder)
Ooooooh yeah babe, yeah babe
(You can cry on my shoulder)
You can cry, you can cry...



Singer: Michael Jackson

Saturday, April 14, 2018

Temptation

Temptation



Temptation in my heart,
I'm burning, I fall apart!
When the night falls,
My heart calls for love and devotion.

To asemoneshqam to bodi (You have been my love from heaven)
Setareye man to bodi (You have been my star)
Esme to hast setare, (Your name is star)
Biya pisham dobare (Come back to me again)

Un moohaye meshkit mano kosht (Your dark hair is killing me)
Chesh maye zibat mano kosht (Your beautiful eyes is killing me)
Bia bia pishe man dobare (come come back to me again)
Yalla bego are, setare (yalla say ok, my star)

Temptation in my heart,
I'm burning, I fall apart!
When the night falls,
My heart calls for love and devotion.

Temptation! I Want you
Can you be my only one
When the night falls,
My heart calls, for the touch of your hands

Hama fekro khialam to hasti (You are in my mind all the time)
Donya ye man to hasti (You are my world)
Esme to ro labame (You name is on my lips)
Setare vay setare! (Star! Oh My Star)

Ye omre bedoned khab boodam (A Whole Life, I have been sleeping without you)
Ta man toro peyda kardam (Until I finally found you)
Bia bia pishe man dobare (come come back to me again)
Yalla bego are, setare! (yalla Say ok, My star)

Temptation in my heart,
I'm burning, I fall apart!
When the night falls,
My heart calls for love and devotion.

Temptation! I Want you
Can you be my only one
When the night falls,
My heart calls, for the touch of your hands

Man Enshab toro mikham, wooooooooooo! (Tonight, I Want you wooooo)
Setare toro mikham, woooooooooo (I Want You My star, Woooo)

Chorus X 2:
Temptation in my heart,
I'm burning, I fall apart!
When the night falls,
My heart calls for love and devotion.

Temptation! I Want you
Can you be my only one
When the night falls,
My heart calls, for the touch of your hands

Man Enshab toro mikham, wooooooooooo! (Tonight, I Want you wooooo)
Setare toro mikham, woooooooooo (I Want You My star, Woooo)


Singer: ARASH

Friday, April 13, 2018

Me Haces Falta

Me Haces Falta



Me haces falta lyrics
Ahora sí te hecho de menos
Ahora que sí me lo creo
Me duele vivir y pensar que elegí
En vez del cielo el infierno

Que sí se extrañan tus besos
Que sí me muero por dentro
Me alejo de ti hacia la oscuridad
Y en el fango me encuentro

La verdad estoy mal
El sufrir, es gritar

Coro
Sí me haces falta
Tu me haces falta
Sí te recuerdo, te extraño, te siento en el alma
Sí me haces falta
Tu me haces falta
Sí me arrepiento, me odio, estoy desesperada

Desesperada, estoy aquí desesperada
Ahora sí te hecho de menos
Ahora sí estoy hecha menos
Ahora sí puedo sentir toda la soledad
Que tanto y tanta da miedo

Que sí te extraño te pienso
Que sí el dolor es intenso
El sobrevivir de la batalla final
Es cruzar el desierto

La verdad, estoy mal
El sufrir, es gritar

Coro
Sí me haces falta
Tu me haces falta
Sí te recuerdo, te extraño, te siento en el alma
Sí me haces falta
Tu me haces falta
Sí me arrepiento, me odio, estoy desesperada

Coro
Sí me haces falta
Tu me haces falta
Sí te recuerdo, te extraño, te siento en el alma
Sí me haces falta
Tu me haces falta
Sí me arrepiento, me odio, estoy desesperada

Coro
Sí me haces falta
Tu me haces falta
Sí te recuerdo, te extraño, te siento en el alma
Sí me haces falta
Tu me haces falta
Sí me arrepiento, me odio, estoy desesperada


Singer: Jennifer Lopez

Thursday, April 12, 2018

Maria

Maria 



She says she met me on the tour
She keeps knocking on my door,
She won't leave me, leave me alone
This girl she wouldn't stop, almost had to call the cops
She was scheming, ooh, she was wrong

'Cause she wanted all my attention
And she was dragging my name through the dirt, no
She was dying for my affection
But she got mad 'cause I didn't give it to her
I'm talking to you,

Maria, why you wanna do me like that?
That ain't my baby, that ain't my girl
Maria, why you wanna play me like that?
She ain't my baby, she ain't my girl

But she talking in and she needs to quit it
But never this, all I know she's not mine
That ain't my baby, that ain't my girl
'Cause she's wildin out, what she talking about?
Let me tell you now this girl she's not mine
She ain't my baby, she ain't my girl

Now she's in the magazines, on tv, making a scene
Oh she's crazy, crazy in love
And she's all over the news, saying everything but the truth
She's faking, faking it all

'Cause she wanted all my attention
And she was dragging my name through the dirt, no
She was dying for my affection
But she got mad 'cause I didn't give it to her
I'm talking to you,

Maria, why you wanna do me like that?
That ain't my baby, that ain't my girl
Maria, why you wanna play me like that?
She ain't my baby, she ain't my girl

But she talking in and she needs to quit it
But never this, all I know she's not mine
That ain't my baby, that ain't my girl
'Cause she's wildin out, what she talking about?
Let me tell you now this girl she's not mine
She ain't my baby, she ain't my girl

Why are you trying, trying to lie, girl,
When I ain't never met you at all?
Saying goodbye, but how could ya?
You throw this, you throw this
Your foolness seduces

Maria, why you wanna do me like that?
That ain't my baby, that ain't my girl
Maria, why you wanna play me like that?
She ain't my baby, she ain't my girl

But she talking in and she needs to quit it
But never this, all I know she's not mine
That ain't my baby, that ain't my girl
'Cause she's wildin out, what she talking about?
Let me tell you now that girl she's not mine
She ain't my baby, she ain't my girl

That ain't my baby, that ain't my girl
She ain't my baby, she ain't my girl
She ain't my baby, she ain't my girl
She ain't my baby, she's not my girl



Singer: Justin Bieber

Wednesday, April 11, 2018

Durotto দূরত্ব

Durotto দূরত্ব




দূরত্ব আর কতটুকু বাকি জীবনের গতিপথে
সত্য আজও করছে ভ্রমণ আপন কক্ষপথে
সূতো নারী ছিঁড়ে চলেছি আবার আপন অজানায়
মিলবে কোথা সত্য নাগাল কোন সীমানায়?
তুচ্ছ কায়া ক্ষদ্র সে প্রাণ তবু আছে আমিত্য
গর্ব কি আর খর্ব করে আপন শ্রেষ্ঠত্ব?



Tahsan | তাহসান | | Mithila | মিথিলা |

Tuesday, April 10, 2018

Epitaph এপিটাফ

এপিটাফ




যেদিন বন্ধু চলে যাব, চলে যাব বহুদূরে
ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিও
মনে রেখো কেবল একজন ছিল, ভালোবাসতো শুধু তোমাদের

চোরা সুরের টানে রে বন্ধু মনে যদি ওঠে গান
গানে গানে রেখো মনে ভুলে যেও অভিমান
মনে রেখো কেবল একজন ছিল, ভালোবাসতো শুধু তোমাদের

ভরা নদীর বাঁকেরে বন্ধু ঢেউয়ে ঢেউয়ে দোলে গান
চলে যেতে হবে ভেবে কেঁদে ওঠে মন প্রাণ
মনে রেখো কেবল একজন ছিল, ভালোবাসতো শুধু তোমাদের

যেদিন বন্ধু চলে যাব, চলে যাব বহুদূরে
ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিও
মনে রেখো কেবল একজন ছিল, ভালোবাসতো শুধু তোমাদের



James | জেমস

Monday, April 09, 2018

Ajana Sur Ke Diye Jay Kane Kane অজানা সুর কে দিয়ে যায় কানে কানে

অজানা সুর কে দিয়ে যায় কানে কানে




অজানা সুর কে দিয়ে যায় কানে কানে,
ভাবনা আমার যায় ভেসে যায় গানে গানে ।
বিস্মৃত জন্মের ছায়ালোকে
হারিয়ে-যাওয়া বীণার শোকে
ফাগুন-হাওয়ায় কেঁদে ফিরে পথহারা রাগিণী ।
কোন্‌ বসন্তের মিলন রাতে তারার পানে
ভাবনা আমার যায় ভেসে যায় গানে গানে ।।



Rabindranath Tagore  রবীন্দ্রনাথ ঠাকুর 

Sunday, April 08, 2018

Bachbona বাঁচবো না

বাঁচবো না




প্রতিদিন'ই আশায় থাকি,
ফিরে তুমি আসো যদি
প্রতি রাতে তোমায় ভেবে,
একা একা আমি কাঁদি
নেই নেই তুমি কাছে,
যন্ত্রনা বুকের মাঝে
এভাবে কি বেঁচে থাকা যায়;
বাঁচবো না মরে যাবো,
ও'পারে চলে যাবো
পৃথিবীকে জানিয়ে বিদায়,,,,

প্রতিদিন'ই আশায় থাকি,
ফিরে তুমি আসো যদি,,,,

এক জীবনে এত জালা সইবো
আমি কেমন করে

আর কত কাল ব্যাথার
স্মৃতি রাখবো আমি বুকে ধরে,

নেই নেই তুমি কাছে,
যন্ত্রনা বুকের মাঝে
এভাবে কি বেঁচে থাকা যায়;
বাঁচবো না মরে যাবো,
ও'পারে চলে যাবো
পৃথিবীকে জানিয়ে বিদায়,,,,
প্রতিদিন'ই আশায় থাকি,
ফিরে তুমি আসো যদি,,,,

ভুল করিনি ভালোবেসে তবু
তুমি ভুলে গেলে
সপ্ন দেখার আগেই কেনো
সপ্ন তুমি ভেঙে দিলে,
নেই নেই তুমি কাছে,
যন্ত্রনা বুকের মাঝে
এভাবে কি বেঁচে থাকা যায়;
বাঁচবো না মরে যাবো,
ও'পারে চলে যাবো
পৃথিবীকে জানিয়ে বিদায়,,,,
প্রতিদিন'ই আশায় থাকি,
ফিরে তুমি আসো যদি,,,



Asif Akbar | আসিফ আকবর

Saturday, April 07, 2018

Hisheber Ovishap হিসেবের অভিশাপ

হিসেবের অভিশাপ




তুমি কোথায়? বিরহ যুদ্ধে আমি নিঃসঙ্গ অস্থির
আমার আণবিক কণাগুলো খুঁজেফেরে ইহকাল
আমার আণবিক কণাগুলো খোঁজে অনন্তকাল

বদলে যাবো আমি, ধুলোয় মিশে যাবে অস্থি
স্বর্গের প্রবেশদ্বার কেন উন্মুক্ত হবে না তোমার আদেশে
অনলের বিচ্ছুরণ কেন সত্তা ঘিরে

আমার এ পূণ্য, আমার এ পাপ
তোমার হিসেবের অভিশাপ
দুঃসাহস এ আমার আমি করছি প্রতিবাদ

মনের কোঠায় জমে থাকা কথাগুলো
এতো সরল সত্য তবু কেনো..
বলতে কেন বারণ? কেনো এতো ভয়?

বিনম্র শ্রদ্ধা, নিষ্কলুষ কৃতজ্ঞতা তোমার কাছে সমর্পণ
তবু বলতে দ্বিধা করবো না মনের কোঠায়
অব্যক্ত প্রতিবাদের সত্য ভাষা



Tahsan | তাহসান | 

Friday, April 06, 2018

Ek Nodi Jamuna এক নদী যমুনা

এক নদী যমুনা




আমি আর আমার দু’চোখ কখনো জলে ভেজাবো না
এ ব্যথা আমারই থাক, চাই না কারও সান্ত্বনা
পৃথিবী ভালবাসে না, ভালবাসতেও সে জানে না
পৃথিবী ভালবাসে না, ভালবাসতেও সে জানে না

কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবে না তো এক নদী যমুনা(২)

টেনে নিয়ে বুকের কাছে,
ছুঁড়ে দেয় ধূলোর মাঝে (২)
ভালবাসার নিয়ম মানি না
তাইতো অশ্রু এখন আসে না
দিও না, দিও না, সান্ত্বনা

কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবে না তো এক নদী যমুনা(২)

ডুবেছিল মায়াজালে হৃদয়
সেই ক্ষত এখনো কথা কয়(২)
ভালবাসার নিয়ম মানি না
তাইতো অশ্রু এখন আসে না
দিও না, দিও না, সান্ত্বনা

কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবে না তো এক নদী যমুনা(২)



James | জেমস

Achenake Bhoy Ki Amar অচেনাকে ভয় কী আমার ওরে

অচেনাকে ভয় কী আমার ওরে




অচেনাকে ভয় কী আমার ওরে?
অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে ।।
জানি জানি আমার চেনা কোনো কালেই ফুরাবে না,
চিহ্নহারা পথে আমায় টানবে অচিন ডোরে ।।
ছিল আমার মা অচেনা, নিল আমায় কোলে ।
সকল প্রেমই অচেনা গো, তাই তো হৃদয় দোলে ।
অচেনা এই ভুবন-মাঝে কত সুরেই হৃদয় বাজে-
অচেনা এই জীবন আমার, বেড়াই তারি ঘোরে ।।



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

Thursday, April 05, 2018

Brittalpona বৃত্তালপনা

Brittalpona বৃত্তালপনা



জীবনের আলাপন, কত যে মায়া
শত মানুষের ভিড়ে তোমায় পাওয়া
বলেছিলাম ভালোবাসা চাই

ভালোবাসিনা আমি তোমাকে, বলেছিলাম।
ভালোবাসিনা আমি তোমাকে, কখনো না
ভালোবাসিনা আমি তোমাকে, স্বপ্ন দেখে যাও
ভালোবাসিনা আমি তোমাকে, একদমই না,
তুমি আমার কে?

ভালোবাসোনা তুমি আমাকে, কেন?
ভালোবাসোনা তুমি আমাকে, হয়তো একটু!
ভালোবেসোনা তুমি আমাকে, আর কখনো চাইনা
ভালোবেসোনা তুমি আমাকে, একদমই না,
আমি তোমার কে?

আজ তুমি বড়ই আমার আপন
আমার পৃথিবী আজ তোমার হাতে
তোমার চোখের ভাষায় বুঝে নেব

ভালোবাসি শুধু তোমাকে আমি,
ভালোবাসি শুধু তোমাকে, তবু কখনো বলবো না !
ভালোবাসি শুধু তোমাকে, শুধু যে তোমায়
ভালোবাসি শুধু তোমাকে,
কখনো বুঝবে না আমি তোমার যে !



Tahsan | তাহসান | | Mithila | মিথিলা |

Wednesday, April 04, 2018

Shomoy Gele Shadhon Hobe Na সময় গেলে সাধন হবে না

 সময় গেলে সাধন হবে না



সময় গেলে সাধন হবে না
দিন থাকতে দ্বীনের সাধন কেন জানলে না
তুমি কেন জানলে না
সময় গেলে সাধন হবে না

জানো না মন খালে বিলে
থাকে না মিল জল শুকালে
কি হবে আর বাঁধা দিলে
মোহনা শুকনা থাকে, মোহনা শুকনা থাকে,
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না

অসময়ে কৃষি কইরে মিছা মিছি খেইটে মরে
গাছ যদি হয় বীজের জোরে ফল ধরে না
তাতে ফল ধরে না,
সময় গেলে সাধন হবে না

অমাবস্যায় পূর্নিমা হয়
মহা জোগ সে দিনের উদয়
লালোন বলে তাহার সময়
দনডোমো রয় না, দনডোমো রয় না,দনডোমো রয় না
সময় গেলে সাধন হবে না

দিন থাকতে দ্বীনের সাধন কেন জানলে না
তুমি কেন জানলে না
সময় গেলে সাধোন হবে না



Lalon Fokir লালনগীতি

Tuesday, April 03, 2018

Bangladesh বাংলাদেশ

বাংলাদেশ




তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন,
তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি
তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি,
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান
তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।

তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম্ শীর
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ট বীর
তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্মা নদীর টান।
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শাণীত ছুরির ধার
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রঙ তুলীর আঁচড়
শহীদুল্লাহ কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সেই ভোর।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম প্রথম ও শেষ ছোঁয়ায়,
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠ সুমধুর,
তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামের সোনা ঝরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।



James | জেমস

Monday, April 02, 2018

Chile Amar ছিলে আমার

ছিলে আমার




ছিলে আমার স্বপ্নে তুমি, আজ কেন বহুদূর?
অনুভবে ভেসে আসে সেই চেনা প্রিয় সুর
কাছে যেতে সংশয়, দূরে থাকতেও লাগে ভয়
এলোমেলো লাগে সবই

অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন

রাত্রিগুলো দীর্ঘ হয় বিষন্ন ভাবনাতেই
চাঁদটা যেন লুকিয়ে রয় বিবর্ণ জোছনাতে
কাছে যেতে সংশয়, দূরে থাকতেও লাগে ভয়
এলোমেলো হয়ে আমি

অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন

স্মৃতিগুলো মুছে যায় অচেনা কুয়াশাতে
সময় যেন জড়াতে চায় জলহীন বরষাতে
কাছে যেতে সংশয়, দূরে থাকতেও লাগে ভয়
এলোমেলো হয়ে আমি

অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন



Tahsan | তাহসান | | Mithila | মিথিলা |

Sunday, April 01, 2018

Tumi Kotha Rakhoni তুমি কথা রাখনি

তুমি কথা রাখনি




যখনি ভাবি আমি তোমার
কথা
তোলপাড় করে বুকে
বিষন্নতা

একা থাকার ব্যাথা আগে
বুঝিনি
ও সজনী কেন কথা দিয়ে
তুমি কথা রাখনি
ও সজনী কেন কথা দিয়ে
তুমি কথা রাখনি

চোখের আড়াল হয়েছ তুমি

এভাবে হারালে কেন বলে
যাও নি
ও সজনী কেন কথা দিয়ে
তুমি কথা রাখনি

সুখের প্রহর ফুরিয়া
গেছে

তুমি ছাড়া কি করে থাকি
একাকি

ও সজনী কেন কথা দিয়ে
তুমি কথা রাখনি



Asif Akbar | আসিফ আকবর

Saturday, March 31, 2018

Robe Na E Dhon রবে না এ ধন

রবে না এ ধন



 মন আমার গেল জানা ।
কারো রবে না এ ধন জীবন যৌবন
… তবেরে কেন এত বাসনা;
একবার সবুরের দেশে বয় দেখি দম কষে
উঠিস নারে ভেসে পেয়ে যন্ত্রণা । ।

যে করল কালার চরণের আশা
জানোনারে মন তার কী দুর্দশা
ভক্তবলী রাজা ছিল, সর্বস্ব ধন নিল
বামুনরুপে প্রভু করে ছলনা। ।

প্রহ্লাদ চরিত্র দেখ চিত্রধামে
কত কষ্ট হল সেই কৃষ্ণনামে
তারে অগ্নিতে জ্বালালো জলে ডুবাইল
তবু না ছাড়িল শ্রীরূপসাধনা । ।

কর্ণরাজা ভবে বড় দাতা ছিল
অতিথিরূপে তার সবংশ নাশিল
তবু কর্ণ অনুরাগী, না হইল দুখী
অতিথির মন করল সান্ত্বনা । ।

রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে
শক্তিশেল হানিল তার বক্ষস্হলে
তবু রামচন্দ্রের প্রতি, লক্ষণ না ভুলিল ভক্তি
লালন বলে কর এ বিবেচনা । ।



 Lalon Fokir লালনগীতি

Friday, March 30, 2018

Shua Urilore শুয়া উড়িলরে

শুয়া উড়িলরে



শুয়া উড়িল উড়িল জীবেরও জীবন
শুয়া উড়িল উড়িল রে।।

আরলাম আকানে ছিলা আনন্দিত মন
ভবে আসি পিঞ্জরাতে হইলা বন্ধন।

নিদয়া নিষ্ঠুর পাখি দয়া নাই রে তোর
পাষাণ সমান হিয়া কঠিন অন্তর।

পিঞ্জরায় থাকিয়া করলা প্রেমেরও সাধন
পিঞ্জরা ছাড়িয়া যাইতে না লাগে বেদন।

শীতলং ফকিরে কইন দম কর সাধন
দমের ভিতর আছে পাখি করিও যতন।


শিল্পীঃ SI Tutul | | Fajlur Rahman Babu | | এস আই টুটুল | | ফজলুর রহমান বাবু |

Thursday, March 29, 2018

SaRe Tin Hat Mati সাড়ে তিন হাত মাটি

সাড়ে তিন হাত মাটি

Ayub Bachchu LRB bangla songs lyrics


টাকা কড়ি ধন সম্পত্তি
অনেক অনেক বাড়ী গাড়ি
ঠিকানার ছরাছরি
আমি তুমি বারাবারি
মরলে সংগে যাবেনা
কোনই কিছু তোমার অংশীদারি।

ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি...

সংসারে যুদ্ধ চলে
কারন হলো জায়গা জমি
দেহ ত্যাগ করার পরে
স্মৃতি হয়ে যাবে জানি
মরলে সংগে যাবেনা
কোনই কিছু তোমার অংশীদারি।

ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি...

সুখের আশা
পৃথিবীতে করে শুধু জানি
উপর থেকে ডাক এলে
উড়াল দেবে জীবন পাখি
মরলে সংগে যাবেনা
কোনই কিছু তোমার অংশীদারি।

ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি...

শিল্পীঃ Ayub Bachchu | | LRB | | আইয়ুব বাচ্চু | | এল আর বি |

Wednesday, March 28, 2018

Ho Zodi Nil Akash হও যদি নীল আকাশ

হও যদি নীল আকাশ



হও যদি তুমি নীল আকাশ , আমি মেঘ হব আকাশে
si tutul bangla songs lyrics
হও যদি অথৈ সাগর , আমি ঢেউ হব সাগরে
হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়
বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে
বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে

তুমি হলে ওই অরণ্য আমি হব সবুজ
ও তোমারি প্রেম মন দুরুন্ত তোমার কাছেই অবুজ

হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়
বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে
বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে

আমারি দেহে প্রাণ গো তুমি, তুমি আমার নিশ্বাস
ও তোমাকে ছাড়া নিস্প্রান আমি এইত আমার বিশ্সাস

হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়
বলতে পারি আমি নিরভয়ে, তুমি আছ হৃদয়ে
বলতে পারি আমি নিরভয়ে, তুমি আছ হৃদয়ে


শিল্পীঃ S I Tutul | | Samina Chowdhuary| | এস আই টুটুল | | সামিনা চৌধুরী | 

Tuesday, March 27, 2018

Priyotoma প্রিয়তমা

প্রিয়তমা 



তোমার চোখে আকাশ আমার, চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা।।
পথের শুরু থেকে শেষে যাবো তোমায় ভালোবেসে
বুকে আছে তোমার জন্য অনেক কথা জমা।

ভালোবাসি তোমায় কত দেখো হৃদয় খুলে
রাঙিয়ে দেবো তোমার পাঁজর মনের রঙিন ফুলে
ভালোবাসি তোমায় কত, দেখো হৃদয় খুলে
রাঙিয়ে দেবো তোমার পাঁজর মনের রঙিন ফুলে


তোমায় দেখার শেষ হবেনা দুচোখ বোজার আগে
আকাশ হয়ে জড়িয়ে রবো গভীর অনুরাগে
তোমায় দেখার শেষ হবেনা দুচোখ বোজার আগে
আকাশ হয়ে জড়িয়ে রবো গভীর অনুরাগে
তোমার চোখে আকাশ আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা।



শিল্পীঃ   Arfin Rumey | আরিফিন রুমি | 

Monday, March 26, 2018

E Ki Maya এ কি মায়া

এ কি মায়া

tausif bangla songs lyrics


এ কি মায়ার জড়াইলা
থাকিতে পারিনা ঘরেতে
এ কি প্রেমে ডুবাইলা
রইতে পারিনা একা যে।
গাছের পাতা নড়ে চড়ে
বন্ধু তোরই কথা মনে পড়ে।।

আমার মনের মায়া
লেগেছে তোরই লাগি
তোকেই কাছে পেতে চায়
অবুঝ এ হৃদয়খানি।
তুই কেন আসিস না
ভাল কেন বাসিস না।
গাছের পাতা নড়ে চড়ে
বন্ধু তোরই কথা মনে পড়ে।

হৃদয় উঠোন জুড়ে
এঁকেছি তোরই ছবি
নিরলে তোকেই ভেবে
সাজে আমার পৃথিবী।
তুই কেন আসিস না
ভাল কেন বাসিস না।

শিল্পীঃ Tausif  | | Liza | | তাওসিফ | | লিজা |

Srabon O Koshto শ্রাবন ও কষ্ট

 শ্রাবন ও কষ্ট 




দু'চোখের নাম আমি
শ্রাবণ দিলাম
বুকের নাম দিলাম কষ্ট
জীবন ঘিরে আমার
বর্ষার আনাগোনা
কখনো আসেনি বষন্ত

এই যে দুটি হাত
কতদিন কতরাত
ছুয়ে গেছে আগুনের বৃষ্টি
ছোয়নিতো কারো মন
জানিনা সে কি কারন
হলনাতো কোন কিছু সৃষ্টি
এক বেদনার নীল
সমুদ্র পাড়ি দিয়ে
আজ আমি বড় বেশি ক্লান্ত

এই যে পোড়ামন
কেদে মরে সারাক্ষন
দেখলনা কেউ এসে কোনদিন
এই বুক এই মুখ
জানলনা কিযে সুখ
মরুভুমি রয়ে গেল চিরদিন
এই মরুময় বুকে তৃষ্ণার
জ্বল খুজে
আজ আমি বড় বেশি ক্লান্ত
আজ আমি বড় বেশি ক্লান্ত



Asif Akbar | আসিফ আকবর

Sunday, March 25, 2018

Zodi kkhono vul hoye zay যদি কখনো ভুল হয়ে যায়

যদি কখনো ভুল হয়ে যায়



যদি কখনো ভুল হয়ে যায়
james bangla songs lyricsতুমি অপরাধ নিওনা
জানিনা কোনদিন ব্যথার প্রদীপ জ্বেলে
চেয়ে থাকা পথ শেষ হবে কিনা॥

মুসাফির আমি খুঁজে খুঁজে
ভুল পথে যদি হারিয়ে যাই একদিন
হয়তো কখনো আর ফেরা হবেনা
অভিমানী পথ চেয়ে দিন গুনো না॥

এই গান যদি সেই রাগিনীতে
সুর হয়ে বাজে তোমার কানে
জেনে নিও তুমি সেদিনের মত
আজো তোমাকে ভালবেসে ভাল আছি॥


শিল্পীঃ James | জেমস |

Amar Sonar Bangla আমার সোনার বাংলা

আমার সোনার বাংলা




  আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি।
চিরদিন তোমার আকাশ,
তোমার বাতাস,
আমার প্রাণে বাজায় বাঁশি।।

ও মা,
ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে-
ও মা,
অঘ্রানে তোর ভরা ক্ষেতে
আমি কী দেখেছি মধুর হাসি।।

কী শোভা, কী ছায়া গো,
কী স্নেহ, কী মায়া গো-
কী আঁচল বিছায়েছ
বটের মূলে,
নদীর কূলে কূলে।

মা, তোর মুখের বাণী
আমার কানে লাগে
সুধার মতো,
মরি হায়, হায় রে-
মা, তোর বদনখানি মলিন হলে
ও মা,
আমি নয়ন জলে ভাসি।।



Rabindranath Tagore  রবীন্দ্রনাথ ঠাকুর 

Saturday, March 24, 2018

Hridoye Amar Bangladesh হৃদয়ে আমার বাংলাদেশ

হৃদয়ে আমার বাংলাদেশ


হৃদয়ে আমার বাংলাদেশ
স্বপ্ন আমার বাংলাদেশ
শান্তি আমার বাংলাদেশ
ও মা তুই......
আমার বাংলাদেশ !!!

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর মুখে হাসি ফোটাবো
জাগো বাঙ্গালি জাগো

মা তোর খোকন
যেন ভয় না পায়
মরণের আগে এ
স্বাধীন করবো এ দেশ
বুকের যত রক্ত লাগে...

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর জন্য শহীদ হবো
জাগো বাঙ্গালি জাগো......

মা তোর খোকন
যদি বাড়ি না ফেরে
স্বাধীনতার পরে

সবুজ লালের পতাকা
রাখিস বড় যত্ন করে

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
মায়ের দেশ মাকে দেব
জাগো বাঙ্গালি জাগো !!!!



শিল্পী : Habib Wahid | |Arfin Rumey | | Pradeep Kumar | |হাবিব ওয়াহিদ | | আরফিন রুমি | | প্রাদীপ কুমার |

Friday, March 23, 2018

Prrithibir ekpashe make rekhe পৃথিবীর একপাশে মাকে রেখে

পৃথিবীর একপাশে মাকে রেখে


Arfin Rumey bangla song maa
পৃথিবীর একপাশে মাকে রেখে
অন্য পাশেও, মাকে রাখি
পৃথিবীর সব কথা ভূলে গিয়ে
ব্যাকুল প্রাণে, মাকে ডাকি
জীবনের সবখানে, সব গানে
মাকে ছাড়া, জীবনের নিলামে
মা হীন এলোমেলেও হৃদয়ে,
আর কোনও ঠিকানা
কেউ কি জানে?
ও...ও...হো......মা

মায়েরই মুখ দেখে দুঃখ ভুলি,
মায়েরই আঁচলে জীবন বুঝি।
যখনই দুরে যাই,
আড়ালে থাকি,
নিরবে চোখ মেলে মাকে খুঁজি।

মায়েরই পায়েতে স্বর্গ আছে,
স্বর্গ খুঁজিনা তাই অন্যখানে
মায়েরই কারনে বাঁচতে শেখা
দু চোখে মা, তুমি
জগৎ জানে
ও.....মা....মা......আ.....
ও.....মা....মা......আ.....


পৃথিবীর একপাশে মাকে রেখে
অন্য পাশেও,মাকে রাখি।
পৃথিবীর সব কথা ভূলে গিয়ে
ব্যাকুল প্রাণে, মাকে ডাকি।
জীবনের সবখানে, সব গানে
মাকে ছাড়া, জীবনের নিলামে।
মা হীন এলোমেলো হৃদয়ে,
আর কোনও ঠিকানা
কেউ কি জানে?
ও...ও...হো......মা.....


শিল্পীঃ  Arfin Rumey | আরিফিন রুমি |

Thursday, March 22, 2018

Kotha Dao কথা দাও

কথা দাও




নীলাকাশ ছুতে পারি যদি তুমি চাও
Tausif bangla songs lyricsওই মেঘ হতে পারি, যদি তুমি চাও
শুধু কথা দাও ভুলে যাবেনা, একটু দুঃখ আমায় চোবেনা
এই পৃথিবীর বিনিময়েও আমায় কখনো ছেড়ে যাবেনা।

ভালোবেসে যেতে পারি যদি তুমি চাও
এ জীবন দিতে পারি জমিয়ে যাও
শুধু কথা দাও ভুলে যাবেনা, একটু দুঃখ আমায় চোবেনা
এই পৃথিবীর বিনিময়েও আমায় কখনো ছেড়ে যাবেনা।

আজ মন ছুটেছে সুখের বাড়ি , দুঃখের সাথে দিয়ে আড়ি,
চৌ সীমানা দেব পাড়ি , বাধা যে মানবনা
এস ভালবাসার ছায়াতলে মন ভেজাবো সুখের জলে
ভয় যে আর করিনা।

দেখ রাত ছুটেছে চাদের বাড়ি , মনের মাঝে স্বপ্ন তারি
সব আলোতে দেব ভোরে আধার যে ডাকবেনা
সেই সপ্নের কথা সত্যি হলে
মন সাজাব ফুলে ফুলে
ঘুম যে আর হবেনা।

শিল্পীঃ Tausif  | তাওসিফ |

Wednesday, March 21, 2018

Taray Taray তারায় তারায়

তারায় তারায়


সুন্দরীতমা আমার
তুমি নীলিমার দিকে তাকিয়ে
বলতে পারো
এই আকাশ আমার
james bangla songs lyrics
নীলাকাশ রবে নিরুত্তর
মানুষ আমি চেয়ে দেখ
নীলাকাশ রবে নিরুত্তর
যদি তুমি বল আমি
একান্ত তোমার

আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
আমি তোমার

ক্যামেলিয়া হাতে এই সন্ধায়
ভালোবেসে যতখুশি
বলতে পারো
এই ফুল আমার
ফুল শুধু ছড়াবে সৌরভ
লজ্জায় বলবে না কিছুই
ফুল শুধু ছড়াবে সৌরভ
লজ্জায় বলবে না কিছুই
ফুল থাকবে নীরব

আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
আমি তোমার

জোছনা লুটালেই
তুমি অধিকার নিয়ে
বলতে পারো
এই জোছনা আমার

এই চাঁদ খুজবে না উত্তর
একবার যদি বল
এই চাঁদ খুজবে না উত্তর
একবার যদি বল আমাকে
আমি থাকবো না নির্বাক

আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
আমি তোমার

শিল্পীঃ James | জেমস |

Tuesday, March 20, 2018

Na Bola Valobasa না বলা ভালবাসা

না বলা ভালবাসা



Arfin Rumey bangla song lyrics মাঝে মাঝে সপ্ন দেখে অবাক কোনো রাতে
মাঝে মাঝে গল্প বলি নিজেই নিজের সাথে
ও মাঝে মাঝে ইচ্চে করে কষ্ট উড়াই হাওয়ায়
মাঝে মাঝে তোমায় সাজাই সকল চাওয়া পাওয়ায়

তুমি আমার না বলা ভালবাসা
এক সুরে বোনা এ হৃদয়ের শত আশা

মাঝে মাঝে ভাসে যে মন দুরের খেয়া ঘাটে
মাঝে মাঝে বুকের ভেতর একলা পথিক হাটে
মাঝে মাঝে ভাসাই যে মন দুরের খেয়া ঘাটে
ও মাঝে মাঝে বুকের ভেতর একলা পথিক হাটে
মাঝে মাঝে যাই যে ভুলে ভালবাসার মানে
মাঝে মাঝে দুঃখ ছোটে সুখের পিছুটানে.........


শিল্পীঃ  Arfin Rumey| | Ornik | | আরিফিন রুমি | | অর্নিক |

Monday, March 19, 2018

Madhobi মাধবী

মাধবী

Ayub Bachchu bangla songs lyrics Ayub Bachchu


চোখে সানগ্লাস ঠোঁটে হাসি
বাঁকা হাসি
তার সব কিছুতেই বড় বেশী
বাড়াবাড়ি
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

রাতের আঁধারে তাকে শুধু দেখা যায়
লাল নীল নানান রঙের গাড়িতে
দিনের আলোতে তাকে মিশে যেতে দেকা যায়
সবার সাথে সবার সাথে
কখন কোথায় সে যে কার
সে নিজেও তা জানে না
সে শুধু জানে দেহের বিনিময়ে
খাদ্য চাই খাদ্য চাই
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

তাকে সমাজ সভ্যতা এড়িয়ে চলে
আইনের শেকল তার পেছনে চলে
ধরা পরে ছাড়া পায় ফিরে আসে আবার
মানুষের কাছে , মানুষের কাছে
নষ্ট নারী কেন তারে বলে
সে নিজেও তা জানে না
সে শুধু জানে দেহের বিনিময়ে
খাদ্য চাই খাদ্য চাই
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

নষ্ট সে হয়েছে কাদের ইশারায়
দুঃখ অভাব আর ক্ষুধারই জ্বালায়
নষ্ট পুরুষ সব কাছে চলে আসে
তাদের দুচোখে লোভী দৃষ্টি ভাসে
মাধবী জানে না কেমন করে
বদলে গেছে সে নষ্ট নারীতে
সংসার শান্তি এসব কিছু আর
নিলো না মাধবীকে আপন করে
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

সময়ের আগে তাকে চলে যেতে হয়
প্রানহীন দেহখানি পৃথিবীতে রয়
নষ্ট পুরুষ সব তাকে ভুলে যায়
নতুন নষ্টা নারী পাবারই আশায়
মাধবীর মরনে কারো ব্যথা নেই
মরনের কষ্ট মাধবী জানে
মাধবীর দেহখানি জঞ্জাল হয়ে
চলে যায় কোন এক অজানায়
আজ বলি একসাথে মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

দুঃখ কষ্ট যার ছিলো সারি সারি
মাধবী


শিল্পীঃ  Ayub Bachchu | | আইয়ুব বাচ্চু  | | LRB এল আর বি |

Sunday, March 18, 2018

Tomari Porosh তোমারি পরশ

তোমারি পরশ


 Porshi bangla song lyrics Porshi আমি যত বেশি ভালোবাসি তোমায়.
তার চেয়েও বেশি ভালোবাসতে চাই
আমি যত বেশি কাছে আসি তোমার,
তার চেয়েও বেশি কাছে আসতে চাই
ভালোবেসে আমাকে নাও জড়িয়ে ,
তোমার প্রেমের ছোয়াতে দাও রাঙিয়ে
সকালের সোনা রোদ প্রতিদিন আমার ঘুম ভাঙ্গায়....
চোখ মেলে এ হৃদয় তোমারি পরশ চায়.......

হিমেল হাওয়াতে এ মন জুড়ালে গো হায়
তবু এ মন জুড়েনাত যদি কাছে না পাই তোমায়


Arfin Rumey bangla songs lyrics Arfin Rumey

শিল্পীঃ Arfin Rumey |  আরিফিন রুমি | | Porshi | পড়শী |

Saturday, March 17, 2018

Ghumont Shohore ঘুমন্ত শহরে

ঘুমন্ত শহরে

Ayub Bachchu Bangla songs

 ঘুমন্ত শহরে রূপালী রাতে
স্বপ্নের নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরণ জড়িয়ে
আমি আছি আছি তোমার স্মৃতিতে
ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে
চলে গেছ এই হৃদয়টাকে ভেঙে
তুমি আমি একই শহরে
তবুও একাকী ভিন্ন গ্রহে

মনে পড়ে সেই নিয়ন জ্বলা রাতে
অনন্ত প্রেম দিয়েছি উজার করে
নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে
পথে হেঁটেছি বাঁধা দুটি হাতে
দূর আঁধারের ভালোবাসায় হারাতে
ছুটেছিলাম সেই রূপালী রাতে

এই রাতে সব প্রেম হারিয়েছি অকারণে
নিশি ব্যস্ত মানুষ হয়েছি কেমনে
সমুদ্র কোলাহলের মনে অবিরাম ক্ষণে
নগরের যত বিষাদ আমাকে ভর করে
দরজার চৌকাঠকে পিঁড়ি বানিয়ে
বিনিদ্র জেগে আছি এই রূপালী রাতে


শিল্পীঃ Ayub Bachchu | আইয়ুব বাচ্চু | | LRB এল আর বি |

Friday, March 16, 2018

Aji Bangladesher Hridoy Hote আজি বাংলাদেশের হৃদয় হতে

আজি বাংলাদেশের হৃদয় হতে




আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
ডান হাতে তোর খড়্গ জ্বলে, বাঁ হাত করে শঙ্কাহরণ,
দুই নয়নে স্নেহের হাসি, ললাটনেত্র আগুনবরণ।
ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
তোমার মুক্তকেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি,
তোমার আঁচল ঝলে আকাশতলে রৌদ্রবসনী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
যখন অনাদরে চাই নি মুখে ভেবেছিলেম দুঃখিনী মা
আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুখের বুঝি নাইকো সীমা।
কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি—
আকাশে আজ ছড়িয়ে গেল ঐ চরণের দীপ্তিরাশি!
ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
আজি দুখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী—
তোমার অভয় বাজে হৃদয়মাঝে হৃদয়হরণী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

Dure Kothao Asi Bose দূরে কোথাও আছি বসে

দূরে কোথাও আছি বসে

bangla songs lyrics by tausif

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে,
বিরহ ছু’তে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে।

তুমি এলে রংধনু রঙ ডেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়
এই মনের আহলাদ আসোনা ছুটে।

অনুরাগে ঝরে চাঁদও আজ
এ লগনেও এলেনা,
অনুভব নিশ্চুপ আজ
কথা যে বলেনা।

ভাল যদি বাসো তুমি আমাকে
ছুটে চলে আসোনা।

নীল আচল নিরমল হাওয়া
এ লগনেও এলেনা,
অচেতন থাকে মন
নিষ্প্রান যত ভাবনা।

ভাল যদি বাসো তুমি আমাকে
ছুটে চলে আসোনা।

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে,
বিরহ ছু’তে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে।

তুমি এলে রংধনু রঙ ডেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়
এই মনের আহলাদ আসোনা ছুটে।

শিল্পীঃ  Tausif  | তাওসিফ | 

Tumi Nei Vabtei তুমি নেই ভাবতেই

তুমি নেই ভাবতেই




তুমি নেই ভাবতেই
দু'চোখের পাতা আসে ভিজে
অনুশোচনায় পুড়ে ভাবছি এখন
কি ভুল করেছি আমি নিজে
ফিরে এস এই বুকে ফিরে এস
আবার নতুন করে ভালবাস

মিথ্যে সুখের আশায়
তোমার মনে আগুন জ্বেলে দিয়েছি
স্বার্থের পিছুটানে পা বাড়িয়ে
ভুল পথে চলে এসেছি
নিয়তির কাছে তাই হল পরাজয়
স্বান্তনা পাইনাতো কোথাও খুজে

ভুলতো মানুষ করে ক্ষমার আশায়
আমিও ভুল করেছি
কষ্টের ধুপশীখা জ্বেলেন বুকে
বহুদিন আমি পুড়েছি
এস ফিরে ক্ষমা করে ভুলে অভিমান
ঠাই দাও আমাকে হৃদয় মাঝে



Asif Akbar | আসিফ আকবর

Ferari Ei Monta Amar ফেরারী এই মনটা আমার

ফেরারী এই মনটা আমার

bangla songs lyrics by Ayub Bachchu

ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার

কখনো ভাবিনি আমি
ব্যথা দিয়ে তুমি চলে যাবে
কি জানি কি ভুল ছিল আমার
আমাকে কেন গেলে কাঁদিয়ে
তাই আমি ফিরে আছি বারেবার

যে পথে হারিয়েছি তোমায়
সেই পথে খুঁজে আমি যাব
অভিমান করে থেকো না
অপবাদ দিয়ে যেও না
তাই আমি ফিরে আছি বারেবার

শিল্পীঃ Ayub Bachchu আইয়ুব বাচ্চু  LRB এল আর বি

Thursday, March 15, 2018

Valobaso Ar Naiba Base ভালবাসো আর নাইবা বাসে

ভালবাসো আর নাইবা বাসে 

bangla songs lyrics by tausif

ভালবাসো আর নাইবা বাসো স্বপ্ন তোমায় নিয়ে প্রতিদিন
একটু ভাবো আর নাইবা ভাবো গল্প তোমায় নিয়ে প্রতিদিন
তবে বন্ধু বল এ ভালবাসাকে কি কখনো মিথ্যে বলা যায়
এই শ্রাবণ বেলায় দেখ বৃষ্টি ঝরে যায়
এই শ্রাবণ তো জানিয়ে দিল এ তো কান্না শুধু বৃষ্টি নয়
তবে বন্ধু বল এ ভালবাসাকে কি কখনো মিথ্যে বলা যায়

এই মেঘলা আকাশ তাকিয়ে দেখ সূর্য লুকিয়ে রয়
সূর্য তো জানিয়ে দিল এতো কষ্ট অভিমান নয়।
তবে বন্ধু বল এ ভালবাসাকে কি কখনো মিথ্যে বলা যায়
ভালবাসো আর নাইবা বাসো …


শিল্পীঃ Tausif তাওসিফ

Wednesday, March 14, 2018

Tera Naam Japdi Phiran

Tera Naam Japdi Phiran 




I’m a bad bad girl
I’m gonna rock your world
Coz i’m a bad bad girl
I don’t give a damn
I’m gonna rock your world
With a gun in my hand

Dil luttiya ae mast nigaawan
Dil luttiya ae mast nigaawan
Tera naam japdi phiran soneya
Main tera naam japdi phiran
Tere naam toh sadke main jaawan
Tera naam japdi phiran soneya
Main tera naam japdi firan

If only i had eyes before
See right through
You sweetest guys
Know that she can’t see it
But still let it go tonight
To let it go tonight..

Let it go tonight
To let it go tonight

Tere sath sikha maine
Jeene ka salika re
Tere sath sikha maine
Jeene ka salika re
Dukho ko bhulane ka
Bhi aaya hai tarika re
Dukho ko bhulane ka
Bhi aaya hai tarika re
Dukho ko bhulane ka
Bhi aaya hai tarika re

Nach nach ke main
Nach nach ke main
Nach nach ke main
Mauj manaawan
Nach nach ke main
Mauj manaawan
Tera naam japdi phiran soneya
Main tera naam japdi phiran

I’m a bad bad girl
I’m gonna rock your world
Coz i’m a bad bad girl
I don’t give a damn
I’m gonna rock your world
With a gun in my hand

Maine to khushiyan
Saari tere naam layi ve
Maine to khushiyan
Saari tere naam layi ve
Meri yeh khushi hai ke
Main tere kaam aayi ve
Meri yeh khushi hai ke
Main tere kaam aayi ve

Rahe hasda tu mangdi duaawan
Rahe hasda tu mangdi duaawan
Tera naam japdi phiran soneya
Main tera naam japdi phiran

Tere naam toh sadke main jaawan
Tere naam toh sadke main jaawan
Tera naam japdi phiran soneya
Main tera naam japdi phiran

She is a wild girl
She’ll make you go
So crazy inside
Don’t try to stop her
Coz she is hunting tonight
The way she moves
She’s gonna throw your mind

I’m a bad bad girl
I’m gonna rock your world
Coz i’m a bad bad girl
I don’t give a damn
I’m gonna rock your world
With a gun in my hand
I’m a bad bad girl.



Singers: Javed Bashir | | Nikhil D'Souza | | Shefali Alvares |

Eto Kosto এত কষ্ট

এত কষ্ট

bangla songs lyrics by james

এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন কান্নার কবিতা
তবু হাসতে হাসতে কাঁদি আমি ভুল করে, আঁকি ব্যাথার ছবিটা ।।

পাবো হায় সুখের দেখা কি!
নিঃসঙ্গ এই আমি একাকী ।।

কেউ জানে কি, কেউ জানে কি,
কতটা আমি আজ একাকী ।।

কি ঝড়ে পড়েছি, একাকী মরেছি, গিয়েছি ভেঙ্গেচুরে
পৃথিবী জানে না, হৃদয়ও মানে না, হয়েছি ভবঘুরে ।।

পাবো হায় সুখের দেখা কি!
নিঃসঙ্গ এই আমি একাকী ।।

কেউ জানে কি, কেউ জানে কি,
কতটা আমি আজ একাকী ।।

শিল্পীঃ James জেমস

Tomar Amar তোমার আমার

তোমার আমার




তোমার আমার টুকরো সুতোর বাঁধন
যেন জাদুর মত টানছে আমায়
আলতো করে বাঁধছে আমায়
ভাঙছে আমার সাধন

তোমার চোখে আয়না দেখে
চোখে চোখে গল্প করে
রাত দুপুরে স্পর্শ করে
উড়ছি আমি এখন

চোখের তারায় উষ্ণ বালিশ
তোমায় কেবল খুঁজে
ঝুম দুপুরে বৃষ্টি হলে
মেঘলা কেন সাজেঁ

তুমি আমার অন্ধকারের আলো
মিষ্টি জোড়া কানের দুলে
রোদ মাখানো সকাল জুড়ে
তুমি আমায় বাসো ভালো

তোমার হাতে স্বপ্ন মেখে
মেঘের ডানা চড়ে
স্বপ্ন দিয়ে তোমায় আঁকি
অভিমানের ঘোরে

তুমি আমার অন্ধকারের আলো
মিষ্টি জোড়া কানের দুলে
রোদ মাখানো সকাল জুড়ে
তুমি আমায় বাসো ভালো

তোমার চোখে আয়না দেখে
চোখে চোখে গল্প করে
রাত দুপুরে স্পর্শ করে
উড়ছি আমি এখন



Tahsan | তাহসান | | Mithila | মিথিলা |

Tuesday, March 13, 2018

Bolna Kothay Tumi বলোনা কোথায় তুমি

বলোনা কোথায় তুমি 


Arfin Rumey bangla songs Kheya bangla songs
 বলোনা কোথায় তুমি, এবুকে আছো কোন পাশে?
বলোনা কোথায় তুমি, আছো কি মিশে নিঃশ্বাসে?
মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে।
ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এ কোন প্রেমে নিলে জড়িয়ে।।

জোছনা নামাও তুমি হৃদয় আঙিনায়
আমার পৃথিবী সাঁজাও মধু পূর্ণিমায়।
রাত শেষে ভোর নামাও কতো ভালোবেসে
সারাদিন জড়িয়ে রাখো সুখেরি আবেশে,
তুমি আছো বলে, ফাগুন আসে কোলে।

মনের নাওটা তুমি দোলাও আনমনে
ছবি হয়ে থাকো তুমি এ মনের গহীনে।
কখনো বা তুমি এ হৃদয়ে হারাও
কখনো তুমি এসে সামনে দাড়াও
হাতে হাত রেখে ছুঁয়ে দেওনা আমাকে
মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে।
ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এ কোন প্রেমে নিলে জড়িয়ে।।



শিল্পীঃ  Arfin Rumey And Kheya আরফিন রুমি এবং খেয়া  

Monday, March 12, 2018

Baba বাবা

বাবা 

james bangla song lyrics


ছেলে আমার বড় হবে,
মাকে বলত সে কথা
হবে মানুষের মত মানুষ এক লেখা ইতিহাসের পাতায়
নিজ হাতে খেতে পারতাম না,
বাবা বলত ও খোকা যখন আমি থাকবনা,
কি করবি রে বোকা…
এতো রক্তের সাখে রক্তের টান স্বার্থের অনেক উর্ধ্বে হঠাৎ
অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙ্গে পড়ল
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়॥

চশমাটা তেমনি আছে, আছে লাঠি ও পাঞ্জাবী তোমার
ইজিচেয়ারটাও আছে, নেই সেখানে অলস দেহ শুধু তোমার
আযানের ধ্বনি আজো শুনি, ভোরে ভাঙ্গাবেনা ঘুম তুমি জানি
শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া পবিত্র কোরআনের বানী…
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়॥


শিল্পীঃ James জেমস

Sunday, March 11, 2018

Cholo Bodle Jai চল বদলে যাই

চল বদলে যাই 

Ayub Bachchu bangla songs lyrics


সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম,
কেমন করে এত অচেনা হলে তুমি
কেমন করে এত বদলে গেছি এই আমি।

ওও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চল বদলে যাই,
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটূকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।

কত রাত আমি কেঁদেছি
বুকের গভীরে কষ্ট নিয়ে,
শূণ্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও।

তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটূকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।

যতবার ভেবেছি ভূলে যাবো
তারও বেশী মনে পড়ে যায়,
ফেলে আসা সেইসব দিনগূলো
ভূলে যেতে আমি পারিনা।

তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটূকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।

শিল্পীঃ Ayub Bachchu আইয়ুব বাচ্চু

Saturday, March 10, 2018

Ek Paye Nupur Amar এক পায়ে নুপুর আমার

এক পায়ে নুপুর আমার


topu bangla songs lyrics

এক পায়ে নুপুর আমার
অন্য পা খালি
এক পাশে সাগর , এক পাশে বালি
তোমার ছোট তরী বল
নেবে কি ...............

বলবনা আকাশের চাদ এনে দেব
বলবনা তুমি রাজকন্যা
সুধু জিগ্গেস করি দিবে কি পাড়ি হোক যত ঝড় বন্যা
আমার ছোট তরী বল যাবে কি .............

নয় মিছে আশা, নয় সুধু ভালবাসা
নয় অকারণ প্রেমে অন্ধ
জানি তুমি আমি
আমাদের তরী আজো বায় এক বন্ধুত্ব
তোমার ছোট তরী বল নেবে কি ............

চাদের আলো যদি ভালো লাগে
কাল হয়ে যায় ঝাপসা
তোমার এ তরী যদি চলে যায় ফিরে আর আসবেনা
যত ভালোবাসী তারে
দুরে রয়ে যাব, তত আমি জেনেছি


এক পায়ে নুপুর তোমার
অন্য পা খালি
এক পাশে সাগর , এক পাশে বালি
তোমার ছোট তরী বল
নেবে কি ..........


শিল্পীঃ Topu & Anila তপু ও আনিলা

Shabash Bangladesh সাবাস বাংলাদেশ

 সাবাস বাংলাদেশ




বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ……

ও……
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ
ও……
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ

তাকধিনাধিন ধিন ধিন তা,
প্রাণপণে লড়ে যা,
জয় হবে নিশ্চিত, দুঃখ ভুলে যা(২)
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ

বাংলা মায়ের দামাল ছেলে
খেলবে ছয়ে আর চারে
জয়ের নেশায় হেসে খেলে
ভাঙ্গবে উইকেট বারে বারে(২)

ও……
দুলছে সবাই, গাইছে সবাই
করতালি মাঠে
বিশ্বকাপের স্বপ্ন দ্যাখে
প্রাণে জোয়ার ওঠে(২)

বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ……



Asif Akbar | আসিফ আকবর

Thursday, March 08, 2018

Dekha Hobe Bondhu দেখা হবে বন্ধু

দেখা হবে বন্ধু

Partho Borua bangla songs lyrics


দেখা হবে বন্ধু কারণে আর অকারণে
দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে
দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায়

দেখা হবে বন্ধু নাটকীয় কোনো বিনয়ী ভঙ্গিতে
ভালোবাসার শুভ্র ইঙ্গিতে
দেখা হবে বন্ধু নিয়ত প্রতিদিন পাশ কেটে যাওয়া
সন্ধ্যার হিমেল হাওয়ায়

দেখা হবে বন্ধু
শ্লোগান মুখর কোনো এক মিছিলে
ব্যস্ততা থেকে ধার দিলে
দেখা হবে বন্ধু
ভীষণ খেয়ালী মনের আতিথেয়তায়
উচ্ছাসে প্রনয় প্রাক্কালে


শিল্পীঃ Partho Borua পার্থ বড়ুয়া

Amaro Porano Jaha Chay আমার পরান যাহা চায়

 আমার পরান যাহা চায়




 আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো।
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো।।
তুমি সুখ যদি নাহি পাও,
যাও সুখের সন্ধানে যাও-
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে,
আর কিছু নাহি চাই গো।।
আমি তোমার বিরহে রহিব বিলীন,
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
দীর্ঘ বরষ-মাস।
যদি আর-কারে ভালোবাস,
যদি আর ফিরে নাহি আস,
তবে তুমি যাহা চাও তাই যেন পাও,
আমি যত দুখ পায় গো।।



Rabindranath Tagore | রবীন্দ্রনাথ ঠাকুর 

Poloke Poloke পলকে পলকে

পলকে পলকে 


Arafin Rumey Song lyricপলকে পলকে কি যে হলো
দুটি হৃদয় ভেসে গেলো
পাজর ছুয়ে অবুঝ নদী
ঢেউয়ে ঢেউয়ে মাতিয়ে দিল
মনের ভেতর মন নামিয়ে স্বপ্নবুনি চলো ।।

একটা পলক তুমি হলে আড়াল
মনে হয় দেখি নাই অনন্তকাল
মনের ভেতর করে কেমন কেমন
রাত শেষে আসে না যেন সকাল
চলো দু’জন হৃদয় খুলে হয়ে যাই এলোমেলো ।।
Porshi Song lyric

মনটা ছুয়ে তুমি সুনীল আকাশ
সেখানে শুধু তোমার বসবাস
বুকের ভেতর তোমার আসন
জুড়ে আছো সবটা নিঃশ্বাস
তোমায় ছাড়া এক জীবনে যায় কি বাচা বলো ।


শিল্পী : Arfin Rumey |  আরিফিন রুমি | | Porshi | পড়শী |

Wednesday, March 07, 2018

Sobkota Janala Khule Dao Na সবকটা জানালা খুলে দাও না

সবকটা জানালা খুলে দাও না




সবকটা জানালা খুলে দাওনা
আমি গাইব গাইব বিজয়েরই গান
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
ভালোবেসে দিয়ে গেছে প্রাণ।।

চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
হারানো স্মৃতি বেদনাতে
একাকার করে মন ডাক দিলে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়নাক
মন ভাঙা গান।।

আজ আমি সারানিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে।
তৈরি রাখব আতর গোলাপ
এদেশের প্রতিটি ঘরে ঘরে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়নাক
মন ভাঙা গান।।



শিল্পীঃ  Sabina Yasmin সাবিনা ইয়াসমিন

Natok নাটক

নাটক




আমাকে তুমি দেখালে
নাটক, তোমারি নিজের অভিনীত
আমাকে তুমি দেখালে
নাটক, তোমারি নিজের অভিনীত
এত ভালো অভিনয় জানো তুমিই তো
আগে বুঝিনিতো আমি, আগে বুঝিনিতো
ও আমাকে তুমি দেখালে
নাটক, তোমারি নিজের অভিনীত

যে হাসিতে একদিন এই মন গলেছে
সে হাসি দাবানল হয়ে আজ জ্বলেছে
যে হাসিতে একদিন এই মন গলেছে
সে হাসি দাবানল হয়ে আজ জ্বলেছে

ভালোবাসা হতে পারে এত অবহেলিত
ভালোবাসা হতে পারে এত অবহেলিত
আগে বুঝিনিতো আমি, আগে বুঝিনিতো
ও আমাকে তুমি দেখালে
নাটক, তোমারি নিজের অভিনীত

যে আশাতে একদিন স্বপ্নটা দেখেছি
সে আশার ছাই দিয়ে আজ মন ঢেকেছি
যে আশাতে একদিন স্বপ্নটা দেখেছি
সে আশার ছাই দিয়ে আজ মন ঢেকেছি
চেনা মন হতে পারে এত অপরিচিত
চেনা মন হতে পারে এত অপরিচিত
আগে বুঝিনিতো আমি, আগে বুঝিনিতো

ও আমাকে তুমি দেখালে
নাটক, তোমারি নিজের অভিনীত
আমাকে তুমি দেখালে
নাটক, তোমারি নিজের অভিনীত
এত ভালো অভিনয় জানো তুমিই তো
আগে বুঝিনিতো আমি, আগে বুঝিনিতো
আমাকে তুমি দেখালে
নাটক, তোমারি নিজের অভিনীত



Asif Akbar | আসিফ আকবর

Tuesday, March 06, 2018

Shua Chan Pakhi শুয়া চান পাখি

শুয়া চান পাখি


Bari Siddiqui Song lyric


শুয়া চান পাখি আমার শুয়া চান পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।

তুমি আমি জনম ভরা
ছিলাম মাখামাখি
আজ কেন হইলে নীরব
মেলো দুটি আঁখি।

বুলবুলি আর তোতা ময়না
কত নামে ডাকি,
তোরে কত নামে ডাকি
শিকল ভেঙ্গে চলে গেলে কারে লইয়া থাকি।

তোমার আমার এই পিরিতি
চর্ন্দ্র সূর্য্য সাক্ষী
হঠাৎ করে চলে গেলে
বুঝলাম না চালাকিরে পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।



শিল্পীঃ Bari Siddiqui বারী সিদ্দিকী

Amon Aral Diye Lukiye | অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না

অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না




 অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না ।
এবার হৃদয়-মাঝে লুকিয়ে বোসো, কেউ জানবে না, কেউ বলবে না ।।
বিশ্বে তোমার লুকোচুরি, দেশ-বিদেশে কতই ঘুরি-
এবার বলো আমর মনের কোণে দেবে ধরা, ছলবে না ।।
জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয়-
সখা, তোমার হাওয়া লাগলে হিয়ায় তবু কি প্রাণ গলবে না?
নাহয় আমার নাই সাধনা- ঝরলে তোমার কৃপার কণা
তখন নিমেষে কি ফুটবে না ফুল, চকিতে ফল ফলবে না ?।



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

Ami Ke আমি কে

Ami Ke আমি কে

Topu bangla songs lyrics

আর এখানে কোন প্রশ্ন নেই মনে
জেনেছি কি যে চাই
আমি কে?

এই খেলাতে কে জয়ী কে হারে,
কি লাভ কি ক্ষতি তার
যে চলে গেছে।

কে কি যে চাই, কে জয়ী কি আশাই
কি সুখে, কি ক্ষতি কে জানে।।

কে আমি কে?
কি খুঁজি ভালবাসি কাকে?
কি সুখে কি যে চাই
আমি কে, আমি কে।।

কে কি যে চাই, কে জয়ী কি আশাই
কি সুখে, কি ক্ষতি কে জানে।।

শিল্পীঃ Topu & Anila তপু ও আনিলা

Monday, March 05, 2018

Ekhon To Shomoy Bhalobashar এখন তো সময় ভালোবাসার

এখন তো সময় ভালোবাসার




Runa Laila Song lyric
এখন তো সময় ভালোবাসার,
এ দুটি হৃদয় কাছে আসার,
তুমি যে একা আমিও যে একা,
লাগে যে ভালো,
ও প্রিয় ও প্রিয়

পেয়েছি তোমাকে এতদিনে
যেও না সরে গো অভিমানে
আমি তোমারি ও বুকে নাও টেনে
এখন তো সময় ভালোবাসার,
এ দুটি হৃদয় কাছে আসার,
তুমি যে একা আমিও যে একা,
লাগে যে ভালো
ও প্রিয় ও প্রিয়


কী ছোঁয়া আমাকে দিলে তুমি,
রাত দিন তোমাকে ভাবি আমি
কেন বোঝ না প্রেমেরও পাগলামী
এখন তো সময় ভালোবাসার,
এ দুটি হৃদয় কাছে আসার,
তুমি যে একা আমিও যে একা,
লাগে যে ভালো
ও প্রিয় ও প্রিয়



শিল্পীঃ   Runa Laila | | রুনা লায়লা | | Agun | | আগুন  |

Adho Rate Jodi Ghum Bhenge আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়

আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়

NAZRUL GEETI নজরুল গীতি


আধো রাতে যদি ঘুম ভেঙে যায়
মনে পড়ে মোরে প্রিয়
চাঁদ হয়ে রব আকাশের গায়
বাতায়ন খুলে দিয়ো
Nazrul Islam Nazrul Songeet

সেথা জোছনার আলোর কণিকা
যেন সে তোমার প্রেমের মণিকা

কলংক সাথে জড়ায়ে রয়েছে
প্রেমের কলংক সাথে জড়ায়ে রয়েছে
আঁখি ভরে নীড় প্রিয়
চাঁদ হয়ে রব আকাশের গায়
বাতায়ন খুলে দিয়ো

ভুলি নাই প্রিয় ভুলি নাই
খুলি নাই রাঙ্গা রাখি
মুছি নাই প্রেম চন্দন লেখা
দিয়েছ যা ললাটে আঁকি
ভুলি নাই প্রিয় ভুলি নাই

চৈত্র দিনের অলস বেলায়
যদি গানখানি মোর
মনে পড়ে হায়

ঝরানো পাতার মর্মর গানে
সেই সুরভিতে শুনিও
চাঁদ হয়ে রব আকাশের গায়
বাতায়ন খুলে দিয়ো

Sunday, March 04, 2018

You Are There

You Are There




Michael Jackson Song Lyric You Are There


You are there like the laughter of a child
When I need just a smile
Suddenly the sun shines for a while

Everywhere sounds of love are everywhere
And my heart sings along
Thanks to you I finally got a song,

Refrain
'Cause you are there,
You are there
You are there somewhere
Each time my world seems like it's falling down
Things look up just having you around
So every night I say a prayer
Just because you're there

Like a rainbow after rain
Like the night follows day
You're the answer to the prayers I say,

Refrain
And you are there,
You are there
You are there somewhere
No matter where I go or what I do
You are there to help me see it trough,
So every night I say a prayer,
Just because you're there

Refrain
Ouuh, you are there,
Oooh, you are there, somewhere
And as the years go by we'll stay as true,
What you are for me I'll be for you
And every night I'll say a prayer,
Just because you're there,

Oooh, you are there,
Oooh, you are there,
Everywhere, you are there



Singer: Michael Jackson

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...